বার্তা
সবার মন যুগিয়ে চলা বেশ কষ্টকর বিষয়। যেহেতু টুকটাক সোশ্যাল মিডিয়াতে লেখা প্রকাশ করি, তাই মোটামুটি প্রায়ই সমালোচনার শিকার হতে হয়। কখনো তা নেতিবাচক, আবার কখনো তা ইতিবাচক।
কোন কিছু প্রকাশ হওয়ার পর তা আর লেখকের থাকে না; বরং তা হয়ে যায় পাঠকের। পাঠক শুধু সমালোচনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখে না, বরং নানাভাবে লেখার ওপর নিজের মতো করে অপারেশনও চালিয়ে ফেলে।
আবার কিছু কিছু পাঠকের অতি আগ্রহ লেখকের ব্যক্তিজীবন ও পারিবারিক অবস্থা জানার ব্যাপারে। আমার ক্ষেত্রেও মাঝে মাঝে এমনটাও হয়— কার সঙ্গে চলাফেরা করছি, কার সঙ্গে মিশছি, এসব বিষয় নিয়েও পাঠকের কৌতূহলের কমতি থাকে না।
যদিও লেখকসত্তা বেশ কঠিন বিষয় এবং বলতে গেলে প্রকৃত অর্থেই টুকটাক লেখালেখি চর্চা করি। তারপরেও যখন প্রতিনিয়ত নিজেকে নিয়ে নানারকম সমালোচনা কিংবা বিভিন্ন রকম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তখন বিব্রতবোধ হওয়া নিতান্তই স্বাভাবিক।
গতদিন সোশ্যাল মিডিয়ায় একটা লেখা প্রকাশ করেছিলাম। তাতে একাধিক মন্তব্য এসেছে। তার ভিতরে একজন তো বেশ পরিষ্কার করে লিখে দিয়েছেন
—“আপনার লেখা সুন্দর, তবে আপনি যাদের সঙ্গে চলাফেরা করেন, তাদেরকে ভালো লাগে না।”
টুকটাক লেখালেখির অভিজ্ঞতার আলোকে দুটো পরিস্কার কথা বলতে চাই, ।
যা প্রকাশ হয়, তা পাঠকের—এতে কোনো দ্বিমত নেই। তবে ব্যক্তিজীবন নিতান্তই লেখকের,এখানে হস্তক্ষেপ করা পাঠকের কাম্য নয়।
সুতরাং লেখক কার সঙ্গে মিশলো, কার সঙ্গে বেড়ালো, কার সঙ্গে ঘুরলো—এসব অযৌক্তিক বিষয় নিয়ে ভাবার পরিবর্তে বরং তার লেখাকেই প্রাধান্য দিন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





