নতুন যাত্রা
ওর মাঝেই আমার শৈশব দেখি। হয়তো আমার বেলাতেও এমনটাই করতো বাবা-মা , যেমনটা আমি করছি। স্কুলে, ও প্রথম কিংবা শেষ হোক, এসবে আমার মাথাব্যথা নেই, হাসি আনন্দে বেড়ে উঠুক, টুকটাক শিখুক, প্রকৃত মানুষ হোক, এটাই চাওয়া।
গত কয়েকদিন আগে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বাসায় এসেছিলেন, যদিও তাদেরকে বিগত সময়ে বাবুর কথা বলেছিলাম, কেননা এখানে আশেপাশে আর তেমন কোন স্কুল নেই, যার কারণে আপাতত সিদ্ধান্ত স্থানীয় এলাকার বাজারের ঐ কিন্ডারগার্টেন স্কুল ।
সকালবেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই বললেই চলে , তবে তারপরেও আজ অনেকটা নিজের সঙ্গে যুদ্ধ করেই ঘুম থেকে সেই ভোরবেলায় উঠেছি, অতঃপর বাবু এবং বাবুর মাকে নিয়ে, সোজা চলে গেলাম স্কুলে।
আজ যেহেতু নতুন বছরের শুরু এবং স্কুলে নতুন বই দেওয়ার কর্মসূচি ছিল, তাই বলতে গেলে অভিজ্ঞতা ছিল অন্যরকম। আমার মতো আরও অনেক মানুষ এসেছিল, অভিভাবক হিসেবে।
সবাই একত্রে বসে ছিলাম, অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে, তাদের বাবুরাও আমার বাবুকে পেয়ে বেশ আনন্দিত হয়েছিল। এখনকার বাচ্চারা খুব দ্রুতই বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি করতে পারে। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
যাইহোক অবশেষে সব কার্যক্রম শেষ হওয়ার পরে, বাবুর বই সংগ্রহ করে বাড়ির পথে ফিরে এসেছি।
বেটা আমার, অধিক জ্ঞানে বেশি পন্ডিত হওয়ার থেকে, স্বল্প জ্ঞানে মানবিক মানুষ হোক, এটাই বাবা হিসেবে চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





