শায়ানের চতুর্থ জন্মদিন।
একদম ঘরোয়া আয়োজনে সম্পন্ন হল শায়ানের চতুর্থ জন্মদিন। যেখানটাতে থাকি সেখানকার পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং নিকটস্থ ছোট ভাইদের সঙ্গে করে নিয়েই অনুষ্ঠানটি হয়েছিল।
গত কয়েকদিন থেকে বেশ ভালই ব্যস্ত ছিলাম , আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী এমনকি ছোট ভাইদের কে দাওয়াত দেওয়া, অনুষ্ঠানের বাজার করা, কেক অর্ডার করা, এসব করতে গিয়ে বেশ ভালোই অর্থ খরচ হয়েছে এবং শারীরিক-মানসিক ভাবে অনেকটাই পরিশ্রম গিয়েছে।
যাইহোক, অবশেষে গত সন্ধ্যায় যখন অনুষ্ঠানটি সম্পন্ন হলো তখন যেন কিছুটা হলেও প্রশান্তি কাজ করছিল নিজের মাঝে। নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, পুরো অনুষ্ঠানের সঠিকভাবে আয়োজন করার জন্য ।
বেশ হাসি খুশি ভাবেই সময়টা কেটেছিল, শায়ান বেশ আনন্দিত ছিল। সবাই ওকে ভীষণ আদর করেছে, অনেকেই ওর জন্য নতুন নতুন খেলনা এবং চকলেট উপহার হিসেবে নিয়ে এসেছিল।
তাছাড়া খাওয়া দাওয়ার পর্বে ছিল, কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, বুটের ডাল, খাসির মাংস ভুনা, সাদা ভাত, সালাদ, সবজি এবং কোমল পানীয়।
আগত অতিথিরাও এমন আয়োজনে সন্তুষ্ট ছিল। সর্বোপরি, এই দিনটা কিন্তু আমাদের স্বামী-স্ত্রীর কাছেও বাবা-মা হওয়ার জন্মদিন।
দোয়া-আশীর্বাদে রাখিয়েন আমার ছেলেটাকে। ও যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, what a heartwarming post! Shayan's 4th birthday looks like it was a truly special and joyous occasion, filled with love, laughter, and delicious food! 🎉 The photos capture the happiness perfectly, and it's wonderful to see how much joy the celebration brought to Shayan and everyone involved. The menu sounds absolutely amazing – কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, and খাসির মাংস ভুনা – yum! It's touching to read how much effort you put into making the day memorable. Wishing Shayan all the best as he grows up healthy and happy! অবশ্যই, Shayan এর জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো! Please share more about these family moments! ❤️
প্রথমেই শায়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। জন্মদিনের অনুষ্ঠান ঘরোয়া ভাবে ঠিকঠাক মতো সম্পন্ন হয়েছে, জেনে খুব ভালো লাগলো ভাই। দোয়া করি শায়ান সুস্থভাবে বেড়ে উঠুক। সর্বোপরি আপনার পুরো পরিবারের জন্য শুভকামনা রইলো।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, আপনার মন্তব্যের জন্য।