কপাল
কপাল কি কখনো সুপ্রসন্ন ছিল—এই জটিল প্রশ্ন দিয়ে আজকের সকালটা শুরু হয়েছে। মুদ্রার হয়তো দুই পিঠ সবাই দেখে, তবে আমি যে কয়টি পিঠ দেখছি, তা নিয়েই যেন ক্রমাগত ভাবছি।
স্বাভাবিক জীবনে যখন হঠাৎ করেই ছন্দপতন ঘটে, তখন আসলে বোধহীন হয়ে পড়তে হয়—অনেকটা হতভম্ব, অবাক কিংবা বাকরুদ্ধ।
এমন একটা সকাল যে হুট করে দেখতে হবে—তার জন্য কি প্রস্তুত ছিলাম? সম্ভবত না। আবার এই যে মিশ্র অনুভূতিটা হলো, সেটাও হয়তো মানসিকভাবে মেনে নিতে বেশ বেগ পেতে হলো।
উপলব্ধির কথা যদি বলতেই হয়, তাহলে অনায়াসেই বলব—ছক কষার দুনিয়ায় আমি শুধুই দাবার গুটি, যাকে ইচ্ছেমতো খেলা যায়, অনেকটা প্রয়োজনমতো।
হতাশা যেমন কাজ করছে, তেমনই বিষণ্নতার ছাপ অযাচিতভাবে দুমড়ে-মুচড়ে দিয়েছে নিজেকে।
উপরে বর্ণিত বিষয়গুলোই এখন নিজের ভেতরে ঘটছে। সব মিলিয়ে একটু আন্দাজ করে নিন মনের অবস্থা—এই মুহূর্তে কিছুটা মানসিক প্রশান্তি সত্যিই বড্ড দরকার।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





