এলাকার উন্নয়নে ভাবনা চিন্তা।
স্থানীয় এলাকায় যে চিনিকলটি ছিল, তা বহুদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় আছে। লোকসান গুণতে গুণতে এর অবস্থা এতটাই খারাপ হয়েছে যে শেষ পর্যন্ত বন্ধ হয়েই গেছে। মূল কথা হচ্ছে—এখানে একটি সিন্ডিকেট বহু বছর ধরে কাজ করেছে, যার কারণে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছে।
যাইহোক, সে বিষয়ে আর না-ই বা বললাম; কারণ এ ধরনের সমস্যা আমাদের সমাজে প্রায় স্বভাবজাত।
দশ–পনেরো বছরের বেশি সময় ধরে চিনিকলটি বন্ধ, আর তার অধিভুক্ত এলাকাগুলো পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। সেই কারণে সরকার কিছুদিন আগে ওই পরিত্যক্ত জায়গায় রংপুর ইপিজেড বাস্তবায়নের প্রস্তাবিত ঘোষণা দিয়েছিল।
কিন্তু সেই ঘোষণার পর থেকেই কিছু ভূমিদস্যু ও কুচক্রী মহল দাবি করতে শুরু করেছে যে জমিগুলো নাকি তাদের বাপ-দাদাদের ছিল, এবং সরকার সেগুলো শুধু নির্দিষ্ট সময়ের জন্য অধিগ্রহণ করেছিল। তাই এই এলাকায় ইপিজেড করতে নাকি তারা রাজি নয়।
এ কারণে স্থানীয়দের মধ্যে দুইটি পক্ষ তৈরি হয়েছে—এক পক্ষ অবৈধভাবে জমি দখল করে লিজ বাণিজ্য করছে, আর আমাদের মতো সচেতন স্থানীয় জনগণ সেই সরকারি জমিগুলোতে ইপিজেড বাস্তবায়ন চাইছি।
যদিও এই লিজ-বাণিজ্যের অর্থ বহু দপ্তরে চলে যাওয়ার কারণে কাজটি প্রতিনিয়ত গড়িমসিতে পড়ছে, তবুও এবার ভোটের আগে স্থানীয় জনগণ প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের লক্ষ্যে জোরালোভাবে এগিয়ে এসেছে।
ইপিজেড হলে এলাকায় যে কী পরিমাণ উন্নয়ন হবে, তা সত্যিই ধারণার বাইরে। শিল্পাঞ্চল গড়ে উঠবে, অর্থনৈতিক অগ্রগতি হবে, কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে—অর্থাৎ পুরো পারিপার্শ্বিক পরিবেশেই আমূল পরিবর্তন আসবে।
একটা অপ্রিয় সত্য হলো—যদি এলাকার প্রকৃত উন্নয়ন হয়, তাহলে অনেক নেতার পিছনে আর লোক থাকবে না; আর অবৈধ লিজ বাণিজ্যের মাধ্যমে অর্থ রোজগারের সুযোগও থাকবে না। সেই কারণেই ভূমিদস্যু ও নেতা-প্রবণ কিছু লোক ইপিজেড বাস্তবায়নের বিরোধিতা করছে।
কিন্তু আমরা তরুণ সমাজ ও সচেতন স্থানীয় জনগণ কোনওভাবেই পিছপা নই। আমরা চাই—এলাকার উন্নয়ন।
এটাই প্রথম কথা, এটাই শেষ কথা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






ইপিজেড হলে নিঃসন্দেহে এলাকার উন্নয়ন ঘটবে। তাই এই ব্যাপারে অবশ্যই আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।