ভয়েস পরিষ্কার করার ক্ষুদ্র চেষ্টা।
এটা সত্য প্রতিনিয়ত লেখালেখির পাশাপাশি, বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করে আসছি দীর্ঘদিন থেকে, তবে লেখালেখি যতো সহজে প্রকাশ করা যায়, তারথেকেও অনেকটা কঠিন মনে হয় ভিডিও বানানো।
প্রথমত বিষয় নির্ধারণ করা, তারপর সেই বিষয়টাকে সাজানো গোছানো ভাবে ভিডিও আকারে রেকর্ড করা এবং অবশেষে দর্শকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা। বলতে গেলে বেশ কিছু ধাপ পাড়ি দিতে হয় ভিডিও বানানোর জন্য। আমি অনেক করি, যারা টুকটাক ভিডিও বানায় তারা আমার বিষয়টা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন।
ভিডিও লিংক
এক কথায় বলতে গেলে, কোন কিছু লিখে প্রকাশ করার থেকে ভিডিও আকারে প্রকাশ করা বেশ কষ্টসাধ্য ও মেধা সম্পন্ন কাজ। তাছাড়া একটা বিষয় খেয়াল করে দেখবেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা কিন্তু মোটেও সহজ না।
যেহেতু আমি ভ্লগ আকারে প্রতিটি ভিডিও পাবলিশ করার চেষ্টা করি, তাই অনেক কিছুই মাথায় রাখতে হয়। একদম আহামরি যে ভিডিও বানাই তেমনটা বলবো না, তবে চেষ্টা করছি প্রতিনিয়ত শেখার জন্য এবং লেগে আছি বহুদিন থেকেই। বেশ কিছুদিন আগে, এক পরিচিত ছোট ভাই বলেছিল আপনার ভিডিও গুলো দিন দিন সুন্দর হচ্ছে, চেষ্টা করুন ভিডিওর ভয়েস কোয়ালিটি উন্নত করার জন্য।
মন্তব্যটাকে আমি ভীষণভাবে গুরুত্ব দিয়েছিলাম, নিজেও খেয়াল করেছি ভিডিওর আসলেই ভয়েস কোয়ালিটি উন্নত করা দরকার। তাই অবশেষে, সেদিন যখন বগুড়ায় গিয়েছিলাম তখন বাধ্য হয়েই স্বল্প দামের ভিতরে মোটামুটি ভালো দেখে মাইক্রোফোন কেনার চেষ্টা করেছি।
যেহেতু নতুন মাইক্রোফোন কিনেছি, তাই যেখান থেকে কিনেছি সেখানকার একটা প্রমোশনাল ভিডিও সঙ্গে সঙ্গে বানানোর চেষ্টা করেছি, বলতে গেলে মাইক্রোফোনের ভয়েস পরীক্ষা করার জন্য। যেহেতু স্বল্প বাজেটের ভিতরে নিয়েছি, তাই আমার কাছে বেশ ভালই মনে হয়েছে মাইক্রোফোনটি। আশা করা যায়, এখন থেকে ভিডিওগুলো তে বেশ ভালোভাবে ভয়েস দিতে পারব এবং ভয়েস বেশ পরিষ্কার শোনাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ ভালো তো মাইক্রফোনটা। আমিও ভয়েস দিই৷ আগে বুঝতাম না কিভাবে দেওয়া উচিত। আস্তে আস্তে শিখছি। অনেক সময় লাগে৷ আপনার একটু ভালো গুণ হচ্ছে ভিডিওর সাথে থরোলি নিজেও বলতে পারেন। আমি সেইগুলো পারি না। অনেক নয়েজ থাকে। তাছাড়া কি বলব খুঁজে পাই না। আপনার সঞ্চালনাটা বোধহয় এসব কারণেই চমৎকার হয়। এই ভিডিওটাও বেশ ভালো হয়েছে। দেখলাম পুরোটা।
সবকিছুই চর্চা, চর্চা করছি প্রতিনিয়ত এইতো। ভালো লাগলো আপনার মন্তব্য।
চরম সত্য কথা হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিংবা কোনো মাউথপিস কে হাতে নিয়ে জনসমাগমের উদ্দেশ্যে কথা বলা অতটাও সহজ শিল্প নয়। আমিও বেশ ছয় বছর যাবৎ এভাবেই প্র্যাকটিস করে আসতেছি বিভিন্ন জনসমাগমে কথা বলে। মোটামুটি ভালই পারি এখন। আপনার ভিডিওগুলি ও দারুন লাগে ভাই। যেহেতু নতুন মাইক্রোফোন কিনেছেন আশা করি আপনার ভয়েস এবং ভিডিও আরো দারুণ হবে এখন। আগামীর জন্য শুভকামনা রইলো প্রিয় ভাই।
তবে রিয়েলমি ব্রান্ড মাত্র ২৩ হাজারে ওয়াটারপ্রুফ ফোন দিচ্ছে এটা শুনেই তো অবাক হয়ে গেলাম।
আপনার জন্য শুভকামনা রইল, চর্চা করতে থাকুন।
এটা সত্য, রিয়েলমি ফোনের বিষয়টা শুনে আমি কিছুটা অবাক হয়েছি।
দারুণ একটি মাইক্রোফোন কিনেছেন ভাই। এই মাইক্রোফোনটা আপনার সত্যিই দরকার ছিলো। কারণ আপনি তো মোটামুটি রেগুলার ভিডিও বানিয়ে থাকেন। যাইহোক ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। তামিম ইকবাল তো দেখছি কোনো কথাই বলছে না হা হা হা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বিশ্রামে আছে ভাই, তামিম ইকবাল। ধন্যবাদ আপনাকে।