মশাই
বেশ কয়েকদিন আগের ঘটনা লিখতে কিছুটা দেরি হয়ে গেল, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত যা কিনা পরবর্তীতে হাতাহাতি-মারামারি থেকে শুরু করে মৃত্যুর মতো বেদনাদায়ক ঘটনাতে পরিণত হয়েছিল।
পারিপার্শ্বিক অবস্থায় সবাই যেন নিজেদের ভিতরে ভয়ানক অস্থিরতা নিয়ে ঘুরে বেড়ায়। স্থানীয় এলাকার বাজারে দোকানদারের অনুপস্থিতিতে দুজন তরুণ দোকানের কিছু মালামাল টান দিয়েছিল,যা এক প্রকার অন্যায়। সহজ করে বলতে গেলে, চুরি।
দোকানদার যখন দোকানে এসে সিসি ক্যামেরায় বিষয়টি দেখেছে এবং তরুণদের শনাক্ত করতে পেরেছে , তারপর তাদের ধরে প্রথমত বোঝানোর চেষ্টা করেছে এবং একটা পর্যায়ে গিয়ে চড়-থাপ্পড় দিয়েছিল।
ওই যে বললাম সবার ভিতরে ভীষণ অস্থিরতা কাজ করে, যার কারণে এই তুচ্ছ ঘটনাটা তরুণদের মস্তিষ্কে দারুণ ভাবে প্রভাব ফেলেছিল।
অবশেষে সন্ধ্যাবেলায় ওরা আরো কিছু তরুণকে একত্রিত করে, দোকানদারকে সুযোগ মতো একা পেয়ে ছুরিকাঘাত করেছে। ব্যাপারটা ভাবার পরেই যেন শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল।
নিজেরা চুরি করেছে সেটা নিয়ে অনুতপ্ত হওয়া বাদ দিয়ে, নিজেদের রাগ ঝেড়েছে দোকানদারের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে, কি একটা অবস্থা তাই না?
প্রথমত স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়া, সেখানে যখন হয়নি তখন আবার মেডিকেল কলেজ হাসপাতালে দোকানদারকে নিয়ে শরণাপন্ন হওয়া, এরমধ্যে তো আবার থানা-পুলিশ হয়েছিলই। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে দোকানদার এখন মাটির তলায় ।
খুব দ্রুত লেখাটি পড়ে ফেললেন তাই না, যদিও বিষয়টা কাল্পনিক না, তবে এমন ঘটনা কিন্তু আশেপাশে প্রতিনিয়তই ঘটছে এবং দিন দিন কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েই চলছে।
মানলাম তাদের পারিবারিক শিক্ষার অভাব, তবে সামাজিক শিক্ষা বলেও তো একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে মশাই আপনি কতটুকু ভূমিকা পালন করেছেন, তা কি একবার ভেবে দেখেছেন কখনো?
নাকি ভাববো কিশোর গ্যাংদের নিজ স্বার্থে কাজে লাগানোর পাঁয়তারা করছেন?
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






এটা কিন্তু আসলেই ঠিক। সারাদেশের বিভিন্ন জায়গায় এখন কিশোর গ্যাংয়ের বিভিন্ন ধরনের অপকর্মের ঘটনা শোনা যায়। দোকানদারের মৃত্যুর ঘটনাটি শুনে আসলেই খুব খারাপ লাগছে। উনি যাতে ওপারে ভালো থাকেন সেই কামনা করছি।