বৈরী হাওয়া
গতকাল দুপুরের পর থেকে অনাকাঙ্ক্ষিতভাবে মনটা খুব খারাপ। মানুষের মনের অবস্থা কখন, কীভাবে পরিবর্তন হয়ে যায়, তা বলা খুবই মুশকিল।
গত দিন দুপুর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, তারপরে হুট করেই ভেসে আসা এক খবর শোনার পর থেকেই মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম, এমনকি সারারাতে সেভাবে চোখের পাতা জোড়া লাগেনি।
পৃথিবীটা অদ্ভুত একটা জায়গা। যাকে সারা জীবন খুব কাছ থেকে পাশে দেখেছেন, তার প্রতি আপনার ভালোবাসা উদয় হয় না;
কিন্তু কখনো যাকে বাস্তবে চোখে দেখেননি, কথা বলার সুযোগ হয়নি, তার প্রতিও আপনার শ্রদ্ধা, ভক্তি, সম্মান ও ভালোবাসা কাজ করতে পারে।
বলতে গেলে ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি—কখন কার প্রতি কীভাবে কাজ করবে, তা কেউ আগে থেকে বলতে পারে না। আর যখন ভালোবাসার মানুষগুলোর কোনো বিপদের কথা শোনা যায়, তখন মনটা খারাপ হওয়া নিতান্তই অস্বাভাবিক কিছু নয়।
মন খারাপের এই বৈরিতা কেটে যাক, প্রশান্তির বাতাস লাগুক মনে—এই কামনাই করি। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো, নিজ নিজ অবস্থানে সুস্থভাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






ভালোবাসার মানুষগুলো বিপদে পড়লে আসলেই খুব টেনশন লাগে। আসলে আমরা সবসময়ই চাই ভালোবাসার মানুষগুলো সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার অনুভূতি বুঝতে পেরে, মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।