নীল আকাশ
উপরের নীল আকাশটা একই—তবে নিয়মের বেড়াজালে মানচিত্রটা শুধুই আলাদা। তাই হয়তো পরিচয় হওয়ার সুযোগ থাকলেও নানা কারণে তা বাস্তবে হয়ে ওঠে না। ব্যাপার না, সোশ্যাল মিডিয়া তো আছেই। টুকটাক কথা না হয় এখানেই হোক। দূরের সম্পর্কগুলোর সঙ্গে দূরত্ব কমুক।
উপরের কথাগুলো যা লিখেছি, তা বাস্তবতার প্রেক্ষাপটেই। আমাদের এমন অনেকের সঙ্গে পরিচয় আছে, যাদের সঙ্গে চাইলেও আর বাস্তবে দেখা হয় না। তবে টুকটাক কথা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়—ইন্টারনেটের বদৌলতে।
আগে চিঠির যুগ ছিল। যারা চোখের আড়াল হতো, তাদের সেভাবে আর খুঁজেই পাওয়া যেত না। কিন্তু এখন অতি পরিচিত, সামান্য পরিচিত কিংবা যেকোনো মানুষের সঙ্গে চাইলেই পরিচিত হওয়া যাচ্ছে, কিংবা যোগাযোগ করা যাচ্ছে। ইন্টারনেট যেমন সবকিছুকে আমাদের কাছে আরও সহজ করে দিয়েছে, তেমনই অনেক ক্ষেত্রে আবার জটিল পরিস্থিতিরও সৃষ্টি করেছে। সবকিছুই নির্ভর করে ব্যবহারবিধির উপর।
যাইহোক, অনেক ভারী কথা আর না বলি। এখন আর একা থাকার দিন নেই। চাইলেই অনেক মানুষকে আপন করে নেওয়া যায় এই ইন্টারনেটের যুগে। আপনি যেমন একাকীত্ববোধ করছেন, তেমনই অন্য পাশ থেকে কেউ হয়তো আপনার একাকীত্ব দূর করার জন্য বসেই আছে। এ সমীকরণ খুবই সহজ।
উপরের নীল আকাশটা যেমন সবার, তেমনই এই ইন্টারনেটের যুগে ভার্চুয়ালি অতি দ্রুত সবার কাছে পৌঁছানো যায়। সবকিছু সঠিকভাবে ব্যবহার হোক—এটাই চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





