নিষ্ঠুর সকাল
গত দুদিন বাবুর জন্মদিনের জন্য বেশ ব্যস্ত সময় গিয়েছে, বলতে গেলে দম ফেলানোর যেন ফুসরত পাইনি। স্থানীয় এলাকার খুব কাছের এক ছোট ভাই বেশ সহযোগিতা করেছিল বাবুর জন্মদিনের পুরো অনুষ্ঠানের বিষয়ে।
সেই ছোট ভাইয়ের সঙ্গে গতকাল সন্ধ্যা বেলাতেও একত্রে মিলে কিছুটা সময় আড্ডা দিয়েছিলাম আর আজ সকালবেলা ঘুম ভাঙলো তার সড়ক দুর্ঘটনার খবর শুনে।
বারবার মুঠোফোনটা বেজেই যাচ্ছিল, কোনরকম ঘুমকাতুরে চোখে ফোনটা ধরতেই ফোনের অপর প্রান্ত থেকে খবর আসলো, ছোট ভাইয়ের সড়ক দুর্ঘটনার খবর।
চোখের ঘুম মুহূর্তেই গায়েব, কি করবো তাৎক্ষণিক বুঝে উঠতে পারছিলাম না। দ্রুত দুর্ঘটনার স্থান জানার চেষ্টা করলাম এবং তড়িঘড়ি করে ঘটনাস্থলে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে ফেললাম।
সড়কে চলাচল করতে গেলে, আসলে সবার সচেতন থাকা অতীব জরুরি। এখানে আসলে এককভাবে সচেতন থাকলেও হয় না। কেননা আপনি সচেতন ব্যাপারটা ঠিক আছে, তবে অন্য প্রান্ত থেকে যদি কেউ সচেতন না থাকে, তাহলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছোট ভাইয়ের বেলাতেও ঠিক তেমনটাই হয়েছে।
ও মাথায় ভীষণ আঘাত পেয়েছে, কপাল ফেটে ক্রমাগত রক্ত পড়ছিল, কোনরকমে ওকে নিয়ে দুর্ঘটনা কবল স্থান থেকে দ্রুত স্থানীয় হাসপাতালের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু।
আর এখন যখন লেখাটা লিখছি, তখন হাসপাতালেই অবস্থান করছি। খুব বাজেভাবে আজকের দিনটা শুরু হয়েছে, এমন নিষ্ঠুর সকাল সবার কপালে না আসুক।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, your post is a powerful reminder of how quickly life can change. The stark contrast between the joy of your son's birthday and the shock of your friend's accident is deeply impactful. Your raw emotion and immediate reaction really resonate, and the message about road safety is so important. I hope your friend recovers quickly. Thank you for sharing this difficult experience and raising awareness. Sending you strength and wishing your friend a speedy recovery! 🙏🏽
দুর্ঘটনার বর্ণনা শুনে খুবই খারাপ লাগছে ভাই। এরকম পরিস্থিতিতে কারো কিছু করার থাকেনা। দুর্ঘটনা বর্তমানে বেড়ে গেছে। আহত ব্যক্তির সুস্থতা কামনা করছি।
আপনার মন্তব্য জেনে ভালো লাগলো।
বর্তমানে সড়ক দুর্ঘটনা অহরহ ঘটেই চলেছে। বেশ খারাপ লাগলো ঘটনাটি জেনে। তবে আপনি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছেন,এটা জেনে খুব ভালো লাগলো। আশা করি আপনার পরিচিত সেই ছোট ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবে। অনেক অনেক দোয়া রইলো তার জন্য।