কর্তা
যদি আপনি পরিবারের কর্তা হয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্বের কোনো শেষ থাকবে না। সময়-অসময় বলে কোনো বিষয় থাকবে না। পরিবারের প্রত্যেকটি সদস্যের খোঁজখবর যেমন আপনাকে নিতে হবে, তেমনি তাদের দেখভালের দায়িত্বও আপনার।
তাদের প্রয়োজন মেটানো থেকে শুরু করে সুযোগ-সুবিধা নিশ্চিত করা কিংবা অসুবিধাগুলোর সমাধান করা—এসবই আপনার কর্তব্যের ভেতরে পড়ে। কোনোভাবেই এসব বিষয় আপনি এড়িয়ে যেতে পারবেন না।
আপনার দুই কাঁধ ভর্তি শুধু দায়িত্ব আর দায়িত্ব—অনেকটা পাহাড়সমান। এই পাহাড়সমান দায়িত্ব আপনি পালন করতে পারেন বলেই আপনি পরিবারের কর্তা। এটাও সত্য, মাঝে মাঝে পরিবারের অন্যান্য সদস্যরাও আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, তবে সেটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে। কিন্তু সেই নির্দিষ্ট সময় আসা না পর্যন্ত দায়িত্বের বোঝা কোনোভাবেই কমে না।
আবার এমনও হয়—সেই নির্দিষ্ট সময় কখনো আসে না, কিংবা যে প্রত্যাশার কথাটা বলা হয়, সেটাও পূরণ হয় না। আপনার আসলে অন্য কোনো দিকে তাকানোর সুযোগ নেই। আপনি যেহেতু পরিবারের প্রধান, তাই আপনাকে আপনার অবস্থান থেকে আপনার কাজ করতেই হবে।
এতে আপনার ছাল উঠে যাচ্ছে নাকি, আপনি কষ্টে জর্জরিত হচ্ছেন নাকি, কিংবা ভারাক্রান্ত হৃদয়ে দম যায় যায় অবস্থা হচ্ছে নাকি—এসব গল্প শোনা বা বোঝা পরিবারের অন্যান্য সদস্যদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়।
যদিও দীর্ঘদিন ধরে সবাই বলে আসছে, পরিবার মানেই সুন্দর বন্ধন—তবে বাস্তবের চিত্র বড্ড উল্টো। তাই অজুহাত কমিয়ে, যেহেতু আপনি পরিবারের প্রধান হয়েছেন, সুতরাং বেশি দিক না ভেবে নিজের দায়িত্ব পালন করে যান—এটাই ভালো, এটাই শ্রেয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





