টুকটাক শীতের কেনাকাটা।
ভিডিও লিংক
নিজের জন্য প্রয়োজন ছাড়া খুব একটা কেনাকাটা করি না, তবে পরিবারের জন্য টুকটাক কেনাকাটা করতেই হয়। বাবু দিন দিন বড় হয়ে যাচ্ছে, যার কারণে বিগত সময়ের কাপড়গুলো ওর অনেকটাই ছোট হয়ে গিয়েছে।
গিন্নি অনেক দিন থেকেই বলছিল, ওর নিজেরও কিছু কেনাকাটা করা দরকার। তাই অবশেষে সেদিন বাধ্য হয়ে শীতের কেনাকাটার জন্য শহরে গিয়েছিলাম।
উত্তরবঙ্গের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, শীতের কাপড়ের চাহিদাও খুব বেশি। বলতে গেলে, এই সময়ে কাপড়ের দোকানগুলোতে দাম বেশ চড়া।
এমনিতেই আমি স্বল্প আয়ের মানুষ, তার ওপর পরিবারের প্রয়োজন মেটাতেই বেশ হিমশিম খেতে হচ্ছে। বাবু আর গিন্নির কেনাকাটা করতেই পকেটের অবস্থা একদম নাজেহাল।
খুব করে ভাবছিলাম, নিম্ন আয়ের কিংবা সাধারণ মানুষের কথা—না জানি তাদের কী অবস্থায় পড়তে হয়েছে। সব মিলিয়ে কেনাকাটা করতে গিয়ে অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না।
তারপরও পরিবারের মুখে সামান্য হলেও হাসি ফোটানোর চেষ্টা করেছি, এটুকুই নিজের কাছে অনেক বেশি।
আমাদের কেনাকাটার মুহূর্তগুলোর ওপর ভিত্তি করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






আসলে পুরুষ মানুষের জীবনটা এমনই ভাই। নিজের জন্য সেভাবে কেনাকাটা না করলেও,পরিবারের মানুষদেরকে অবশ্যই কেনাকাটা করে দিতে হয়। যাইহোক শীতের কেনাকাটা করেছেন, দেখে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই, অনুভূতি বুঝতে পারার জন্য।
মঙ্গল হোক সবার।