আফসোস হয়।
বাঙ্গুদের,
প্রিয় অভিভাবক, মানবিক আব্বা,মাতৃতুল্য খালা-আন্টি, মমতাময়ী ম্যাডাম-আপা, শ্রদ্ধাভাজন বড় ভাই, অমুক-তমুক লিডার, এসব তথাকথিত বিশেষণওয়ালা মানুষের পাশে ঘুরঘুর না করলে চলেই না, এই হচ্ছে সমস্যা।
অথচ এদিকে, নিজের বাপ-মা, আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেওয়ার কোন হুঁশ নাই।
এজন্য কবি বলেছে,
রেখেছ বাঙ্গু করে, মানুষ করনি।
এই নোংরা রাজনীতি,
হিংস্র হতে শেখায়, মানুষ বানাতে নয়।
কেননা, চেতনার শরবত সেই জন্মলগ্ন থেকে প্রতিনিয়তই ঢকঢকে গেলানো হচ্ছে, আর বলির পাঁঠা হচ্ছে সাধারণরা।
তাহলে উপায়,
উপায় আছে.....মানসিক পরিবর্তন ও সুস্থধারার চিন্তা করা।
কথাগুলো, খুব ভেবেচিন্তে লিখেছি। কেননা পারিপার্শ্বিক অবস্থায় যা ঘটছে, তা দেখে খানিকটা হতাশ।
এ জাতি নিজেই শেষ হয়ে যাবে, নিজেদের কারণে, যদি তারা সুচিন্তা এখন থেকেই করতে না শেখে।
আফসোস হয় বড্ড....!!
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





