সাব্বিরের প্রস্থান।
গ্রামে আসার পরে প্রথম যে ছেলেদের সঙ্গে পরিচয় হয়েছিল, তাদের মধ্যে সাব্বির নামে পরিচিত এক ছোট ভাই ছিল। এদিকের ছেলেদের মধ্যে প্রবাসজীবনের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। বলতে গেলে, কোনো রকমে কলেজের গণ্ডি অতিবাহিত করার পরই তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার দিকে ঝুঁকে পড়ে।
আসলে এলাকায় থেকে যে কাজগুলো করা যায়, সেগুলো দিয়ে পরিবারে খুব একটা অর্থনৈতিক সচ্ছলতা আসে না; যার কারণেই হয়তো প্রবাসজীবন বেছে নেওয়া।
গত কয়েক দিন আগেও ওদের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। মূলত ওর বাইরে যাওয়ার উপলক্ষেই এই দাওয়াতের আয়োজন করা হয়েছিল।
মাঝে মাঝেই ভাবি—দেশেই যদি ভালো কর্মসংস্থানের ব্যবস্থা থাকত, তাহলে হয়তো পরিস্থিতি এমন দিকে নাও গড়াতে পারত। সবাই তো আসলে দ্রুত অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চায়, যার কারণেই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
তাছাড়া, পূর্বপুরুষদের বিদেশ যাতায়াত শুরু থেকেই দেখে আসতে আসতেই স্থানীয় তরুণদের মধ্যে এই বিষয়টা অনেকটা আগ্রহে পরিণত হয়েছে। সেদিন শেষ বেলায় যখন সাব্বিরের সঙ্গে খুব কাছ থেকে দেখা হয়েছিল, ওর চোখগুলোর দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল—ও কিছু বলতে চায়। কতজন যে কত আশা নিয়ে বিদেশে যায়, তা কি আর বাইরে থেকে দেখে বোঝা যায়!
যাই হোক, আমি কখনোই তেমন কারো কাছে প্রত্যাশা রাখি না। ওকে কাছে ডেকে ফিসফিস করে বললাম—
“জীবনটাকে নতুন করে সাজাও, ভাই। যে লক্ষ্য নিয়ে বাইরে যাচ্ছো, সেই লক্ষ্য পূরণ করো। তোমার আগামী সুন্দর হোক—এই চাওয়াই রইল।”
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






এটা সত্য লক্ষ্য পূরণ করাটা আমাদের সকলের জীবনে সবচাইতে বেশি জরুরী