গত সন্ধ্যায়।
বহুদিন পর গত সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। যেহেতু স্থানীয় এলাকায় এখন প্রতিনিয়তই ওয়াজ মাহফিল হচ্ছে, তাই বলতে গেলে কমবেশি প্রায়ই দাওয়াত পাই।
তাছাড়া যে জায়গাগুলোতে ওয়াজ মাহফিল হয়, সেখানে ছোটখাটো মেলাও বসে। ফলে ওয়াজ মাহফিলের দাওয়াতে গেলেই অনেক পয়সা চলে যায়।
আত্মীয়ের বাড়িতে যাওয়া থেকে শুরু করে মাহফিলে অংশগ্রহণ করা কিংবা পরিবার নিয়ে মেলায় ঘোরাফেরা করতে গিয়ে বেশ ভালোই ভোগান্তি পোহাতে হয়।অন্যদের ক্ষেত্রে কী হয়, তা জানি না; তবে আমি যে বেশ ভালোই ভোগান্তিতে পড়েছি, তা ভালোভাবেই বুঝতে পারছি।
গত মাস থেকে এই মাস পর্যন্ত মোট আটটি দাওয়াত পেয়েছিলাম—সশরীরে অংশগ্রহণ করেছি তিন জায়গায়, আর বাকিগুলোতে বিভিন্ন অজুহাত দিয়েছি। কিছুই করার নেই ভাই, পকেটের অবস্থা নাজুক।
এ জন্যই বিভিন্ন জায়গায় যাওয়া থেকে বিরত থাকি। তাছাড়া শীতের সময়ে এত ঘন ঘন ওয়াজ মাহফিল আর এসবকে কেন্দ্র করে দাওয়াতগুলো যেন অনেকটা গলার কাঁটা হয়ে যায়।
যাই হোক, তারপরও যেহেতু গতকাল মাহফিলকে কেন্দ্র করে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম, মোটামুটি সময়টা বেশ ভালোই কেটেছিল এবং পরিবারের লোকজনও বেশ খুশি ছিল।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





