আকস্মিক অনুরোধ।
সকালবেলা তখনও ঘুমের মধ্যেই আছি। এমন সময় নিকটস্থ এক প্রতিবেশীর অনুরোধ—তাকে প্রায় পাঁচ হাজার টাকা ধার দিতে হবে।
আজকাল এমন সব অনুরোধ হঠাৎ করেই সামনে এসে দাঁড়ায়, যা আসলে অনেকটাই অপ্রত্যাশিত। এমনিতেই নিজের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তার ভেতর আবার এমন আবদার।
যেহেতু প্রতিবেশীর ছোট ছেলেটি নতুন স্কুলে ভর্তি হয়েছে, তাই সেখানে স্কুলের পোশাক বানানো খুব দরকার। সেই কারণেই বাধ্য হয়ে আমার কাছে তার আগমন।
এখন আর সহজে মানুষকে টাকা ধার দিতে ইচ্ছা করে না; তবে এমন স্পর্শকাতর অনুরোধ এলে তাকে ফেরানো বড্ড কঠিন হয়ে যায়। কেননা এমন একটি ছোট্ট সন্তান আমার নিজেরও আছে।
অবশেষে গিন্নিকে বলে ভদ্রলোককে সহযোগিতা করার চেষ্টা করলাম। জীবনটা আসলে বড়ই অদ্ভুত—কখন কাকে কার দরজায় যেতে হবে, তা বলা মুশকিল।
পরিবারের লোকজন তাদের সন্তানদের জন্য সর্বদাই সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার তাৎক্ষণিক চেষ্টা করে, যেভাবেই হোক না কেন। এই ভদ্রলোকের ঘটনাটিও ঠিক তেমনই ছিল।
প্রতিটি সন্তান ভালো থাকুক তাদের পরিবারের কাছে, বাবা-মায়ের আদর-যত্নে নির্বিঘ্নে বেড়ে উঠুক।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





