চরকি
পারিপার্শ্বিক অবস্থায় যে লোকজনগুলোর সঙ্গে প্রতিনিয়ত চলাফেরা করি, তাদের আচরণের কারণে দিন দিন ভীষণ তিক্ত অভিজ্ঞতা হচ্ছে। মোটামুটি হাঁপিয়ে উঠেছি, তবে এ যাত্রায় অভিজ্ঞতা হয়েছে বেশ।
একটা বিষয় খেয়াল করে দেখবেন—জীবনে যে যত বেশি অভিজ্ঞতা অর্জন করেছে, তার চলার পথটা মোটেও সহজ ছিল না। এক প্রকার যুদ্ধ করেই তাকে নিজের ঝুলিতে অনেক কিছু সংগ্রহ করতে হয়েছে।
নীরবে, নিভৃতে, নিঃশব্দে পা ফেলে চলার অভ্যাস গড়ে তুলেছি—মাটির বুকেও যেন কষ্ট না লাগে, সেদিকটাতেও বেশ ভালোভাবে নজর রাখার চেষ্টা করি। এত বেছে বেছে চলার পরেও অতিরিক্ত ঝুটঝামেলা নিজের সঙ্গে লেগে যায়।
বিশেষ করে যারা কথা দিয়ে কথা রাখে না, বলতে গেলে কথার বরখেলাপ করে, তাদেরকে বিভিন্নভাবেই বর্জন করার চেষ্টা করি। তবে কতজনকে বর্জন করব বলুন তো—যার সঙ্গেই টুকটাক সম্পর্ক গড়ে ওঠে কিংবা অর্থনৈতিক লেনদেন হয়, সেখান থেকেই যেন প্রতিটি ঘটনার সূত্রপাত হয়।
লেনদেন তো কেউ আর ইচ্ছা করে করতে চায় না; বরং নানারকম পরিস্থিতির শিকার হয়েই করতে হয়। তাই হয়তো লেনদেনের ক্ষেত্রে মাঝে মাঝে অগ্রসর ভূমিকা রাখতে হয়—এর বাইরে আর কিছু না।
দেওয়া কথা কিংবা সময় কিছুটা পরিবর্তন হওয়া নিতান্তই স্বাভাবিক। তবে সেটা যদি ক্রমাগত পরিবর্তন হয় কিংবা কাঙ্ক্ষিত সময়টাই যদি না আসে, তখন কেমন লাগে বলুন তো?
অযথা লেনদেন নামক উপকার করতে গিয়ে বড্ড বিরক্তিকর অবস্থার ভেতরে পড়েছি। গোলাকার পৃথিবীতে কত রকমের যে মানুষ আছে, তা হয়তো উপর থেকে দেখে হুট করে বোঝা যায় না, যার কারণে অভিজ্ঞতা অর্জন বড্ড জরুরি।
আপাতত দাঁতের ওপর দাঁত চেপে আছি, ঝুটঝামেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এমন অবস্থায় কেউ না পড়ুক আর সহজ-সরল মানুষকে, ক্রমাগত যারা চরকির মতো ঘোরায়, তাদের মানসিকতার পরিবর্তন হোক—এতটুকুই চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






আসলে এখনকার বেশিরভাগ মানুষ সুযোগ পেলেই মানুষকে চরকির মতো ঘোরায়। বিশেষ করে কাউকে টাকা ধার দিলে সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। তাই মানুষকে ধার না দেওয়াটাই উত্তম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।