সচেতনতা ছড়িয়ে পড়ুক।
এখন থেকে মাস দুয়েক আগে স্থানীয় এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য তরুণ সমাজের মাঝে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম। তবে সেই সময় তরুণ সমাজ থেকে সেভাবে সাড়া পাইনি।
কিন্তু আমি থেমে যাইনি; বরং নিজের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছিলাম। যেহেতু বিষয়টি ভীষণ স্পর্শকাতর এবং সরাসরি পরিবেশ ও প্রকৃতির উপর নির্যাতনের সঙ্গে জড়িত, তাই খুব একটা বেশি সময় লাগেনি তরুণ সমাজের বিষয়টি বুঝে উঠতে।
আজ সকালে যখন ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ার নিউজফিড চেক করছিলাম, তখন যেন নিজেকেই বিশ্বাস করাতে পারিনি—তরুণ ছেলেগুলো হঠাৎই প্রতিবাদী হয়ে উঠেছে।
যে যার অবস্থান থেকে প্রতিনিয়ত ঝড়ের গতিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং নদীর সুশাসন রক্ষার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করছে। যতবার নিউজফিড চেক করছিলাম, ততবারই সচেতনতার পোস্টগুলো বারবার চোখে ভাসছিল।
যদিও কিছুটা কালবিলম্ব হয়েছে, তবুও তরুণদের এই প্রতিবাদ দেখে ভীষণ আশাবাদী হয়েছি। তরুণগুলোর জন্য মন থেকেই ভালোবাসা জন্মেছে। ওরা যেন তাদের এই প্রতিবাদী সত্তা কখনো বিকিয়ে না দেয়—এটাই আপাতত চাওয়া।
সচেতনতা ছড়িয়ে পড়ুক চারদিকে, আর যারা এই ঘৃণিত কাজের সঙ্গে জড়িত, তাদের অবস্থান হোক শ্রীঘরে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





