ইচ্ছা
২০২৪ সালের ১৩ জুলাই অহেতুক যখন আমাকে চামচা বলা হয়েছিল, সেই সন্ধ্যায় মধ্যবয়স্ক লোকের শুধুমাত্র অযৌক্তিক কটূক্তিপূর্ণ কথার প্রতিবাদ করার জন্য, তিনি ও তার দুই ছেলে দ্বারা চরমভাবে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছিলাম।
মা তো সেদিন বড্ড অপ্রস্তুত হয়ে গিয়েছিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে। বুঝে উঠতেই পারেনি, তার ছেলের প্রতিবাদের জন্য তাকেও নানারকম বিদ্রুপ কথা শুনতে হবে।
তারপর থেকে প্রায় দুটো বছর শেষ হতে চলছে, সব ভুলে যাই, তবে সেই ঘটনা ভুলি না। এই যে ভোররাতে হঠাৎই ঘুম ভেঙে বারবার কানের ব্যথায় কাতরাচ্ছি, এই ব্যথার সূত্রপাত কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই। প্রায়ই এমন শেষরাতে ঘুম ভেঙে যায় কানের ব্যথাতে আর মনে পড়ে যায় সেই সন্ধ্যার ঘটনা।
সেদিন সন্ধ্যায় মধ্যবয়স্ক লোকটার কাছে শুধুমাত্র আমার একটাই জানার প্রশ্ন ছিল, কেনো তিনি আমাকে চামচা বলেছিলেন?
এ শহরের মানুষ ঘটনাচক্রে মোবাইল ক্যামেরা বের করা দেখলে যে বড্ড ইতস্তুতবোধ করে, তার প্রমাণ সেদিন সন্ধ্যায় পেয়েছিলাম।
অভিশাপ কখনো কাউকে দেই না, অভিমান রাখিনা, তবে কিছু ঘটনা মনে এমন ভাবে দাগ কেটে যায়, সেই দাগ হয়তো তুলতে চাইলেও এই কান ব্যথার কারণে তুলতে পারিনা।
আচ্ছা, মানুষের কি কখনো নিজের কৃতকর্মের জন্য গভীর অনুশোচনাবোধ তৈরি হয় না?
এই দেখুন, বলতে না বলতেই আবারো কান ব্যথা শুরু হয়ে গিয়েছে, কানের ভেতরটাতে যেন কট কট করছে । কখন যে চোখের কোণা দিয়ে জল গড়িয়ে মোবাইলের স্ক্রিনে পড়েছে, তা যেন খেয়াল করতে পারিনি। বড্ড পীড়া দেয়, এই কান ব্যথা।
দেখতে দেখতে এই বছরটাও শেষের দিকে, প্রত্যাশা প্রাপ্তি আমার বরাবরই শূন্য, তারপরেও খুব ছোট্ট একটা ইচ্ছা পোষণ করছি, এ বছরের শেষবেলায়।
ক্ষমাই যেহেতু মহৎ গুণ , তাই মন থেকেই ক্ষমা করে দিলাম, আমাকে যারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল, সেই সকল মানুষকে। সৃষ্টিকর্তা তাদের উপর সহায় হোক।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






কিছু মানুষ ক্ষমার অযোগ্য হয় দাদা।যারা শুধুই অভিশাপের প্রাপ্তি কিন্তু তাদের দেওয়া কষ্টগুলো আমাদের সারাজীবন বহন করে যেতে হয়।এটা আমাদের সকলের জীবনেই ঘটে।যাইহোক নতুন বছর ভালো কাটুক সকলের।ধন্যবাদ আপনাকে
আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা রইল। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।