বন্ধুত্বের পথ
আপনাদের কি মনে হয়, স্বার্থন্বেষীরা শুধু কি এখনই সক্রিয় হয়েছে, নাকি জন্মলগ্ন থেকেই? ব্যাপারটা অনেকটাই স্পর্শকাতর।
স্বৈরাচারী কিংবা স্বার্থন্বেষী সত্তা আসলে সর্বদাই সবদিকে ব্যাকটেরিয়ার মতো ছড়িয়ে থাকে—কোথাও প্রকাশ্যেই সক্রিয়, আবার কোথাও ভারসাম্য বজায় রেখে ভূমিকা পালন করে।
ওদের পুনর্বাসনের কিছু নেই; বরং ওরাই সবাইকে অবস্থা বুঝে পায়ের তলায় স্থান দেওয়ার চেষ্টা করে। আপনি জাস্ট খানিকটা শরবতের মাঝে অতিরিক্ত ফ্লেভার বাড়ানোর ভূমিকা পালন করবেন—আপনাকে ঠিক এভাবেই ব্যবহার করা হবে।
আপাতত ব্যাকটেরিয়া-প্রতিরোধক কোনো অ্যান্টিবায়োটিক নেই। যেখানে উদারতা কিংবা পৃথিবীপ্রেম বলতে কিছু নেই, সেখানে স্বার্থন্বেষীরাই সর্বদাই জয়ী হবে—এটাই তো স্বাভাবিক।
মরতে সবাইকেই হবে, তবে সেই তালিকায় বিপ্লবীরা ক্রমাগতই এগিয়ে থাকবে। কেননা তাদের নীতি-নৈতিকতা ছাড়া আর অন্য কিছু থাকে না।
তবে এটাও সত্য, এই বিপ্লবীরা মরবে খুব কাছের মানুষের হাতেই, আর সেই ঘাতক হবে আপনার-আমার বন্ধু, ভাই, প্রতিবেশী কিংবা নিকটস্থ কেউ।
তাহলে এর সমাধান কী? সমাধান আসলে নিজের ওপর।
এই চিরন্তন সত্য জানার পরেও বন্ধুত্বের পথেই হাঁটবে বিপ্লবীরা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





