গ্রামীণ জীবনের ব্যস্ততা।
গত কয়েকদিন ধরে গ্রামে ভীষণ ব্যস্ততা চলছে। তারই কিছু প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। ছোটবেলায় দাদুর বাড়িতে থাকাকালীন কৃষিকাজগুলোকে স্বচক্ষে কাছ থেকে দেখেছিলাম। এ কাজগুলোর জন্য কি যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তা আসলেই ভাবনার বাইরে।
তারপর দীর্ঘ সময় শহুরে জীবনে আবদ্ধ হয়ে গেলাম—জীবন-জীবিকা, পরিবার-সংসার সবকিছুর কারণে গ্রামীণ জীবন থেকে অনেকটাই দূরে সরে ছিলাম। কিন্তু দেখুন, জীবনটা কত গোলকধাঁধার মতো! আবারও ঘুরে ফিরে সেই গ্রামীণ জীবনে চলে এসেছি। এখন আবার এই কৃষিকাজগুলো স্বচক্ষে দেখতে হচ্ছে এবং তদারকি করতে হচ্ছে।
ভিডিও লিংক
দারুণ উপভোগ করছি সময়টা। নতুন ধরনের অভিজ্ঞতা হচ্ছে। আগে বাবা-চাচারা যে কাজগুলো করতেন, এখন সেগুলোর সাক্ষী নিজেই আমি। কয়েকদিন ধরে দম নেওয়ার সময় পাচ্ছি না, ঘুমটাও ঠিকমতো হচ্ছে না। এই কাজগুলোর দায়িত্ব ভিন্নরকম—কাছাকাছি না থাকলে বোঝানো যাবে না।
জীবনের এমন হঠাৎ পরিবর্তনকে একপ্রকার সাধুবাদ জানাই। হয়তো জীবন আমাকে নতুন করে কিছু দেখার সুযোগ করে দিয়েছে—এটাই বা কম কী? সব মিলিয়ে ভীষণ ব্যস্ততায় সময় যাচ্ছে ভাই, তারই হয়তো প্রতিচ্ছবি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছেন দেখছি। ধান মাড়াই করতে ছোটবেলা দেখেছিলাম। যাইহোক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে কিন্তু ভালোই লাগে। দারুণ হয়েছে ভিডিওটা। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য ভাই, দিন যত যাচ্ছে অভিজ্ঞতা ততো বাড়ছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।