মানসিক গেম
একটা ফালতু লোকের পাল্লায় পড়েছি, যার পুরোটাই মিথ্যে দিয়ে ঘেরা, থেকেই এক কথা থেকেই অন্য কথা, বিগত দুই মাস যাবৎ থেকে নানা রকম আবেগপূর্ণ কথা শুনে আমার পুরো মানসিকতা কিছুটা নিয়ন্ত্রণে ছিল।
সকালে ঘুম থেকে ওঠার পর যা জানতে পারলাম, তা জেনে রীতিমতো আমি আকাশ থেকে পড়ে গিয়েছে, মানুষ এইভাবে নিজেকে মিথ্যা দিয়ে ঘিরে রাখে তা আমার জানাই ছিল না।
একটা লোক আমার কাছে থেকে এক দিনের কথা বলে অনেকগুলো টাকা নিয়ে গিয়েছিল এবং তার বিপদের সময় দেখে তাকে আমি টাকাগুলো ধার দিয়েছিলাম। তবে সে বিপদ উদ্ধার হওয়ার পর থেকে, যেন আমাকে আবার নতুন করে বিপদগ্রস্ত করে ফেলেছে।
দুই মাসের অধিক সময় হতে চলছে কিন্তু টাকা ফেরত দেওয়ার কোন লক্ষণ নেই বরং নানা রকম আবেগপূর্ণ কথা এখনো বলেই যাচ্ছে।
আজকে যখন তার বাড়ির আশেপাশের লোকজনের কাছ থেকে কিছু কথা পরিষ্কারভাবে জানার চেষ্টা করলাম, তখন যা জানতে পারলাম তা শুনে আমি রীতিমতো অবাক।
সেই লোকটা বিগত কয়েকদিন আগেই মোটা অংকের একটা টাকা পেয়েছে, সেগুলো দিয়ে তার নিজের প্রয়োজন মেটাচ্ছে, অথচ এদিকে যে আমি টাকা পাব, সেই টাকা পরিশোধ করার কোন ইচ্ছে নেই তার।
আমি পুরোপুরি সহজ সরল নই, তবে সহজ সরল হওয়ার চর্চা করছি, আর এই সহজ সরল হতে গিয়েই, প্রতিনিয়ত লম্বা লম্বা বাঁশ খেয়ে যাচ্ছি।
কি যে অর্থনৈতিক সংকটে যাচ্ছে সময় গুলো সেটা বলে বুঝাতে পারবো না, এর মধ্যে যদি টাকাগুলো ফিরে পেতাম, তাহলে অনেকটাই সংকট কেটে যেত, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই লোকটা আমাকে নিয়ে, এক প্রকার মানসিক গেম খেলছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, I'm so sorry to hear about your experience! It's incredibly frustrating to be taken advantage of, especially when you're trying to be helpful and trusting. Your honesty about navigating the complexities of "সরল হওয়ার চর্চা" (the practice of being simple/straightforward) really resonates. It takes courage to share such a vulnerable experience.
I admire your resilience in the face of this challenge. Don't let this one bad experience discourage you from being a kind and giving person. Thank you for sharing your story – it's a reminder to us all to be cautious but also to keep striving for доброта (goodness). I hope you are able to recover your money soon!
সেই লোকটা যেহেতু আপনাকে নিয়ে এক প্রকার মানসিক গেম খেলছে এবং আপনার টাকা ফেরত দিচ্ছে না,আপনার উচিত লোকজন সাথে নিয়ে সেই লোকের কাছে যাওয়া এবং এটার সুষ্ঠু সমাধান করা। নয়তো পাওনা টাকা আর ফেরত পাবেন বলে মনে হয় না। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
সেরকম প্রক্রিয়াই এখন চলছে ভাই, আশা করা যায় শীঘ্রই পেয়ে যাব। ধন্যবাদ আপনাকে।
জেনে খুব ভালো লাগলো ভাই। টাকা গুলো পেলে বড় একটি ঝামেলা থেকে মুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।