গতকালের মুহূর্ত।
যেহেতু স্থানীয় এলাকায় তরুণদের সমন্বয়ে অরাজনৈতিক সংগঠন গঠন হয়েছে, তারই ধারাবাহিকতায় গতকাল সংগঠনের সকল সদস্যের একত্রিত হওয়ার কথা ছিল।
একত্রিত সবাই হয়েছিলাম, তবে মজার ব্যাপার হচ্ছে এই একত্রিত হওয়ার স্মৃতি কে আরো স্মরণীয় করে রাখার জন্য, সবাই শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ করেছিলাম এবং নিজেদের ভিতরে শীতকালীন পিকনিক হয়েছিল।
বলতে গেলে গতকাল সারাদিনটা বেশ ভালই ব্যস্ততায় কেটেছে,সেই সকাল থেকে শুরু করে আশেপাশের গ্রামগুলোতে যাওয়া এবং যারা প্রকৃত অর্থেই গরিব মানুষ আছে, তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সবশেষে সন্ধায় ছিল পিকনিকের আয়োজন।
আমি সত্যিই নিজের কাছে কৃতজ্ঞ, তরুণ ছেলেদের চিন্তাচেতনা দেখে এবং তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে।
নিজেদের সমন্বয়ে অর্থের যোগান থেকে শুরু করে, শীতবস্ত্র ক্রয় করা এবং কারা শীতবস্ত্র পাওয়ার যোগ্য এবং কোন কোন জায়গায় শীতবস্ত্র দেওয়া হবে তা নির্বাচন করা এবং সেগুলো আবার ভালোভাবে বন্টন করা, সব কার্যক্রম গুলোই যেন খুব গোছানোভাবে করা হয়েছে।
কোন প্রকার বিশৃঙ্খলা ছিল না, তারপর সন্ধ্যায় সবাই মিলে আবার একত্রিত হয়ে, নিজেরাই রান্না করে পিকনিক খাওয়া। বেশ দারুণ সময় কেটেছে গতকাল, সময়টা আসলেই মনে রাখার মতো।
এ যাত্রায় যে অভিজ্ঞতা হলো তাতে বুঝলাম, তরুণদের মানসিকতা যদি ঠিক থাকে এবং চিন্তা চেতনা যদি স্বাভাবিক হয়, তাহলে যেকোনো কঠিন কাজ অনায়াসেই করা সম্ভব।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





