ছোট ভাইয়ের গায়ে হলুদ।
মোটামুটি বংশের যেসব ভাই-বোন বিবাহযোগ্য ছিল, তাদের বিয়ে বিগত সময়েই শেষ হয়ে গিয়েছে। আর এখন যারা বিয়ের তালিকায় এসেছে, তারা আমাদের থেকে বয়সে বেশ ছোট ছিল। ছোট মানুষগুলোর বয়স কখন যে বেড়ে গিয়েছে, তা যেন বুঝে উঠতেই পারিনি—এটাই হয়তো বাস্তবতা। বয়সকে তো আর বেঁধে রাখা যায় না; বয়স এগিয়ে যায় তার নিজস্ব গতিতেই।
তারপরেও বেশ ভালো লাগা কাজ করছে, কেননা বিয়েকে কেন্দ্র করে হলেও নিজের পরিবারের লোকজনের সঙ্গে বহুদিন পর দেখা হচ্ছে। ছোট ভাইগুলোও কখন যে পড়াশোনা শেষ করে কর্মজীবনে ঢুকেছে, সেটাও যেন খেয়াল করে উঠতে পারিনি।
আসলে সবকিছুই হয়েছে দূরত্বের কারণে। যেহেতু পরিবারের বাবা-চাচারা সবাই কর্মজীবী, তাই হয়তো সবার মাঝেই কমবেশি দূরত্ব ছিল।আমার যে চাচা গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন, তার বড় সন্তান হচ্ছে নিবিড়। পেশায় সদ্য ইঞ্জিনিয়ার এবং বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে নিযুক্ত।
যেহেতু চাচার বয়স হয়ে গিয়েছে, তাই সময় থাকতেই ছেলের বিয়েটা দিতে চান। এজন্য অবশ্য এত আয়োজন। গায়ে হলুদ, বিয়ে, বৌভাত—সব মিলিয়ে তিন দিনের প্রোগ্রামের জন্য বগুড়ায় আসা। এমনিতেই প্রচুর ঠান্ডা, তার মধ্যে বিয়ের অনুষ্ঠান—আশা করি বুঝতে পেরেছেন, সময়টা খুব ভালোই চাপে যাচ্ছে।
যাই হোক, ছোট ভাইয়ের নতুন জীবন সুখের হোক—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি বড় ভাই হিসেবে। চেষ্টা করব পরবর্তীতে বিয়ে ও বৌভাতের মুহূর্তগুলো তুলে ধরার। আপাতত এখানেই বিদায়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





