জাগ্রত হোক মানবিকতা।
যেহেতু স্থানীয় এলাকায় একটি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছি, তাই সংগঠনের পক্ষ থেকে এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কেননা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আগামী কয়েকদিন আরও নিম্নচাপ বিরাজ করবে। তাছাড়া এমনিতেই উত্তরবঙ্গে এই সময়টাতে প্রচণ্ড শীত পড়ে।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে স্থানীয় তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারাও এই মানবিক উদ্যোগকে কেন্দ্র করে ভীষণভাবে তৎপর।
শীতবস্ত্র হিসেবে কী কী দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে, কোন এলাকায় দেওয়া যাবে, কাদের দিতে হবে—এসব বিষয় নিয়েই ক্রমাগত আলোচনা চলছে।
সবাই বেশ ভালো সাড়া দিচ্ছে। অনেকেই আবার জানিয়েছে, নিজেদের ব্যবহৃত পুরনো শীতবস্ত্রও তারা বিতরণ করতে চায়। সে কারণে পুরনো শীতবস্ত্র সংগ্রহের ব্যবস্থাও করা হচ্ছে।
আসলে তরুণরা চাইলে সবই সম্ভব—সংগঠনের তরুণদের চিন্তাভাবনা মোটামুটি অনেকটাই ইতিবাচক। ওদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই শীতে উষ্ণতা ছড়িয়ে যাক সবার মাঝে, মানবিক হওয়ার ইচ্ছা জাগ্রত হোক সবার ভেতরে—এমনটাই কাম্য।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





