ক্ষুদ্র আমি
মাতৃভাষায় যেদিন থেকে লেখা শুরু করেছি, তারপর থেকে এই কমিউনিটিতেই আছি। বলতে গেলে, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাতৃভাষায় হাতেকলমে লেখার খড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত টুকটাক যেমনই লিখি না কেন, তার সবটাই কিন্তু এখানেই ভাগ করে নেই, নিয়েছি বা নেবো।
দীর্ঘ সময়ের যাত্রায় অকস্মাৎ সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে—এটাই তো স্বাভাবিক। দায়িত্বের কঠিন ভার কাঁধে নিয়েও বরাবরই স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এতে অবশ্য নানারকম অভিজ্ঞতাও হয়েছে, তবে সুখকর স্মৃতিগুলোকেই মনে রাখতে চাই।
ভুলের ঊর্ধ্বে কেউ নয়। হয়তো দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই কষ্ট পেয়েছেন—এটাও অস্বীকার করার মতো নয়। ক্ষমা চাইতে পছন্দ করি, তবে কতটুকু ক্ষমার যোগ্য আমি, তা নির্ভর করছে আপনাদের উপর।
জীবন আমার কাছে ক্রমাগতই শেখার অধ্যায়। যারা টুকটাক শুরু থেকেই এই যাত্রায় হাতে-কলমে শিখিয়েছেন, বিশ্বাস রেখেছেন কিংবা বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
স্বাধীনচেতা সত্তার কারণে হয়তো যারা পথপ্রদর্শক ছিলেন বা আছেন, তারাও মাঝে মাঝে নারাজ হয়েছেন। এজন্য ক্ষমা পূর্বেও চেয়েছি, এখনো চাইছি।
তবে আর যেই বলুন না কেন—জ্ঞানের ঘাটতি কম আছে, শেখার আগ্রহ প্রচুর; পয়সায় কমতি আছে; যা বলি সোজাসাপ্টা—কোনো ছলচাতুরি নেই; আর বিশ্বাসঘাতকতার স্বভাব প্রায় শূন্যের কোঠায়।
এই সব মিলিয়েই আমি। এভাবেই যেন বাকি সময়টা থাকতে পারি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





