বিয়োগ
শহরের বাসায় থাকার সময়, বাসায় ইন্টারনেট সংযোগের সমস্যা হলেই দ্রুত ইন্টারনেট অফিসে যোগাযোগ করতাম, আর মুহূর্তেই সুশান্ত দা হাজির হয়ে যেতো।
একদম কাছাকাছি বয়সের মানুষ ছিলাম, প্রতিনিয়তই হাসি খুশি মুখ দেখতাম, সেবার ক্ষেত্রে কখনোই নিরাশ হইনি তার কাছ থেকে বরং ইন্টারনেট সেটিংস সম্পর্কিত তথ্যগুলো সবকিছু সর্বদা হাতে-কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন।
মানুষের উপর থেকে দেখে বোঝার কোন উপায় থাকে না, তার ভিতরে আসলে কি চলছে? এই মানুষ বড্ড আজব প্রাণী, ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে যায় অথচ সব দুঃখ কষ্ট চেপে রেখে তারপরেও মুখে সর্বদা হাসি লেগে রাখে ।
শহর থেকে গ্রামে চলে আসার পরেও, মাঝে মাঝেই টুকটাক দেখা কিংবা কথা হতো, তবে তা ওই পর্যন্তই। গত রাতে সবেমাত্র ঘুমোতে যাচ্ছিলাম, সেসময় হঠাৎই সোশ্যাল মিডিয়ায় দেখলাম তার বিয়োগের খবর, অপ্রত্যাশিত খবর গুলো এমন ভাবে আঘাত করে, যা আসলে কাউকে দেখানো কিংবা বলা যায় না।
কোন যন্ত্রণায় সে যে ভুগছিল, কোন অভিমান যে তাকে দুমড়ে মুচড়ে দিয়েছিল, কে জানে তা ?
এই নশ্বর পৃথিবী মুহূর্তেই তার কাছে হয়তো বিষাক্ত হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়েই নিজেকে মুক্তি দিয়েছে।
সে নিজে কতটুকু মুক্তি পেয়েছে তা জানিনা, তবে আমার মতো কিছু মানুষের কাছে সে বহু স্মৃতি রেখে গিয়েছে, যা বারংবার মনে পড়ছে আর চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






ভাই আমার আইডিটা একটু ভেরিফাই করে দেন