প্রশান্তি
যেহেতু গ্রামীণ এলাকায় থাকি, তাই বলতে গেলে শীতের সময়ে যেমনটা প্রকৃতির পরিবর্তন দেখতে পাই, তেমনটা প্রকৃতির অপার্থিব সৌন্দর্যে প্রতিনিয়তই বিমোহিত হই।
এই সময় ফাঁকা জমিগুলোতে প্রতিনিয়তই সরিষার চাষ হয়, যার কারণে কিছু কিছু জায়গায় এমনভাবে সরিষার চাষ করা হয়েছে, মানে যতদূর আপনার দৃষ্টি যাবে শুধু হলুদ আর হলুদ আভা দেখতে পারবেন।
একটাবার কল্পনা করে দেখুন, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ চারদিকে শুধু হলুদের অভয়ারণ্য, এমন রাজ্যে যদি খানিকটা সময় পরিবার নিয়ে কিছুটা সময়ের জন্য হারিয়ে যান তাহলে কেমন লাগবে।
আজ বিকেলে ঠিক তেমনটাই সুযোগ হয়েছিল আমার, হারিয়ে গিয়েছিলাম হলুদের রাজ্যে। বাবু ও গিন্নি বেশ খুশি ছিল। মনে হচ্ছিল যেন স্বর্গীয় অনুভূতি কাজ করছিল নিজেদের ভিতরে।
পারিপার্শ্বিক চাপ, ক্লান্তি, অবসাদ সব যেন ভুলে গিয়েছিলাম, প্রকৃতির মায়া বড্ড দারুণ ভাবে আঁকড়ে ধরেছিল।
যদিও খানিকটা সময়ের মুহূর্ত ছিল, তবে তারপরেও ব্যস্ততম জীবনে এমন সময় উপভোগ করা, সত্যিই প্রাপ্তির ব্যাপার।
নিজেকে ভাগ্যবান বলতেই হয়, এমন মুহূর্ত সশরীরে উপভোগ করতে পেরেছি, এজন্য। শীতকাল আসলেই সুন্দর, হয়তো তা প্রকৃতি প্রেমীদের কাছে।
সবাইকে সরিষা ফুলের মাধ্যমে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





