৩১ মিনিট
মানব মস্তিষ্কের দারুণ এক সক্ষমতা আছে—কিছু কথাকে অতি যত্নে মনে রেখে দেয়, আবার কিছু কথাকে স্বল্প সময়ের মধ্যেই ভুলে দেয় , যেগুলো অনেকটাই অপ্রয়োজনীয়।
চারপাশে অপ্রয়োজনীয় কথার ছড়াছড়িই বেশি। তবে এই অগণিত অপ্রয়োজনীয় কথার ভিড়ের মধ্যেও কিছু কথা যখন অতি সূক্ষ্মভাবে মস্তিষ্কে গেঁথে যায়, তখন তা কখনো প্রশান্তি বয়ে আনে, আবার কখনো যন্ত্রণা।
যেহেতু বছরের একেবারে শুরুর দিকের সময় যাচ্ছে, তাই বলা যায়—সাম্প্রতিক সময়ে যা ঘটছে, তার অনেকটাই মনে রাখার মতো। চলমান ছোট্ট জীবনে পাওয়া–না-পাওয়ার হিসাব কখনো কষে দেখা হয়নি, কিংবা প্রয়োজনবোধও করিনি। তবে গত সন্ধ্যায় যা ঘটেছে, তা অনেকটাই মিরাকল।
৩১ মিনিট সময়—সংখ্যায় খুবই সামান্য। কিন্তু প্রাপ্তির হিসেবে বললে, আমার কাছে এটাই সুদীর্ঘ।
দুদিক থেকেই যত্নশীল, সাবলীল, গোছানো কথাবার্তা—ছিল না পদ-পদবির অহমিকা, কিংবা অহেতুক গোঁজামিলের আশ্রয়। ছিল সোজাসাপ্টা কথা, যা কাউকেই নিরাশ করেনি; বরং কিছুটা হলেও কৌতূহল কিংবা আনন্দের সঞ্চার করেছে।
প্রতিনিয়ত হাজারো অপ্রয়োজনীয় কথার ছড়াছড়িতে যেখানে শ্বাস নেওয়াই দুরূহ হয়ে যায়, সেখানে জ্ঞানভিখারি হিসেবে এই ৩১ মিনিট সময় বড্ড প্রশান্তি দিয়েছে—এমনটাই বলা যায়। যা কিনা মস্তিষ্কে দারুণভাবে গেঁথে গেছে।
বছরের শুরুতে হয়তো প্রাপ্তি বলতে এটুকুই।
ভালো থাকুক তারা—যারা সর্বোচ্চ পর্যায়ে থেকেও সর্বসাধারণের কথা ভাবে, কিংবা তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায় ।
আপাতত দূর থেকেই শুভেচ্ছা জানালাম।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





