শৈত্যপ্রবাহ চলছে।
হঠাৎ করেই শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে আবহাওয়ার অবস্থা এতটাই নাজুক হয়ে গিয়েছে, যা আসলে চিন্তার বাইরে। সূর্যের দেখা নেই বললেই চলে; সারাদিন এমন অবস্থা থাকে, মনে হয় যেন সারাদিনই ভোরবেলা।
জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। বিশেষ করে যারা জীবিকার তাগিদে ক্রমাগত বাইরে ছোটাছুটি করে, তাদের অবস্থা বড্ড করুণ।
তাছাড়া যারা সরাসরি কৃষিকাজের সঙ্গে জড়িত, তারাও সেভাবে মাঠে ছোটাছুটি করতে পারছে না; কাজ বন্ধ হয়ে গিয়েছে বললেই চলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এমন শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে।
শীতকাল পছন্দ—এটা যেমন সত্য, তবে মাত্রা অতিরিক্ত কোনো কিছুই কাম্য নয়, এটাও বেশ ভালোভাবে বোঝার চেষ্টা করি। ছিন্নমূল মানুষদের থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যারা প্রতিনিয়ত কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, তাদের কথা চিন্তা করতেই যেন হাত-পা অবশ হয়ে আসছে।
জীবন সত্যিই সংগ্রামের; জায়গাভেদে তা যেন আরও প্রতিনিয়ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই কথা যদি বিশ্বাস না হয়, তাহলে চারপাশে নিজের অবস্থান থেকে যারা একটু নিম্ন অবস্থানে আছে, তাদের দিকে তাকিয়ে দেখুন—আশা করি উত্তর বেশ ভালোভাবেই পেয়ে যাবেন।
চাইলে উদার হতে পারেন, উষ্ণতার ভালোবাসা ছড়িয়ে দিতে পারেন; তার জন্য শুধু সদিচ্ছা দরকার। তাহলে হয়তো ছিন্নমূলের প্রাণগুলোও এই অতিরিক্ত ঠান্ডায় কিছুটা উষ্ণতা খুঁজে পাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





