১৪ ডিসেম্বর | জন্মদিন
দেখতে দেখতে জীবনের অনেক গুলো বছর অতিবাহিত করে ফেললাম। এখন মনে হয় সামনে নয়, বরং মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি।
কী পেলাম এই জীবনে, কী করতে পেরেছি পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের জন্য—এই প্রশ্নগুলো এখন গভীরভাবে ভাবায় আমাকে।
জীবন তো একটাই; দম বন্ধ হলেই সব শেষ। আর এই বাঁচা–মরার মধ্যবর্তী সময়টুকুতে মানুষের কল্যাণে নিজেকে কতটুকু নিয়োজিত করতে পেরেছি, সেটাই যেন আলোচ্য বিষয়।
কতটুকু ভালোবাসা কুড়াতে পেরেছি, তা জানি না; তবে অনেকের চোখের বিষ হয়ে গেছি—তা বেশ ভালোভাবেই বুঝতে পারি।
বুঝতে পারি, সবাই দুর্বলতা খোঁজার ধান্দায় আছে। তারপরেও সবাইকে আলিঙ্গন করে রাখতে চাই।
জীবনে পাওয়া কিংবা না পাওয়ার হিসাব আর করি না । যতদিন বেঁচে আছি, ন্যায় ও সত্যের পথে থাকতে পারলেই নিজেকে ধন্য মনে করব।
অনেকেই অনেক ভাবে শুভেচ্ছা জানিয়েছেন বা এখনো জানানোর চেষ্টা করছেন, ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের কাছে।
চির কৃতজ্ঞ ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। আসলে উচিত কথা বললে এমনিতেই মানুষের চোখের বিষ হয়ে যাই আমরা। তবুও উচিত কথা বলতেই হবে। যাইহোক আপনার আগামী দিনগুলো ভালো কাটুক, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। অফুরন্ত ভালোবাসা।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। অফুরন্ত ভালোবাসা।