বহুদিন পর দাদু বাড়ির উদ্দেশ্যে।
গতকাল বহুদিন পরে দাদুবাড়িতে বেড়াতে এসেছি—যে জায়গাটাতে আমার শৈশব কেটেছে, ঠিক সেখানেই। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, জীবনে একটা সময়ের পর চাইলেও আর অতীতে ফেলে আসা জায়গাগুলোতে সেভাবে যাওয়ার সুযোগ হয় না, কেননা দিন দিন কর্মব্যস্ততা বেড়েই যায়।
আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। সেই যে ছোটবেলায় দাদুবাড়ি ছেড়েছি, তারপরে আর সেভাবে যাওয়া হয়ে ওঠেনি।
যেহেতু আমার ছোট ভাই দাদুবাড়িতেই থাকে এবং ওখান থেকেই টুকটাক বাড়ির জমিগুলো দেখাশোনা করে, পাশাপাশি নিজস্ব ব্যবসাও দাদুবাড়ি এলাকাতেই দাঁড় করিয়েছে, তাই পরিবার নিয়ে সে বর্তমানে সেখানেই থাকছে।
আমাদের এবার বহু বছর পরে দাদুবাড়িতে আসা হলো। মূলত ছোট ভাইয়ের মেয়ের আকিকা উপলক্ষেই আসা। দাদুবাড়িতে এসে মোটামুটি বেশ খুশি হয়েছি, কেননা অনেক আত্মীয়স্বজন এসেছে। সবাইকে পেয়ে বেশ ভালোই সময় কাটছে, আর বাবু বেশ হাসি-আনন্দে আছে।
দীর্ঘদিন পরে পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে সবাই একত্রিত হয়ে অনেকটা আনন্দঘন সময় কাটাচ্ছি। মানসিক প্রশান্তির জন্য হলেও এমন সময়টা বড্ড দরকার ছিল।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR





