টক্সিক মানুষ
Image Created by OpenAI
আমাদের আশেপাশের ভালোমন্দ সবকিছু নিয়েই হচ্ছে জীবন। আমরা জীবনে চলার পথে যে সবাইকে ভালো পাব, তা কিন্তু নয়। ভালো মানুষের সাথে চলতে চলতে যেমন আমাদের অনেক কিছুর অভিজ্ঞতা ও অনেক কিছু জানা হয়ে থাকে। তেমনি আবার কাছাকাছি এমন কিছু মানুষ থাকে, যারা ভালো মানুষের মতো পাশে দাঁড়ালেও আমাদের ভেতরের শক্তি, আত্মবিশ্বাস এবং অবশেষে মানসিক শান্তি নষ্ট করে ফেলে। মূলত আমাদের আশেপাশে থেকে যে সব মানুষ আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তারাই হলো প্রকৃত toxic মানুষ। আর সবথেকে এই দিকে ভয়ংকর বিষয় হলো, সবথেকে কাছের এবং আপনজন এর মধ্যে এই ঘটনাটা দেখা যায়। সবথেকে এখন বর্তমানে আপনজন এর মধ্যে ঘটনাটা বেশি দেখা যায়।
এইসব মানুষ বারবার ভুল করার পরেও ঠিক একইভাবে আপনার বা আমাদের জীবনে নানা প্রচেষ্টার মাধ্যমে নেতিবাচক প্রভাব ছড়িয়ে থাকে। আপনি কোনো ভালো কিছু করতে যাবেন, দেখবেন সেখানেও তাদের সমস্যা এবং নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। সবসময় আপনাকে/ আমাদের ছোটো করার চেষ্টায় মেতে থাকবে। আবার নিজে যদি কোনো ভুল করে থাকে, তাও সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে দোষমুক্ত হওয়ার চেষ্টা করবে। আপনি যদি নতুন কোনো কিছু শুরু করতে যান, তাহলেও সেটাতে নেগেটিভ কথা বলতে থাকবে আর এটা আপনজন বেশিই বলে থাকে অর্থাৎ এটা করতে পারবে না, এটা করা সম্ভব নয় তোমার দ্বারা ইত্যাদি নানা মন্তব্য করতে থাকবে। সব কথার শেষ কথা হলো তারা আপনাকে কোনো উন্নতি বা ভালো কিছুর দিকে সহ্য করতে পারে না।
