নীলফামারী বড় মাঠ
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। তবে বর্তমানে শারীরিকভাবে ব্যাপক অসুস্থ রয়েছি। একদিকে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ভাবে রয়েছে। এছাড়া শারীরিক কিছু সমস্যা রয়েছে যেমন পায়ের ব্যথা এবং দাঁতের ও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। খুব দ্রুতই ডাক্তার দেখাবো ইনশাআল্লাহ।
বর্তমানে যেখানেই যাচ্ছি না কেন প্রত্যেকের কাছেই শুনতে হচ্ছে সবাই কোন না কোন কোন রোগে আক্রান্ত হয়েছে। এইতো আজকে বিকেল বেলায় খবর পেলাম আমার এক মামাতো বোনের টিউমার হয়েছে, এবং টিউমারটা এত বড় হয়েছে যেখানে অপারেশন করা ছাড়া আর কোন অবস্থা নেই। টিউমার যদিও অনেক আগে থেকেই তার শরীরের মধ্যে ছিল কিন্তু তেমন কোন ইফেক্ট তারা বুঝতে পারেনি, যার কারণে টিউমারটি বড় হয়ে গেছে।
সে কারণেই আজ সন্ধ্যার দিকে আর নানু বাড়িতে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে আমার নানুবাড়ি খুব একটা বেশি দূরে নয়। তাই সেখানে গিয়েই তাদের খোঁজখবর নিতে থাকলাম। পরবর্তীতে সেখান থেকে আমরা বড় মাঠের উদ্দেশ্যে রওনা দেই এমনিতেই আম্মু অনেক অসুস্থ এবং ডায়াবেটিসের রোগী। এদিকে পায়ের ব্যথার কারণে খুব বেশি একটা হাঁটাচলা করতে পারেনা। কিন্তু তারপরও ডায়াবেটিস হলে একটু হাটাহাটি না করলে শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে। তাই বড় মাঠে নিয়ে গিয়ে সেখানে কিছুক্ষণ আম্মুকে হাটালাম।
আমাদের নীলফামারী বড় মাঠ অনেক বড় একটি জায়গা ধরে বিস্তৃত রয়েছেন এবং সেখানে যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য মাঠের চারপাশ দিয়ে ভিতরের অংশে একটি রাস্তা তৈরি করা হয়েছে। যাতে করে আর একবার ঘুরে এসেই প্রায় ২-৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করা সম্ভব এবং ডায়াবেটিস রোগীরা সেখানে অনায়াসে যাতায়াত করে। আমাদের এই অঞ্চলে এক ব্যায়াম করার মত তেমন কোন জায়গা নেই। কয়েকটি ব্যায়াম করার জায়গা আছে তবে সেখানে অনেক বেশি টাকা চার্জ করে বিধায় সাধারণ জনগণ কিন্তু ব্যায়াম করতে পারে না। তাই আমাদের নীলমারীতেই দুইটা আলাদা আলাদা জায়গায় ব্যায়াম করার স্থান রয়েছে। যেটা সরকারিভাবে তৈরি করা হয়েছে। এই দুটোই অবশ্য বড় মাঠের দুই প্রান্তে। এক প্রান্তে শুধুমাত্র মহিলারা সেখানে ব্যায়াম করতে পারবেন, আরেক প্রান্তে শুধুমাত্র পুরুষেরা ব্যায়াম করতে পারবেন। এই উদ্যোগটা সত্যিই অনেক প্রশংসনীয়।
বড় মাঠের চারদিকেই বিভিন্ন ধরনের নতুন নতুন গাছপালা রোপণ করা হয়েছে এবং বসার জন্য অসংখ্য পরিমাণে ব্রাঞ্চের ব্যবস্থা করা রয়েছে। ব্রাঞ্চ গুলো দেখতে অনেক চমৎকার এবং বসেও ব্যাপক আলাম পাওয়া যায়। নীলফামারী বড় মাঠ বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে রাতের বেলায় সেই বড় মাঠ একটা অপরূপ সৌন্দর্য পরিণত হয়ে যায়। বিশেষ করে রাতের লাইটিংগুলো অনেক ভালো লাগে এবং ঠিক মাঠের মাঝখানে বসে আড্ডা দেওয়ার কিন্তু মজাই আলাদা। আমরা সাধারণত ছোটবেলা থেকেই সেই জায়গাগুলোতে যে অভ্যস্ত এবং সেসব বিষয়গুলোর সাথে পরিচিত রয়েছি। আপনারা যদি কখনো নীলফামারীতে এসে থাকেন তাহলে অবশ্যই নীলফামারী বড় মাঠে একবার পরিদর্শন করে দেখবেন মন জুড়িয়ে যাবে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: নীলফামারী বড় মাঠ
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......