লালনের মাজার ভ্রমণ পর্ব-২
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা জানেন আমি ইতিমধ্যে নতুন একটি পর্ব শুরু করেছি সেটি হল লালন শাহের মাজারের ভ্রমণের গল্প গুলো। আমি ইতিমধ্যে প্রথম পর্বটি আপনাদের মাঝে উপস্থাপনা করেছি আজ আমি চলে এসেছি দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের লালন শাহের মাজারের ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প।
হালকা বাতাস বইছে পাখির ডাক শোনা যাচ্ছে দূরে কোথাও একতারা আর দোতারার সুর ভেসে আসছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে এসে মনটা যেন নিজে থেকেই ধীরে হয়ে যায়। নীরবতার ভাষা মাজারের সামনে দাঁড়ালে অদ্ভুত এক অনুভূতি কাজ করে। এখানে কোনো জাঁকজমক নেই। খুব সাধারণ অথচ গভীর এক পবিত্রতা চারদিকে ছড়িয়ে আছে। মানুষ নীরবে দাঁড়িয়ে থাকে কেউ দোয়া করে কেউ চোখ বন্ধ করে নিজের মতো করে অনুভব করে। এই নীরবতার মধ্যেই যেন লালনের দর্শন সবচেয়ে বেশি কথা বলে।
লালন সাঁইয়ের মাজারে প্রতিবছর দুটি বড় মেলা অনুষ্ঠিত হয় লালনের জন্মবার্ষিকী উপলক্ষে এবং তাঁর মৃত্যুবার্ষিকীতে। এই সময়ে দেশ বিদেশ থেকে হাজার হাজার বাউল সাধক গবেষক ও দর্শনার্থী এখানে সমবেত হন। মাজারের পাশের খোলা মাঠটাই তখন হয়ে ওঠে এক বিশাল মিলনমেলা। বাউলদের গানে গানে মুখরিত হয় আকাশ বাতাস। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রইল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



