নড়াইল ভ্রমণ পর্ব-৭
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের মাঝে আমি আমার নড়াইল ভ্রমণের প্রথম থেকে ষষ্ঠ পর্ব শেয়ার করেছি। আজ চলে এসেছি সপ্তম পর্ব শেয়ার করতে। আশা করি আপনাদের কাছে প্রথম থেকে ষষ্ঠ পর্বটি খুবই ভালো লেগেছে। তাহলে দেরি না করে। চলুন শুরু করা যাক সপ্তম পর্বের গল্প।
সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে এসেছে। আমার বন্ধু আর আমার বিয়াই মিলে ঠিক করলাম এখন একটু রেলওয়ে স্টেশনে ঘুরে আসা যায়। শহরের ভেতর তো ঘোরাঘুরি হলো তাই ভাবলাম এবার একটু অন্যরকম জায়গা দেখা যাক। আর সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত হলো নড়াইলের নতুন রেলওয়ে স্টেশনে ঘুরে আসি। আমাদের তিনজনের দুইটা বাইক নিয়ে রওনা হলাম। শহরের ভেতর থেকে রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিলে মাঝে মাঝে দূরের দোকান থেকে ভেসে আসা আলো আর পাখির ডাকে ভরে উঠা সন্ধ্যা সব মিলিয়ে মনে হচ্ছিল এক অপূর্ব শান্ত পরিবেশের দিকে যাচ্ছি। যখন আমরা স্টেশনের কাছে পৌঁছালাম তখন পুরো জায়গাটা আলোয় ঝলমল করছে। দূর থেকেই বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ রেলওয়ে স্টেশন নয় বরং একদম আধুনিক ও দৃষ্টিনন্দন এক স্থাপনা। বড় বড় লাইটপোস্টের আলোয় পুরো স্টেশন চত্বর ঝকঝক করছে। সাদা আর লাল ইটের মিশ্রণে তৈরি স্টেশন বিল্ডিংটি যেন শহরের সৌন্দর্যে নতুন রঙ যোগ করেছে।
গাড়ি পার্কিং এলাকায় পৌঁছেই বাইকগুলো রাখলাম। আশেপাশে তখনো অনেক মানুষ ঘুরতে এসেছে কেউ কেউ ছবি তুলছে কেউ বা ভিডিও করছে। বুঝলাম আমাদের মতো আরও অনেকেই নতুন এই রেলওয়ে স্টেশন দেখতে এসেছে। সত্যি বলতে নড়াইলের মতো শহরে এমন একটি আধুনিক রেলওয়ে স্টেশন তৈরি হওয়া সত্যিই গর্বের বিষয় আধুনিকতার ছোঁয়ায় নতুন নড়াইল রেলওয়ে স্টেশন। স্টেশনের মূল প্রবেশদ্বারে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে লাল ইটের দেয়াল আর সাদা প্লাস্টার মিশিয়ে তৈরি দৃষ্টিনন্দন স্থাপত্য। ভেতরে ঢুকতেই দেখা যায় প্রশস্ত করিডোর উজ্জ্বল আলো আর পরিচ্ছন্নতা সবকিছুই একেবারে নিখুঁতভাবে সাজানো। প্রতিটি কোণ যেন যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে।প্ল্যাটফর্মে উঠে প্রথমেই যে জিনিসটা মুগ্ধ করেছিল তা হলো তার প্রশস্ততা ও আলোর ব্যবস্থাপনা। রাতে পুরো প্ল্যাটফর্মজুড়ে উজ্জ্বল আলোয় ঝলমল করছে চারদিক। যেন শহরের আলো কিছুটা এখানে এসে থেমে আছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রেল লাইনের দিকে তাকালে দূর পর্যন্ত দেখা যায় ঝলমলে লাইন মাঝে মাঝে বাতাসে উড়ে আসা পাতার শব্দ আর দূরে সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এমন সুন্দরভাবে সাজানো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আমি কোনো বড় শহরের আধুনিক রেলস্টেশনে এসে পড়েছি। প্রতিটি দিকেই শৃঙ্খলা সৌন্দর্য আর আধুনিকতার ছোঁয়া। নতুন নির্মিত ফুটওভার ব্রিজটা বিশেষভাবে নজর কাড়ে। স্টিলের তৈরি এই ব্রিজটি পুরো এলাকায় এক ভিন্ন রূপ এনে দিয়েছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে যখন নিচে তাকালাম পুরো স্টেশন এক নজরে দেখা যাচ্ছিল। পাশে বিল্ডিং আর লাইটের ঝলকানি মনে হচ্ছিল যেন সিনেমার কোনো দৃশ্য। এমন নতুন জায়গা দেখলে মনটা ভরে যায়। প্রথমেই আমরা স্টেশনের একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত পর্যন্ত হেঁটে ঘুরে দেখলাম। মাঝে মাঝে ছবি তুলছিলাম কখনো ভিডিও করছিলাম। আমার বিয়াই মজা করে বলল দেখো এখন এই স্টেশনে ট্রেন না আসলেও ঘোরার মজা পাওয়া যায় সবাই হেসে উঠলাম। এটাই ছিল আমার নড়াইল ভ্রমণের সপ্তম পর্বের গল্প। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে দেখা হবে আবার নড়াইল ভ্রমণের শেষ পর্বে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Wow, @rex-sumon, another fantastic installment in your Nড়াইল travel series! It's amazing to see the newly built railway station through your lens. Your descriptions really capture the ambiance—the blend of city lights fading into the quiet countryside as you approached the station sounds so serene. And the photos! They perfectly illustrate the modern architecture and the vibrant atmosphere of the station at night. It's wonderful how a simple trip to the station with friends turned into such a memorable experience. I especially enjoyed your বিয়াই's humorous remark! I'm eagerly anticipating the final part of your Nড়াইল adventure. Keep sharing these incredible experiences with us!
নড়াইল ভ্রমনে আজ নড়াইলের রেল স্টেশনের বেশকিছু ফটোগ্রাফি দেখে এর সৌন্দর্য দেখতে পেলাম।সুশৃঙ্খল ও চমৎকার আলোক ব্যবস্থাপনা রয়েছে।তাই অনেকেই এখানে এসে ফটোগ্রাফির পাশাপাশি ভিডিও ও করে নিচ্ছিল।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে আমার ও দেখার সুযোগ হলো।
নরাইল রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দর ভাবেই সাজানো গুছানো,পরিষ্কার পরিছন্ন। রাতেরবেলা হওয়ার কারনে মানুষজন তেমন দেখতে পেলাম না। তবে আপনার অভিজ্ঞতা পড়ে ভালো লেগেছে।