সিলেটের অপরূপ সৌন্দর্যের রাতারগুল|| পর্ব: ১

in আমার বাংলা ব্লগlast month
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_9656.jpeg

আমরা বাংলাদেশ থেকে ফিরেছি ৩ মাস হয়ে গেল।আর বাংলাদেশে বেশ কিছু জায়গায় পরিবারের সকলকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। তার কিছু কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু একটি জায়গা বাকি ছিল।জায়গাটি হচ্ছে রাতারগুল।খুবই চমৎকার এই জায়গাটি, এর আগে কখনো এখানে যাওয়া হয়নি। এই প্রথম সকলে মিলে গিয়েছিলাম। বাংলাদেশে যাওয়ার আগে থেকেই আমার প্ল্যান ছিল এই জায়গাটিতে ঘুরতে যাব।কারণ ফেসবুকে অনেকেই পোস্ট করেছিল এই রাতারগুল নিয়ে। তখন থেকেই প্ল্যান করে রেখেছিলাম সেখানে যাব।আসলে গ্রামীন পরিবেশ, নৌকা, পানি এগুলো খুবই আকৃষ্ট করে আমাকে। তাই কোথাও গেলে আগে জিজ্ঞাসা করে নৌকার ব্যবস্থা আছে নাকি সেখানে।আর সেখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনটা একেবারেই ভরে গিয়েছিল।হ্যাঁ বন্ধুরা সকলে মিলে খুবই এনজয় করেছিলাম এই জায়গাটিতে।অনেক অনেক ফটোগ্রাফি করেছিলাম সেখানে গিয়ে।তাই এই সৌন্দর্যকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য আমার এই ভ্রমণকে কয়েকটি পর্বে সাজিয়েছি।আজকে হাজির হয়ে গিয়েছি তার প্রথম পর্ব নিয়ে।আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_9647.jpeg

IMG_9648.jpeg

ছোট্ট একটি রাস্তা দিয়ে ঢুকে পড়লাম আমাদের গন্তব্য স্থলে। যেহেতু আমাদের টিম মেম্বার ছিল বেশি তাই তিনটি গাড়ি নিয়েছিলাম।গাড়ি থেকে নেমে আমাদের বেশি হাঁটতে হয়নি, সামান্য একটু রাস্তা। খুবই চমৎকার ওয়েদার ছিল সেদিন। কিন্তু আমরা গিয়েছিলাম বেলা দুইটার দিকে এ কারণেই প্রচন্ড গরম লেগেছিল। বিকাল বেলায় উপভোগ করার জন্য জায়গাটি বেস্ট হবে।

IMG_9649.jpeg

IMG_9651.jpeg

IMG_9650.jpeg

IMG_9652.jpeg

IMG_9653.jpeg

IMG_9654.jpeg

IMG_9655.jpeg

IMG_9657.jpeg

দেখুন লাইন ধরে নৌকাগুলো সাজিয়ে রাখা হয়েছে সকলের উপভোগের জন্য।

IMG_9673.jpeg

IMG_9674.jpeg

ডাব বিক্রেতাও পাওয়া গেল সেখানে।সকলে মিলে উপভোগ করলাম ডাবের পানি আর সাথে নারিকেলের শাঁস। খুব বেশি ভিড় ছিল না জায়গাটিতে সেদিন। শুক্র ও শনিবারে বেশি ভিড় থাকে।বাইরে থেকে প্রচুর লোকজন আসে এখানে। যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম তাই লোকজন কম দেখেছি। তারা বলল বিকাল বেলায় বেশি ভিড় থাকে। যাইহোক সকলে ডাবের পানি খেয়ে উঠে পড়লাম নৌকায়।মোট পাঁচটি নৌকা ভাড়া করেছিলাম। এক একটি নৌকায় ৫-৬ জনের বেশি ওঠা যায় না। নৌকা প্রতি ৫০০ টাকা করে নিয়েছিল। এছাড়া মাঝিদেরকেও আরো এক্সট্রা কিছু দিতে হয়। যাইহোক আজ তাহলে এতোটুকুই, পরবর্তীতে বাকি পর্বগুলো নিয়ে হাজির হয়ে যাব।

IMG_9682.jpeg

IMG_9683.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

সুন্দর একটি জায়গায় গিয়েছিলেন।আমার ও বেশ অনেক বছর আগে যাওয়া হয়েছিল।কিন্তু তখন আমার বাংলা ব্লগ ছিল না।তবে আমিও শেয়ার করতে পারতাম।ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।আশাকরি আপনার ও ভালো লেগেছিল। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last month 

সিলেটের রাতারগুল আসলেই খুব সুন্দর। আমরা কয়েক মাস আগেই সেখানে ঘুরতে গিয়েছিলাম। এককথায় চমৎকার সময় কাটিয়েছিলাম আমরা। তবে রোদ কম থাকলে আরও বেশি ভালো লাগতো। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।