নিরামিষ ফুল কপির ডালনা রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

#হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়। আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

InShot_20250104_220621517.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো শীতকালীন সবজি ফুল কপির ডালনা রেসিপি।প্রতিদিন মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে খেতে হঠাৎ নিরামিষ খেলে কিন্তুু অনেক তৃপ্তি করে খাওয়া যায়।তাই আজকে মুখের স্বাদ পাল্টাতেই নিরামিষ ফুল কপির ডালনা রান্না করেছি।

ফুলকপি সারাবছর পাওয়া গেলেও শীতকালের মতো সুস্বাদু হয় না অন্য সময়।ফুল কপি নানান উপায়ে খাওয়া যায় মাছ ও ডিম দিয়ে চমৎকার সুন্দর লাগে খেতে।ফুলকপিতে অনেক পুষ্টি রয়েছে।

নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়। ফুলকপিতে রয়েছে প্রচুর ভিটামিন-সি থাকে। পাশাপাশি আছে ভিটামিন কে, ভিটামিন, প্রোটিন।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন।

IMG_20250101_211040.png

ফুল কপি
আলু
আদা বাটা
জিরা বাটা
লবন
হলুদ
মরিচের গুড়া
ভোজ্য তেল

PhotoCollage_1736000751035.jpg

প্রথম ধাপ

প্রথমে ফুলকপি ও আলু কেটে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।

IMG_20250104_202954.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও গোটা জিরা ফোঁড়ন দিয়েছি।

IMG_20250104_203456.jpg

তৃতীয় ধাপ

এখন আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি ও আলু গুকো কড়াইয়ে দিয়েছিও লবন হলুদ দিয়েছি।

IMG_20250104_203937.jpg

চতুর্থ ধাপ

এখন মরিচের গুড়া দিয়েছি ও ফুলকপি গুলো নারাচারা করে নিয়েছি।

IMG_20250104_204309.jpg

IMG_20250104_204334.jpg

পঞ্চম ধাপ

এখন আদা বাটা ও জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1736002057186.jpg

ষষ্ঠ ধাপ

এখন পরিমাণ মতো জল দিয়েছি ও হাই হিটে জ্বাল করে নিয়েছি।

PhotoCollage_1736002873982.jpg

সপ্তম ধাপ

এখন সিদ্ধ হয়েছে ফুলকপি গুলো তাই গরম মসলা দিয়ে নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1736006493995.jpg

পরিবেশন

InShot_20250104_220621517.jpg

InShot_20250104_220628035.jpg

InShot_20250104_220628035.jpg
এই ছিলো আমার আজকের মজাদার রেসিপিটি। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241231_211022.png

IMG_20241231_211012.png

Sort:  
 last year 

আপনি নিরামিষ ফুল কপির ডালনা রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। ফুল কপির ডালনা খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last year 

PhotoCollage_1736008105024.jpg

 last year 

নতুন একটি রেসিপি আপনার কাছে দেখলাম। ফুলকপির ডালনা কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখবো। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু একদিন ট্রাই করবেন জেনে ভালো লাগলো।

 last year 

দিদি আপনি ফুলকপির ডালডা রেসিপি তৈরি করেছেন দেখে খেতে ইচ্ছা করছে। এ ধরনের রেসিপিগুলো খাইতে অনেক সুন্দর লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন এই ধরনের রেসিপি খেতে ভালো লাগে।

 last year 

খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি দেখতে পেলাম। আপনার রেসিপির পরিবেশনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবেন ইনশাআল্লাহ।

 last year 

পরবর্তীতে এই রেসিপি করবেন জেনে ভালো লাগলো।

 last year 

নিরামিষ ফুল কপির ডালনা রেসিপি দেখে মজাদার মনে হচ্ছে। এই ধরনের এসএমএস কখনো তৈরি করা হয়নি। তাই আপনার রেসিপি দেখে শিখে নিলাম।

 last year 

রেসিপিটি শিখে নিলেন জেনে ভালো লাগলো।

 last year 

নিরামিষ ফুলকপির ডালনা রেসিপিটি দেখতে খুব সুন্দর লাগছে। ফুলকপির ডালনা খেয়েছি খেতে অনেক সুস্বাদু হয়। তবে এই রেসিপি তৈরি করতে আমি একেবারেই পারদর্শী নয়। আপনার তো আমি রেসিপি দেখে আজকে শিখে গেলাম। প্রতিটি ধাপে ধাপে বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিরামিষ ফুল কপির ডালনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন। রেসিপি টি বেশ লোভনীয়।

 last year 

আমি চাই শীতকাল তুমি দীর্ঘজীবী হও! এ সময়ে সব রকমের সবজি পাওয়া যায়, অন্য ঋতুর থেকে। আপনি ফুলকপির মজাদার রেসিপি তৈরি করেছেন আপু। খেতে নিশ্চয় মজা হয়েছে।

 last year 

শীতের সবজি গুলোর মধ্যে ফুলকপি আমার সবচাইতে বেশি পছন্দের। নিরামিষ ফুলকপির ডালনা রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টা চমৎকার উপস্থাপন করেছেন পরিবেশনা টাও বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।