ভিডিওগ্রাফিঃ- ফুল বাগান থেকে নেওয়া সুন্দর একটি ভিডিও।

in আমার বাংলা ব্লগlast year

শুভ বিকেল,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি তবে আজকে অনেক বেশি ব্যস্ত। এত ব্যস্ত যে পোস্ট করতেও আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আসলে বিষয় টা হচ্ছে আগামীকালকে মেয়েদের স্কুলে ফুড ফেস্টিভ্যাক অনুষ্ঠান। তার জন্য বাধ্যতামূলকভাবে দুইটি পিঠার আইটেম নিয়ে যেতে হবে। কিন্তু কি আর করার অনিচ্ছা থাকা সত্ত্বেও পিঠা গুলো তৈরি করতে হবে। সত্যি কথা বলতে কাজ একদম করতে ইচ্ছে করে না এত গরমের মধ্যে রান্না ঘরে গেলে মাথা ব্যাথা শুরু হয়ে যায়। এদিকে বাচ্চাদের স্কুলের পড়ালেখা অন্যদিকে আমার কমিউনিটির কাজ ঘরের কাজ। সেগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তার মাঝে যখন দুই আইটেমের পিঠা তৈরি করতে হবে তাহলেই বুঝতেই পারছেন কতই কষ্ট হবে। যেহেতু পিঠা তৈরি করতে হলে কম দিতে পারব না একটু দেখে শুনে বেশি করে দিতে হবে যেহেতু সবাই খাবে।

F3.jpg

যেহেতু আগামীকাল সকাল ৯ঃ০০ টার মধ্যে পৌঁছে দিতে হবে পিঠা গুলো তাহলেই তো সকালে এত পিঠা তৈরি করতে পারব না। তাই আমাকে আগে আজকে রেডি করে নিতে হবে। তাই আমি সকাল থেকেই অন্যান্য কাজের পাশাপাশি সেই কাজগুলো আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করতেছি। তাই সকাল থেকে পোস্ট করার সুযোগ হয়নি অনেক বেশি ক্লান্ত লাগতেছে। তারপরেও কষ্ট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করতেছি। বন্ধুরা সেই ফাঁকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে পোস্ট শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও পোস্ট নিয়ে হাজির হয়েছি। যদিও এত ব্যস্ততার জন্য নতুন কিছু তৈরি করে শেয়ার করা সম্ভব হচ্ছে না।

F.jpg

আজকে আমি আপনাদের সাথে একটি ফুলবাগানের ভিডিও শেয়ার করার জন্য হাজির হয়েছি। বন্ধুরা এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সময় দিয়ে আমার ভিডিও গুলো দেখেন এবং আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন। তাই আমিও বারবার ফিরে আসি আপনাদের সাথে ভিডিওগ্রাফি পোস্টগুলো শেয়ার করতে। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি জায়গা যেখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে। তাছাড়া চারপাশের প্রাকৃতিক দৃশ্য গুলো খুবই সুন্দর। সেখান থেকে আমি ভিডিও নিয়েছিলাম। সেই ভিডিওটি আমি আজকে নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি দেখে।

F2.jpg

আমি চেষ্টা করি সুন্দর ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার আজকের শেয়ার করা ভিডিওটি তা জানালে ভালো লাগবে। আর সময় না নিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে নিলাম মতামত দিয়ে জানাবেন—

F1.jpg

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফুল বাগানের ভডিও
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ভিডিও লোকেশ- কক্সবাজার


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Banner_PUSS1.png

Sort:  
 last year 

ফুলবাগান থেকে ধারণ করা সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আমিও আজকে আমাদের বাগান থেকে বা বাড়ি থেকে একটা মাধবীলতা ফুলের ভিডিও তুলে ধরেছি আপনাদের মাঝে। অনেক ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে। ফুল আমার কাছে অনেক ভালো লাগে।

 last year 

ধন্যবাদ আপু সবসময় আমার শেয়ার করা ভিডিওগুলো দেখে থাকেন আপনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু আপনার পিঠা কথা শুনে তো আমার ও খেতে ইচ্ছে করছে। মেয়েদের স্কুলে পিঠা দিতে হবে তাহলে তো খুবই ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। এরমধ্যে আপনি অসুস্থ সবমিলিয়ে খুবই খারাপ অবস্থা আপনার বুঝতে পারছি। যাই হোক এত ব্যস্ততার মাঝেও আপনি খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। ফুলবাগান দেখতে যেমন সুন্দর তেমনি ফুলগুলোও খুব সুন্দর। ফুলের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ফুল বাগান থেকে নেওয়া সুন্দর একটি ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো। আপনার ভিডিও ক্লিপ এর মাধ্যমে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী দেখার সুযোগ হলো।

 last year 

হ্যাঁ ভাইয়া চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও শেয়ার করার।

 last year 

আপু মেয়ের স্কুলের জন্য পিঠা বানাচ্ছেন আমরাও যাব নাকি? ওই একটু বাকিবর্তা যদি জুটে যায় আমাদের কপালে। সত্যিই বাচ্চাদের স্কুলের একেক দিন একেক রকমের ঝক্কি থাকে আর সেটা সামলাতে সামলাতে রীতিমতো হিমশিম খাওয়ার অবস্থা।

কিন্তু এত ব্যস্ততার মাঝেও আপনি যে ব্লগ লিখতে পেরেছেন সেটা কিন্তু আপনার নিজস্ব সময়। আজকে যে ভিডিওটা শেয়ার করেছেন একেবারে ফুলময় হয়ে গেছে। কি সুন্দর ওই মাইক ফুলগুলো। গাছ ভর্তি হয়ে ফুটে রয়েছে। অপূর্ব লাগছে দেখতে।

 last year 

হ্যাঁ দিদি চলে আসেন আপনাকেও দাওয়াত দিলাম। আসলে এত কষ্টের মাঝেও এগুলো করতে খুবই বিরক্ত লাগে। সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি সময় দিয়ে ভিডিওটি দেখলেন।

 last year 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি ফুলবাগানের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আমিও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ধারণ করতে সত্যি বেশ পছন্দ করি। প্রত্যেকটি ভিডিওগ্রাফির সুন্দরভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ভালো লাগলো আপনি মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখলেন এবং খুব সুন্দর মতামত শেয়ার করলেন।

 last year 

ফুল বাগানে ঘুরতে অনেক ভালো লাগে। আর সুন্দর ফুল দেখলেই তো ছবি তুলতে ইচ্ছে করে। আপনি অনেক সুন্দর করে ভিডিও করেছেন আপু। ভিডিওগ্রাফি পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে ভিডিওটি দেখে ভালো লাগার জন্য।

 last year 

আপনি খুবই সুন্দর ভাবে ফুলবাগানের দৃশ্যের ভিডিও করেছেন। এই ফুলের ভিডিও দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে ফুলগুলো আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ফুলবাগান থেকে দেখতেছি আপনি চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। এর আগেও আমি আপনার কয়েকটা ভিডিওগ্রাফি দেখেছিলাম। আপনি অসাধারণ ভিডিওগ্রাফি করে থাকেন। আজকে ও চমৎকার ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

বিডিটি শেয়ার করে অনেক ভালো লাগলো আপু আপনারা সময় দিয়ে দেখলেন।