কাজ শুরু করলাম LOVEN এর সাথে
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেশ কিছু মাস থেকে কোন কিছুই ভালো যাচ্ছে না। সব দিকেই একটার পর একটা বিপদ লেগেই আছে। তবে একটি দরজা বন্ধ হলো আল্লাহ আরো ২ টি দরজা খুলে দেয়। ঠিক এই বিপদের সময় একটি আশার আলো হিসেবে LOVEN এর সন্ধান পেয়েছি। এটি একটি প্রোজাক্ট বেইজ কম্পানি। এর আগে ও আমার মা এ ধরনের কম্পানিতে ছিলেন। এবং এখান থেকে অনেক সু-নাম অর্জন করেছেন।
এটাও তেমনি একটি কম্পানি। এ সম্পর্কে অন্য দিন আপনাদের জানাবো। গত কিছুদিন থেকেই সেখানে যাওয়া হচ্ছে এবং একটি সিদ্ধান্ত ও নিয়ে ফেলেছি। আশা করা যায় এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবো। আজ আর বেশি কিছু লিখছি না। আগামীকাল আমার ভর্সিটি লাইফের শেষ দিন হতে চলেছে। কারন কাল আমার ভাইবা ও থিসিস পেপার জমা দেওয়ার তারিখ। আপনারা সবাই দোয়া করবেন। সব কিছু যেন ভালো ভাবে শেষ করতে পারি। ধন্যবাদ সকল কে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: কাজ শুরু করলাম LOVEN এর সাথে
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...





Great post! Featured in the hot section by @punicwax.