নতুন আলোর নতুন ভোরে - নতুন রূপে সাজবে নতুন আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

Good Bye.png

হ্যালো বন্ধুরা,

যথারীতি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, ভেতরে ভেতরে কেমন আছি সেটা না হয় ভেতরেই থাক। কারণ আজকাল মানুষতো আর সবটা বিশ্বাস করে না, কারণ তারা সবটা দেখতেও পারে না। উপরের মুখোশের উপর বিশ্বাস করতে করতে আমরা একটা সময় সেই মুখোশের উপর আস্থা রাখতে শুরু করি, তাই প্রকৃত অবস্থা যেমন যাচাই করতে পারি না ঠিক তেমনি সেটাকে বিশ্বাসও করতে পারি না। কিন্তু তবুও আমাদের এই ভাবে গতিশীল থাকতে হয়, বিশ্বাস আর অবিশ্বাসের যন্ত্রণাগুলোকে পাশে নিয়েই এগিয়ে যেতে হয়, যতক্ষণ শ্বাস আছে হয়তো ততোক্ষণ এভাবেই চলতে থাকবে .......।

আজকের এই পোষ্ট হয়তো আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন হিসেবে শেষ পোষ্ট, আশা-আকাংখা, স্বপ্ন-দুঃস্বপ্ন, হতাশা-যন্ত্রণা, হাসি-কান্নায় ডুবে থাকা ২০২৫ সালের শেষ পোষ্ট। যদিও পৃথিবীতে শেষ বলে কোন কথা নেই কিন্তু তবুও আমরা আমাদের অবস্থান হতে শেষ হিসেবে অনেক কিছুই নির্ণয় করে থাকি, একটা অস্পষ্ট শান্তনা খুঁজতে থাকি। আমি আমার অবস্থান হতে, হৃদয়ের গভীর হতে এবং শতভাগ আন্তরিকতা নিয়ে আমার বাংলা ব্লগ সাজানোর চেষ্টা করেছি, যখন যেখানে যতটা প্রয়োজন ছিলো, নিজের কল্পনা-অভিজ্ঞতা-দক্ষতার পুরোটা ব্যবহার করার চেষ্টা করেছি, নতুনভাবে-নতুন কিছুতে-নতুন আইডিয়াতে সাজাতে চেষ্টা করেছি।

হ্যা, একজন মানুষের সবগুলো দিক হয়তো ভালো না, একজন মানুষ হয়তো সব কিছু সমানভাবে করতে পারে না, একজন মানুষের সকল বিষয়ে সমান দক্ষতা থাকে না, আমি এবং আমার ভেতরেও তেমন সব কিছুর পূর্ণতা ছিলো না। সব কিছুর পরিপূর্ণ জ্ঞানও ছিলো না, আর হয়তো এই কারণেই শেষ সময় অবদি আমি আমার অবস্থান ধরে রাখতে পারি নাই। আমার বাংলা ব্লগের ফাউন্ডার, কো ফাউন্ডার, এ্যাডমিন, মডারেটর এবং সদস্যদের সাথে একটা দুরত্ব তৈরী হয়েছিলো, একটা অস্পষ্ট ক্ষোভ, অনুরাগ এবং অনুযোগ তৈরী হয়েছিলো। হ্যা, আমি সবটা সবার সাথে শেয়ার করি নাই, আমি সবটা সব সময় গ্রহণ করতে পারি নাই, যার ফলশ্রুতিতে এই দুরত্ব মুছতে পারি নাই।

দিন শেষে আমরা সবাই একা, আমরা সবাই নিঃসঙ্গ, আমরা সবাই ব্যর্থ। যদিও আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করি, নিঃসঙ্গতাকে আড়াল করার চেষ্টা করি, মিথ্যা অভিনয়ে সফলতার হাসি দেয়ার চেষ্টা করি। কিন্তু আমি সেটা কখনো করি নাই, নিজের ভেতরের সমস্যা-যন্ত্রণাগুলোকে কখনো প্রকাশ করি নাই, সফলতার মিথ্যা হাসিতে কখনো মুখোশ রাঙাতে চেষ্টা করি নাই। বরং সেই অনুরাগ-অনুযোগ নিয়ে দূরে সড়েছি, এখনো সেখানেই স্থির আছি, সীমানা ছাড়িয়ে কতটা দূরে যেতে পারবো, কতটা সময় পর সত্যি হারিয়ে যাবো, সেটা হয়তো নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে হারিয়ে যাবো এটা হয়তো চিরন্তন সত্য হয়ে যাবে একদিন।

যাইহোক, আমার বাংলা ব্লগ ছিলো আমার শেষ ঠিকানা, বাংলা এবং বাঙালীদের নিয়ে অনেক কমিউনিটি হয়তো আছে, অনেক ভালো মানুষ হয়তো আছে কিন্তু তাদের মাঝে অনেক নিচু মনের মানুষও যেমন আছে ঠিক তেমনি আছে অস্বাভাবিক-অপ্রত্যাশিত খারাপ ব্যবহার করার কিছু মানুষও, তাই সেদিকে যাওয়ার কিংবা নতুনভাবে কিছু করার ইচ্ছা একদমই নেই, সেই শক্তি অথবা সামর্থ কোনটাই আর অবশিষ্ট নেই, সুতরাং আমার আমি হয়তো এখানেই নিঃশেষ, এখানেই নিভে যাবো। কিন্তু স্মৃতির আয়নায় সেই মুহুর্তগুলো হয়তো থেকে যাবে স্মৃতি হিসেবে, অনুভূতির সেই চঞ্চলতাগুলো হয়তো চঞ্চল রয়ে যাবে হৃদয়ের গভীরে।

Banner_Annivr-1.pngCelebration.pngCelebration_3_birthday.pngCheck-3.png

আমার বাংলা ব্লগের বর্ষপূর্তির আয়োজনগুলো ছিলো সত্যি মনে রাখার মতো, এভাবে কিংবা এতোটা আবেগ নিয়ে এই ব্লকচেইনের কোন কমিউনিটি সেজেছিলো কিনা আমার জানা নেই।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTm.pngSunday_Adda.png

আমার বাংলা ব্লগের সেরা আয়োজন ছিলো রবিবারের আড্ডা, জীবনের গল্প। একটু ভিন্নভাবে ভিন্ন অনুভূতি নিয়ে সবার কাছে যাওয়া, সবার হৃদয়ের অনুভূতি স্পর্শ করার দারুণ ছিলো মুহুর্তগুলো। আর বাংলা উইটনেস ছিলো বাঙালীদের মাথা উচুঁ করে দাঁড়ানোর প্রথম সফল প্রচেষ্টা, গতিশীল থাকুক এই প্রচেষ্টা ততোদিন- যতদিন ব্লকচেইন গতিশীল থাকে।

03.pngpuss_mini_banner9.1.png

তবে পুশের বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, অন্তত সবার স্বপ্নগুলো পূর্ণতা দেয়ার একটা রঙিন সিঁড়ি হয়েছিলো এই পুশ, যা এখনো গতিশীল আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Fun_Cover-3.pngPoem Cover-second.png3jp.png

এই বিশেষ আয়োজনটা ছিলো আমার একক প্রচেষ্টায়, আমার সহকর্মীদের বাধা উপেক্ষা করেই আমি একটু ভিন্নভাবে আয়োজনটাকে সফল করার চেষ্টা করেছিলাম, উদ্দেশ্য ছিলো কিছুটা আনন্দের সাথে ইউজারদের বাড়তি সাপোর্ট নিশ্চিত করার।

Cover_100.png

এটা নিয়ে একটা বিষয় বিষয় ভীষণভাবে আমাকে আঘাত করেছিলো, সেটা আমি কখনো প্রকাশ করি নাই কিন্তু তবুও সর্বদা সচেষ্ট ছিলাম আমার বাংলা ব্লগের হ্যাংআউটগুলোকে একটু ভিন্নভাবে সাজাতে, একটু ভিন্নতা দিয়ে সেটাতে আনন্দ ধরে রাখতে। আমি জীবনে কোথায়ও কোন বিষয়ে ক্রেডিট নেয়ার চেষ্টা করি নাই, ভবিষ্যতেও করবো না, বরং যেখানে যতটা করেছি দাবী ছেড়ে দিয়েই করেছি।

banner-abb3.png

banner-abb4.png

banner-abb23.png

অনেক কিছুই আছে এখানে উল্লেখ করে নাই কিন্তু আমার বাংলা ব্লগের সাথে বিগত এই সময়গুলোতে যারা জড়িত ছিলো, সময়ের সাথে সংযুক্ত ছিলো, তারা যদি মিথ্যা না হয় তাহলে হয়তো স্মৃতির পাতার রংগুলো কখনো মুছে যাবে না, হারিয়ে যাবে না অনুভূতির চাদরে জড়ানো সেই উষ্ণময় মুহুর্তগুলো। সবাই সবার অবস্থানে উজ্জ্বল থাকুন, সফল থাকুন এবং রঙিন হয়ে থাকুন। আর একটা কথা, আজকের পর হতে আমার বাংলা ব্লগের বর্তমান টীম ভেঙ্গে যাবে, কিউরেশন স্টিস্টেম পরিবর্তন হয়ে যাবে, গুনগত মান সম্পন্ন পোষ্ট সমূহ ফাউন্ডার নিজে কিউরেশন করবে, নিজের মতো করে সাপোর্ট দিবে, তবে কোন কিছুই নিশ্চিত নয়।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতাকে, বিশ্বাস এবং আস্থা রেখেছিলেন আমার প্রতি, ভরসা এবং আশা নিয়ে এগিয়ে এসেছিলেন আমাদের পাশে, বিশাল অংকের একটা বিনিয়োগের মাধ্যমে হাসি ফিরিয়ে এনেছিলেন বাঙালীদের মুখে। আমার ব্লগের এ্যাডমিন/মডারেটরদের দারুণ একটা ব্যবস্থা করে দিয়েছেন, অনেকেই এখনো হয়তো অনেক প্রজেক্টের সাথে সংযুক্ত আছে এবং থাকবে। আবার আমরা কেউ কেউ হয়তো ঝড়ে যাবো। কথায় কিংবা শব্দে হয়তো সবটা প্রকাশ করা যায় না, কৃতজ্ঞতা সবটুকু হয়তো প্রকাশ করা যায় না, কিন্তু তবুও বলছি আজীবন কৃজ্ঞত থাকবো আপনার প্রতি, ভালোবাসা আজীবন অটুট থাকবে আপনার প্রতি, আপনার সরলতা এবং ভালোবাসার প্রতি। আপনার সাথে আলিঙ্গন করার সেই মুহুর্তটা জীবনের সেরা প্রাপ্তি হিসেবে উজ্জ্বল থাকবে হৃদয়ের মাঝে।

নতুন আলোর নতুন ভোরে - নতুন রূপে সাজবে নতুন আমার বাংলা ব্লগ। এই প্রত্যাশায় শেষ করছি।
বিদায় ২০২৫-স্বাগতম ২০২৬

@hafizullah

Sort:  
 9 days ago 

ভাবতেই পারছি না এই নতুন বছরের শুরুটা আমার বাংলা ব্লগের শেষ দিয়ে হচ্ছে। এতগুলো বছর একসাথে কাজ করেছি। প্রতিটা ইভেন্ট প্রতিটা কাজ যেন কোনভাবেই ভুলতে পারছি না। আপনার কথাগুলো পড়ে আরও বেশি খারাপ লাগতেছে। আর আপনি সব সময় আমাদের মাথার উপরে একজন বড় সম্মানের হিসেবেই ছিলেন। সেটা সামনেও বজায় রাখার চেষ্টা করবো। এই কয়েক বছরের মুহূর্তগুলো আমাদের মাঝে সব সময় থেকে যাবে।

 9 days ago 

একটা কথা আছে আমাদের সমাজে আপু, সব শেষ সব সময় ভালো হয় না কিন্তু তবুও আমাদের পরের শুরুটা ভালোভাবে করার চেষ্টা করতে হয়। আশা করছি 2026 এর শুরুটা সবার জন্য ভালো হবে। ভালোবাসা রইল।

 9 days ago 

সত্যিই ,এটা খুবই হৃদয়ের ভিতরে আঘাতের মতো।যেটা ভাবতেই কষ্ট হয় যে বাংলা ভাষা মুছে যাবে।তবুও প্রত্যাশা রাখি নতুন কিছুর।যার যেমন সম্মান আমার কাছে তা সর্বদাই অটুট থাকবে ভাইয়া ।ভালো থাকুন।

 9 days ago 

আপু আমার বাংলা ব্লগ কিন্তু চালু থাকবে, সবাই পোষ্ট করতে পারবে, দাদার পক্ষ হতে সাপোর্টও কিন্তু থাকবে। তবে হয়তো নতুনভাবে দাদা সেটা সাজাবেন। একটা কথা আমরা বাঙালীরা বিশ্বাস করি, সেটা হলো যা কিছু হয় ভালোর জন্য হয়। ভালোবাসা রইল।

 9 days ago 

💝👍

 9 days ago 

মনটা ভীষণ ভারাক্রান্ত। বলার মতো ভাষা নেই লেখনীতে।ভালো থাকবেন।

 9 days ago 

সত্যি, পোষ্টটা লিখার সময় আমার চোখেও পানি চলে আসছিলো, নিজের একটা ঠিকানা ছিলো আমার বাংলা ব্লগ, অনেক কিছুই হৃদয় থেকে করার চেষ্টা করেছি এখানে। যাইহোক, যা হবার সেটা হবেই, হয়তো সবটা আমাদের ভালো লাগবে না। ভালোবাসা রইল।

 9 days ago 

অনেক খারাপ লাগছে ভাই, ৪ বছর এক সাথে অতিক্রম করেছি আশা করি সামনে যাই করবো আমরা এক সাথেই করবো। আপনি ঠিক বলেছেন, এই পৃথীবিতে শেষ বলে কিছু নেই। কোন কিছুর শেষ মানে নতুন কিছুর শুরু। আপনাকে প্রথম থেকেই আমার গুরুজন ও শিক্ষক হিসেবে আমি দেখেছি এবং সব সময় সেভাবেই দেখবো ভাই। ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

সময় সব পাল্টে দেয়, প্রকৃতি-পরিবেশ এবং মানুষের মন ও মানিকতা সবই। তবে স্মৃতি কিংবা অনুভূতিগুলোকে পাল্টাতে পারে না কারণ সেটা মনের গভীরে থেকে যায়। ভালোবাসা রইল।

 9 days ago 

ভালোবাসা ও বিশ্বাসের জন্যই এই দুনিয়া টিকে আছে ভাই। অনেক অনেক ভালোবাসা রইলো ভাই।

 9 days ago 

যা বলতে চাই, তা হয়তো নিজেই বলে দিয়েছেন ভাই। দীর্ঘ সময়ের যাত্রা, কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না , হয়তো সবকিছুর ইতি মনেহয় এইভাবেই অকস্মাৎ হয়।

ভালোবাসা রইলো আপনার প্রতি।

 9 days ago 

পোস্টটা পড়ে ভাই আবেগে আপ্লুত হয়ে গেলাম। কি লিখব ভাষায় যেন খুঁজে পাচ্ছিনা, আসলে আমার বাংলা ব্লগ ছিল আমাদের প্রাণ। আমরা এখানে অনেক সময় ব্যয় করেছি। প্রত্যেকটা মুহূর্ত ছিল অসাধারণ। এই দিনটার আমরা মনে রাখব সারাটা জীবন।হয়তো এভাবেই একদিন সবকিছু শেষ হয়ে যাবে। যা শুরু হয়েছে তার শেষও আছে। তবে প্রত্যেকটা মুহূর্ত অনেক মনে করব এবং এই সময়টা কখনোই ভুলবো না।

 9 days ago 

আমার বাংলা ব্লগ ছিলো বাঙালীদের প্রাণের ঠিকানা, দক্ষতা আর অভিজ্ঞতার সেরা আয়োজন। সব ঠিকানা কিংবা সব সুযোগ সর্বদা অক্ষত থাকে না, সময়ের সাথে সাথে সব কিছুর মাঝে পরিবর্তন আসে। ভালোবাসা রইল।

 9 days ago 

আমাদের এই চলার পথে হয়তো আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। আবার সবাইকে এভাবে হারিয়ে ফেলবো এটা ভেবেও কষ্ট পাচ্ছি। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুক সব সময় এই দোয়াই করি।

 9 days ago 

ঠিক আপু, জীবনটা প্রতিনিয়ত নতুন কিছুর সাথে সংযোগ ঘটিয়ে দেয়, নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। কিছু থাকে আবার কিছু হারিয়ে যায়। তবে আমার বাংলা ব্লগের প্রতি দরদটা হৃদয়ের গভীরে থেকে যাবে সর্বদা, কারণ এটা ভালোবাসা দিয়ে সাজিয়েছিলাম। ভালোবাসা রইল।

 9 days ago 

এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছি সবার সঙ্গে আনন্দ বেদনা দুঃখ সব কিছুই ভাগ করেছি। আমার বাংলা ব্লগ একটি পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটি শুরু থেকেই এই পরিবারে ছিলাম। আপনাদের কাছ থেকে ভাই অনেক কিছু শিখেছি বাংলা ভাষা নিয়ে অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি। শেষ পর্যন্ত লিখে যাব কি পেলাম কি পেলাম না সেটা বড় বিষয় না। কারণ ভালোবাসা একদিনে সৃষ্টি হয় না। একটু একটু করে এই ভালোবাসা মনের ভেতরে গেঁথে গেছে। এই পরিবারকে কখনোই ভোলার নয় এবং মানুষগুলোকেও কখনো মন থেকে মুছে ফেলতে পারব না।আপনি সব সময় আমাদের একজন প্রিয় হাফিজ ভাই ছিলেন এবং মনের কোঠায় হাফিজ ভাই হিসেবেই থাকবেন।আপনার পোস্টটি যখন পড়ছিলাম তখন খুব কষ্ট লাগছিল বারবার মনে হচ্ছিল আমার বাংলা ব্লগ থাকবে না এই প্রিয় মানুষগুলো থাকবে না। তবে সব সময় দোয়া রইল আমার প্রিয় বাংলা ব্লগের সকল ভাই-বোনদের জন্য।

 9 days ago 

সেটাই আপু, সকল অপ্রাপ্তির হিসেব যেমন করতে নেই ঠিক তেমনি সকল প্রাপ্তির হিসার করাও অনুচিত। ভালোবাসার জায়গাগুলোতে ভালোবাসা থাকুক, সেটাই হয়তো সবার জন্য ভালো হবে। ভালোবাসা রইল।

 9 days ago 
ভাই, আপনার লেখা পড়ে সত্যিই নিজেকে ধরে রাখতে পারিনি। এতগুলো বছর আমরা একসাথে আনন্দ, বেদনা, হাসি আর কষ্ট ভাগ করে নিয়েছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কখনোই শুধু একটি কমিউনিটি ছিল না । এটি ছিল আমাদের একটি পরিবার। শুরু থেকেই এই পরিবারের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আপনাদের কাছ থেকেই বাংলা ভাষা লেখালেখি আর মানুষের সাথে পথ চলার অনেক কিছু শিখেছি। কী পেলাম বা কী পেলাম না সেটাই আসল বিষয় নয় । এই ভালোবাসা এই বন্ধন একদিনে তৈরি হয়নি ধীরে ধীরে মনের গভীরে গেঁথে গেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় আমাদের প্রিয় ছিলো এবং থাকবে। পোস্টটি অসংখ্যবার পড়েছি মনে হচ্ছিল এই পরিবার এই মানুষগুলো আর থাকবে না ভাবনাটাই ভীষণ কষ্টের। তবুও বিশ্বাস করি কোনো কিছুর শেষ মানেই নতুন কিছুর শুরু। এই কমিউনিটি থেকে পাওয়া স্মৃতি শিক্ষা আর ভালোবাসা আজীবন হৃদয়ে থাকবে। আমার বাংলা ব্লগের ফাউন্ডর ও কো-ফাউন্ডার এবং সকল এডমিন মডারেটর ও সকল সাধারণ ইউজার সকল ভাই বোনদের জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইলো। 💔❤️
 8 days ago 

কিছু সম্পর্ক সত্যি এভাবেই গড়ে উঠে আবার এভাবেই হুট করে শেষ হয়ে যায়, তবে স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না সেগুলো ঠিক থেকে যায় হৃদয়ের গভীরে। ভালোবাসা রইল।

 9 days ago 

জীবনের রং প্রতিটি মুহূর্তে বদলায়। কিন্তু জীবন চলতে থাকে জীবনের গতিতে। আপনার লেখাগুলো পড়ে সত্যি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। কত শত সুন্দর মুহূর্ত কল্পনায় ভেসে উঠছে। আমার বাংলা ব্লগের কারণেই সবার সাথে সুন্দর সুসম্পর্ক হয়েছিল আর সেটা থেকে যাবে আজীবন। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল ভাই।

 8 days ago 

একদম ঠিক কথা ভাই, প্রতিটি মুহুর্তই পরিবর্তনশীল, আর আমরা তো মানুষ, নানা কারণে নানা বিষয়ে আমাদের মানসিকতার মাঝে পরিবর্তন আসে বা আসবে, সুতরাং সেটা মেনে নেয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই আমাদের কাছে। ভালোবাসা রইল।

 8 days ago 

খুব মিস করবো সবাইকে। আশা করছি আপনার সাথে অবশ্যই মাঝেমধ্যে সাক্ষাৎ হবে।