হঠাৎ মা অসুস্থ, সকলের কাছে দোয়া চাই।
শুভ দুপুর 🌅
আজ ২৯ ই ডিসেম্বর,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গতকাল রাতে পোস্ট করার মত কোনো মন-মানসিকতা আমার ছিল না। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়ে, তাই সকলের কাছে দোয়া চাই। গতকাল রাতে আমাদের ময়মনসিংহ জেলার সদরে পার্শ্ববর্তী এলাকায় আনজুমান ঈদগাহ মাঠে ইসলামিক মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বড় বড় ইসলামিক বক্তা বয়ান করবেন। তাই আমি গতকাল সকালে ডিউটি করি। ডিউটি শেষ করে এসে মাগরিবের নামাজ আদায় করে আমার বন্ধু বিপ্লবকে নিয়ে মাহফিলে চলে যাই। ইসলামিক মাহফিল গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কেননা এ সকল মাহফিল থেকে অনেক কিছু শেখার আছে। রাত যখন দশটা বাজে তখন হঠাৎ করে বাসা থেকে আমার স্ত্রী ফোন করে। আমাকে জানায় মা খুব অসুস্থ। আমি আসার সময় দেখে আসলাম মা সুস্থ। তবে বেশ কিছুদিন যাবৎ মায়ের হাই প্রেসারের সমস্যা আছে। এছাড়া মায়ের বয়স হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধে। তাই গত মাসে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলেছেন হাই প্রেসারের সমস্যা। কিন্তু মায়ের প্রেসার হাপ ডাউট করে, তাই ডাক্তার প্রেসার মেপে ওষুধ খাওয়াতে বলেছিলেন। মায়ের অসুস্থতার কথা জেনে আমি দ্রুত বাসার দিকে চলে আসি।
মায়ের অসুস্থতার কথা শুনে আমার মাথা ঠিক থাকে না। প্রায় পাঁচ বছর আগে আমার বাবা স্টক করে মারা যায়। বাবার হাই প্রেসারের সমস্যা ছিল। বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিটি দিন আমার খুব কষ্টে কাটে। তারপর থেকে মায়ের আদর ভালোবাসা পেয়ে বাবা হারানোর যন্ত্রণা কিছুটা ভুলে যাই। তাই মায়ের কিছু হলে আমি সারাদিন দুশ্চিন্তায় থাকি। সব সময় মায়ের খেয়াল রাখার চেষ্টা করি। কেননা আমি মনে করি সৃষ্টিকর্তার পরে বাবা মায়ের অবস্থান। দুনিয়াতে যাদের বাবা মা নেই তারা সবচাইতে বড় অসহায়। মায়ের সাথে তুলনা করার মত দুনিয়াতে আর কেউ নেই। যাইহোক আসার সময় আমি ডাক্তার নিয়ে বাসায় ফিরি। ডাক্তার তখন আমার মায়ের চেকআপ করে জানায় প্রেসার অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। হয়তো আগের ওষুধ গুলো পরিবর্তন করতে হবে। মায়ের অসুস্থতার কারণে আমার সারারাত ঘুম হয়নি। আমার ভাবি ও আমার ওয়াইফ সারারাত মায়ের পাশে বসেছিল। মায়ের অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম।
কিছুদিন ধরে মা খাবার নিয়মিত খেতে পারছে না। শরীর অনেক অংশে দুর্বল হয়ে পড়ে, তাই আমি চেষ্টা করছি পুষ্টিকর কিছু খাবার খাওয়ানোর জন্য। তাছাড়া মায়ের চোখের সমস্যা ও কোমড়ের সমস্যা কিছু কমেছে। মা সব সময় যেন কি নিয়ে টেনশন করেন। মন খুলে কখনো আমাকে বলতে চায় না। আমি এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। ডাক্তার আমাকে আগে থেকে বলেছিল আপনার মা অতিরিক্ত দুশ্চিন্ত করেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শীতের আবহাওয়া স্বাভাবিক হলে আমার মা ও আমার স্ত্রীকে ঢাকা বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দিব, কিছুদিনের জন্য ঘুরে আসার জন্য। তাহলে হয়তো মায়ের মন মানসিকতা কিছুটা ভালো থাকবে। অনেক দিন যাবৎ মা কোথাও যেতে চায়না। এক জায়গায় একটি পরিবেশে থাকলে অনেক সময় এক গেয়েমি হয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠে মায়ের অবস্থা স্বাভাবিক দেখতে পাই। প্রেসার কিছুটা কমেছে, শরীর আগের চাইতে কিছুটা ভালো দেখে মনে অনেক শান্তি পেলাম। বাবার জায়গা মা হয়তো কিছুটা পূরণ করেছেন,কিন্তু মায়ের জায়গা পূরণ করার মত কেউ হয় না। কিছু দিনের মধ্যে আবারও মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। হয়তো আগের ওষুধের কিছু পরিবর্তন আসতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন আমার মাকে নেক হায়াত দান করেন। আমিও সকল মা বাবার জন্য মন থেকে দোয়া করছি। সকল মা বাবা যেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
| বিভাগ | জেনারেল রাইটিং। |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি ৯। |
| বিষয় | হঠাৎ মা অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
| ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|





.gif)








মা বাবা অসুস্থ হলে খুবই খারাপ লাগে। আর আপনার মায়ের অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগলো। সৃষ্টির কথার কাছে অনেক অনেক দোয়া রইলো, তিনি যেন খুব তাড়াতাড়ি আপনার মাকে সুস্থতা দান করেন।
দোয়া করবেন ভাই আমার মায়ের জন্য। ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।
X-Promotion
প্রথমেই আমি আপনার মায়ের সুস্থতা কামনা করছি।আমাদের দেশের অধিকাংশ বয়স্ক মানুষের একটাই সমস্যা প্রেসার আপ ডাউন। তথা প্রেসার প্রবলেম। মা বাবা অসুস্থ হলে সন্তানের অস্বস্তি বোধ হবে এটাই স্বাভাবিক ভাইয়া। তবে আশা করছি এবং প্রার্থনা করছি ডক্টরের নির্দেশনা অনুযায়ী আপনার মাকে ট্রিটমেন্ট দিন ইনশাআল্লাহ তিনি তাড়াতাড়ি সুস্থ হবেন। শুভকামনা রইল।
জি ভাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।
মা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। মায়ের কিছু হলে সন্তনের বুক কাপে। দোয়া করি আন্টি বেশ তাড়াতাড়ি সুস্থ্য হয়ে যাবেন্। এবং আপনাদের মাঝে সুস্থ্য দেহ নিয়ে ফিরে আসবে। এমন একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু মা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এই মূল্যবান সম্পদকে আমরা কখনো হারাতে চাই না। দোয়া করবেন আমার মায়ের জন্য।
মা-বাবা অসুস্থ হলে কারো মাথা ঠিক থাকে না। ছেলে মেয়েরা অস্থির হয়ে যায়। আমরা দোয়া করি আপনার মা যে খুবই তারাতাড়ি সুস্থ হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাই।
আন্টি অসুস্থ শুনে খারাপ লাগলো এই পৃথিবীতে মায়ের কোন তুলনা হয় না। ভাইয়া একটু সেবা-যত্ন করবেন দেখে শুনে রাখবেন। কারণ মা হারিয়ে গেলে আর কখনো পাবেন না। আল্লাহ আন্টিকে খুব দ্রুত সুস্থ করে তুলুক দোয়া কামনা করি।
আপু দোয়া করবেন আমার মায়ের জন্য, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন।
ভাইয়া আপনার মায়ের সুস্থতা কামনা করছি। আপনার মা অসুস্থ এটা জেনে খুবই খারাপ লাগলো। আসলে এই খবরটা খুবই কষ্টের। অনেক অনেক দোয়া রইলো ভাইয়া। আশা করছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
জি আপু মায়ের অসুস্থতা মানেই সবচাইতে খারাপ খবর আমার কাছে। যাইহোক দোয়া করবেন আমার মায়ের জন্য। ধন্যবাদ আপনাকে।
আপনার মা অসুস্থ শুনে খারাপ লাগলো ভাইয়া। আসলে মা-বাবা অসুস্থ থাকলে যেন কোন কাজে মন বসে না,আর কোন কিছুই ভালো লাগে না।মা পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ।আমি আপনার মায়ের সুস্থতা কামনা করছি ।আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন উনি আপনার মা কে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন।
সৃষ্টিকর্তার অশেষ রহমত ও সবচাইতে বড় নেয়ামত হলো মা বাবা। তাই মা অসুস্থ হলে আমি সবচাইতে বেশি ভেঙে পড়ি। দোয়া করবেন আমার মায়ের জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাই ভালো থাকবেন।