শ্রীকৃষ্ণ

in আমার বাংলা ব্লগ7 days ago

নমস্কার বন্ধুরা,

শ্রী কৃষ্ণ ঐতিহাসিক চরিত্র নাকি পৌরাণিক কাহিনীর নায়ক—এই প্রশ্নটি ভারতীয় চিন্তাধারায় বহু শতাব্দী ধরে আলোচিত।এই বিতর্কের মূল কারণ হলো, শ্রী কৃষ্ণ একদিকে ধর্ম, দর্শন ও ভক্তির কেন্দ্রীয় চরিত্র, আবার অন্যদিকে তাঁর জীবনের সঙ্গে যুক্ত কাহিনিগুলি মূলত মহাকাব্য ও পুরাণনির্ভর।ফলে ইতিহাস, প্রত্নতত্ত্ব ও ধর্মীয় বিশ্বাস—এই তিনটি স্তর মিলিয়েই বিষয়টি বিচার করতে হয়।

17676496966956767346093166173660.jpg

Image created by OpenAI


ধর্মীয় ও সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে শ্রী কৃষ্ণ নিঃসন্দেহে এক অপরিসীম প্রভাবশালী চরিত্র।তিনি মহাভারত-এর অন্যতম কেন্দ্রীয় নায়ক এবং ভগবদ্গীতা-র বক্তা।এই গ্রন্থগুলিতে কৃষ্ণকে কখনো কূটনীতিক, কখনো যোদ্ধার পথপ্রদর্শক,আবার কখনো পরম ব্রহ্মের অবতার হিসেবে দেখানো হয়েছে।পুরাণসমূহে তাঁর জন্ম, বৃন্দাবনের লীলা, রাসনৃত্য ও দ্বারকার রাজত্বের বিবরণ তাঁকে এক স্পষ্ট পৌরাণিক ও দैবসত্তার মর্যাদা দেয়।এই দৃষ্টিকোণ থেকে কৃষ্ণ মূলত ধর্মীয় কাহিনীর কেন্দ্রে থাকা এক দেবতুল্য চরিত্র

তবে ঐতিহাসিক দৃষ্টিতে দেখলে বিষয়টি এত সরল নয়।বহু গবেষক মনে করেন, শ্রী কৃষ্ণ সম্ভবত খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শেষভাগ বা প্রথম সহস্রাব্দের শুরুতে উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতে বিদ্যমান কোনো বাস্তব রাজনৈতিক ও সামাজিক নেতার স্মৃতি থেকে বিকশিত হতে পারেন।মহাভারতে বর্ণিত যাদব বংশ, দ্বারকা নগরী ও কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট কিছুটা হলেও ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সাযুজ্যপূর্ণ বলে অনেকে মনে করেন।বিশেষ করে গুজরাট উপকূলে দ্বারকার কাছে সমুদ্রতল থেকে পাওয়া প্রাচীন কাঠামোর নিদর্শন “দ্বারকা” নামের এক নগরীর সম্ভাব্য অস্তিত্বের দিকে ইঙ্গিত করে, যদিও তা সরাসরি শ্রী কৃষ্ণের সঙ্গে যুক্ত—এমন প্রমাণ এখনো চূড়ান্ত নয়।

আধুনিক ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করেন, শ্রী কৃষ্ণকে শুদ্ধ ঐতিহাসিক চরিত্র হিসেবে প্রমাণ করার মতো প্রত্যক্ষ দলিল নেই—যেমন সমসাময়িক শিলালিপি, মুদ্রা বা নির্ভরযোগ্য কালানুক্রমিক নথি।কিন্তু একই সঙ্গে এটাও স্বীকার করা হয় যে ভারতীয় সমাজে বহু ঐতিহাসিক ব্যক্তিত্বই কালের প্রবাহে দেবত্ব ও কিংবদন্তির স্তরে উন্নীত হয়েছে।ফলে কৃষ্ণের ক্ষেত্রেও বাস্তব মানবচরিত্রের উপর পৌরাণিক কল্পনা,ভক্তি ও দর্শনের আবরণ পড়ে তাঁকে এক বহুমাত্রিক সত্তায় রূপান্তরিত করেছে—এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সব দিক মিলিয়ে বলা যায়, শ্রী কৃষ্ণকে কেবল ঐতিহাসিক অথবা কেবল পৌরাণিক—এই দুইয়ের একটিতে সীমাবদ্ধ করা কঠিন। তিনি একই সঙ্গে ইতিহাসের সম্ভাব্য স্মৃতি ও পৌরাণিক কাহিনীর প্রতীকী রূপ।একজন মানুষের জীবন ও কাজ কীভাবে যুগের পর যুগ মানুষের বিশ্বাস, দর্শন ও সংস্কৃতির কেন্দ্রে উঠে আসতে পারে—শ্রী কৃষ্ণ তারই এক অনন্য উদাহরণ।তাই ইতিহাসের প্রশ্নে কৃষ্ণ বিতর্কিত হলেও, ভারতীয় সভ্যতা ও চেতনার ইতিহাসে তাঁর প্রভাব নিঃসন্দেহে বাস্তব, গভীর ও স্থায়ী।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.730269447428137 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.