নিয়ন্ত্রণে
নমস্কার বন্ধুরা,
সময়ের পালাবদলে একটা প্রশ্ন থেকে যায়,আমরা আসলেই কি ঠিক ছিলাম?আজকে এই ব্যস্ততম জীবনে দাঁড়িয়ে ফেরার তো আসলেই কোনো পথ নেই তবুও ভাবনারা আসে।
নিয়ন্ত্রণে তুমি ছেড়ে গেলে—
দরজা বন্ধ ছিল,
কিন্তু চাবিটা রেখে গেলে আমার হাতেই।
তুমি জানতেই,
আমি নিয়ন্ত্রণে থাকলে
ভেঙে পড়ি না সহজে—
তাই বিদায়টাকে সাজালে
স্বাভাবিকতার মুখোশে।
কথাগুলো মেপে বলা,
শেষ আলিঙ্গন সংযত,
কান্নাটাও যেন
শিডিউল মেনে বেরিয়ে গেল।
নিয়ন্ত্রণ মানে শক্ত থাকা নয়,
নিয়ন্ত্রণ মানে
ভেতরে ঝড় তুলে বাইরে শান্ত থাকা—
এই শিক্ষাটুকু তুমি দিয়ে গেলে।
তুমি চলে গেলে ঠিকই,
কিন্তু বিশৃঙ্খলা রেখে যাওনি,
শুধু এমন এক শূন্যতা
যেটা সামলাতে গিয়ে
আমি প্রতিদিন
আরও একটুখানি বড় হয়ে যাই।
নিয়ন্ত্রণে তুমি ছেড়ে গেলে—
আর আমি বুঝলাম,
সবচেয়ে কঠিন বিচ্ছেদগুলো
চিৎকার করে না,
চুপচাপ শাসন করে জীবন।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



