আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আশাতে বুক বাঁধি শুধু সব ঠিক হবে বলে,
ছন্দের আঘাতে তীব্র গতিতে কথাগুলো ডানা মেলে,
কথার আঘাতে মনকে বাঁচাতে নিরুপায় হয়ে থাকি,
একদিন হবে সব ঠিক তবে জানিনা সেদিন আসবে কি
লেখকঃ
লেখিকার অনুভূতি:
কথার আঘাত মানুষকে অনেক কষ্ট দেয়। তবে এই দিন আর থাকবে না, শুভদিন আসবেই।তবে সেই শুভদিনের অপেক্ষায় থাকে মন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কষ্টগুলো মুখে বলতে পারি না,
আমি দুঃখের মধ্যে ডুবি,
ঠিক হবে না কিছুই,
সে চিন্তায় আমার চোখে অশ্রু।
শান্তি দূরে, সুদিন দূরে,
এই ভাবনাতেই আমি ক্লান্ত,
তাইতো আমি প্রতিটি কষ্টে হারাই,
শান্তি কখনো আসবে না আমার হৃদয়ে।
হাসি আর খেলা দূরের কথা,
দুঃখেই কাটে দিনগুলো।
0.00 SBD,
3.61 STEEM,
3.61 SP
সেই দিন আসবে বলে,
আজও পথ চেয়ে থাকি।
দুখের সীমানা পার হয়ে,
সুখের পথে হাঁটি।
তাইতো বুক ভরা আশা নিয়ে,
কষ্টগুলো সহ্য করি আমি আপন মনে।
কষ্টের পরে সুখ আসবে,
এটাই ভেবে শান্তি লাগে আমার মনে।
প্রিয় মানুষের জন্য পথ চেয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে। আপনার সুন্দর অনু কবিতাটি পড়ে ভালো লাগলো ভাই। অনেক সুন্দর লিখেছেন।
আশায় বাঁধি স্বপ্ন, মন বলে সব হবে ঠিক,
মানুষের মুখনিঃসৃত বাণী করে আমায় দিকবেদিক।
মানব কুলের নিন্দা হতে বাঁচতে আমি
বাক রুদ্ধতা সর্বদাই অবলম্বন করি।
কোন এক নতুন প্রভাতে সব হবে ঠিক নিরালায় ভাবি,
ওহে সন্ন্যাসীবর বল আমায়,কবে আসবে সেই রজনী।
মানুষ সবসময়ই আশায় নিজের স্বপ্নগুলো বেঁধে থাকে। আশা আছে বলে মানুষ পৃথিবীতে এখনো বেঁচে আছে। অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন ভাই পড়ে ভালো লাগলো।
এ জীবন বড় মধুময়
কষ্ট যদি থাকে মনে,
আঘাত দেয় যদি ক্ষণে ক্ষণে,
তবুও হৃদয় আমার হাসবে
তোমারই প্রতীক্ষায় থাকবে।
এক বুক আশা নিয়ে সবাই বাঁচে,
কষ্টের পর সুখ আসে,
তাইতো আমি অচেনা এক পথে
দাঁড়িয়ে আছি তোমারি অপেক্ষায়,
দুজনে মিলে হারিয়ে যাবো দূর অজানায়।
0.00 SBD,
3.53 STEEM,
3.53 SP
আসলেই আপু কষ্টের পর সুখ আসবে এটাই স্বাভাবিক। সুখের জন্য অপেক্ষা করতে হয়। অনেক সুন্দর একটি অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো।
কথার বিষে বুক ভেঙে যায়
কথায় ভাঙে মন
হয়ত আবার কাটবে সেসব
হাজার মনকেমন।
লাগলে কথা বুকের মাঝে
ঝড় ওঠে তার ফলে
মুখের হাসি, চোখের দিশা
একই সঙ্গে জ্বলে।
ভেদ করে নিই কান্নাহাসি
ভেদ করি সব বাধা
হয়ত তখন বুকের মধ্যে
সকল কষ্ট বাঁধা।
0.00 SBD,
3.51 STEEM,
3.51 SP
বাহ্ দাদা ছন্দে ছন্দে চমৎকার অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো।
হৃদয়ের গহীনে আশাতে বুক বাঁধি
স্বপ্ন গুলো পূরণ হবে পরিস্থিতির অনুকূলে,
দিন যায় রাত আসে স্বপ্ন গুলো উড়তে চায়
মনের আকাশে তবু উড়তে যে মানা পরিস্থিতির প্রতিকূলে।
কথা আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয়
তবু হৃদয় আশা রাখি শান্তিময় মিষ্টি কথার বাণী,
সময় চলে যায় হৃদয়ের ক্ষত গভীর হয়
নিরুপায় মনে তবুও প্রত্যাশা আসবে সু উক্তি।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আশার আলোয় আঁকা প্রতিটা দিন নতুন করে ভাঙে,
নিঃশ্বাসে বিষাদ ছড়ায়, তবুও স্বপ্ন আবারও জাগে।
নিঃশব্দে ব্যথার বৃষ্টি মোরে স্নান করিয়ে যায়,
মনের গহীনে লুকানো কষ্ট চোখের কোণায় ধায়।
অপেক্ষার বাঁধনে বন্ধী, তবু মুক্তি খুঁজি মনে,
খুশির খোঁজে প্রতিটি দিন স্বপ্নের বাঁধনে।
সব ঠিক হয়ে যাবে একদিন, এমন বিশ্বাসে হাঁটি,
অজানা সেদিনের দিকে বেয়ে বয়ে যাই নিরব রাতি।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
কষ্ট গুলো মুখ বুজে সহ্য করি,
আমি শান্তির আশাতে,
ঠিক হয়ে যাবে একদিন,
সেই আশাতেই হাসি ফোটে আমার মুখে।
শান্তি মিলবে সুদিন আসবে এটাই আমি ভাবি।
তাইতো আমি সাহায্য করি হাজারো কষ্টগুলো,
শান্তি একদিন আসবে ফিরে আমার মনের মাঝে।
হাসবো খেলবো কাটাবো আমি শান্তিময় দিনগুলো।
সুন্দর হয়েছে আপনার লেকা কবিতা অংশটুকু
জীবন চলে যায় জীবনের নিয়মে,
হৃদয় পরে থাকে হাজারও আঘাতে,
বুঝে না কেউ, দেখে না কেউ,
মনের গভীরে লুকানো সে ব্যাথা।।
আমি চলি শুধু আমারই মতো,
আঘাতের ব্যাগ কাধেঁ জড়িয়ে,
জানি দেখিবো না আলো ,
তুলিয়ে যাবো একদিন আঘাতের আধাঁরে।।
হৃদয়ের গভীরের ব্যথা আসলে কেউই অনুভব করতে পারে না। অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো আপু।
হয়তো কিছু স্বপ্ন থামে,
কিছু আবার উঠে চলে,
ভরসার মেঘে ঢেকে যায়
পথ যেদিকে যায় তলে,
মন মাঝে মাঝে হারায়,
মাঝে আবার ফিরে পায়,
আশা থাকে একা,
তবে জানি,
একদিন সে পাবে সায়।