আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৪


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

হ্যারিকেনের সামনে দুলতে দুলতে
ফুরিয়ে যেত অবুঝ সন্ধে
অনেক জানা-অজানার নতুন পথে
পা ফেলেছি জগত চিনতে

ওরে বল রে তোরা বল রে সবাই
কেমন ছিল রঙিন ছেলেবেলা
আজও কি আছে সমস্ত ছাতিম
লেবু গন্ধের গোধুলিখেলা ?

লেখক

@neelamsamanta

লেখক এর অনুভূতি:

জগতের অন্ধকার পথে হারিয়ে গিয়ে ছেলেবেলার রঙিন স্মৃতি উসকে দিতে চেয়েছেন লেখিকা। আমার অন্তত তাই মনে হয়েছে। আপনাদের কি মনে হলো সেটা অবশ্যই জানাবেন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 21 days ago 

ছোট্টবেলার সে কথা
হয়তো গেছি ভুলে আমরা,
এক্কাদোক্কা খেলা আর কত না খেলা।
ঝড়ের দিনে আম কুড়াতে
হতো না কত মজা,
স্মৃতির পাতায় জমা
আজ সেসব কথা।
কোথায় হারিয়ে গেল
সেই স্বপ্নময় সোনালী দিনগুলো
আজও মনে পড়ে
সেই ছোট্টবেলায় ফিরে যেতে ইচ্ছে করে।

 21 days ago (edited)

ঘুমকাতুরে খুব ভোরে, যেতে হতো পাঠশালায়।
মায়ের শত পাহারাতেও, ঘুমাতামনা দুপুর বেলায়।
পাড়ার সকল বন্ধুরা মিলে, মেতে উঠতাম খেলায়।
মায়ের অভিযোগ ছিলো, "আমাকে খুব জ্বালায়"।

আজ নব্যশিশুর চিৎকারে উজাড় হয়না সারা গাঁ।
ইলেক্ট্রিক গ্যাজেটের জন্য, মাঠ থাকে ফাঁকা।
আজ আর কেউ দৌড়ায় না, সাইকেলের চাকা।
কেমন এক বোবা শৈশবে চারদিক রয়েছে ঢাকা।

 21 days ago 

ভোরের রোদে খেলে শীতল হাওয়া,
স্মৃতিরা নিয়ে আসে নস্টালজিয়া।
বালতির জল, সাদা বালির চরে,
দৌড়ের ছন্দে হেসে ওঠে জ্বলে।

ওরে বল রে তোরা, সুরম্য ছিল দিন,
কেমন ছিল খেলা, হৃদয়ের কিনারায়।
আজও কি রয়ে গেছে সেই পাখির গানে,
ছোট্ট মনে ঝরে পড়া সব স্বপ্নে।

 21 days ago 

ছেলেবেলার সেই যে দালান
সেই যে মিঠি রোদ
এখন শুধু বড় হওয়ার
বিপন্ন শোধবোধ

হারিয়ে যাওয়া পেন্ডুলামে
রঙিন দোলাচল
রয়ে গেছে অনেক দূরের
সামান্য সম্বল

সেইটুকুকেই স্মৃতি করে
হাতড়ে চলি মোরা
ছেলেবেলার সবটুকু তাই
সোনার জলে মোড়া।

 21 days ago 

সন্ধ্যায় মিঠি মিঠি জ্বলে ওঠা সেই লন্ঠন
হারিয়ে গেছে তা,হয়েছে অতীতের নিদর্শন
বিজ্ঞানের এই আধুনিক অগ্রযাত্রায়
ছুটে চলেছে সবাই নতুন নিশানায়।

ওহে পথিকবর, কেউ তো বল;
কেমন ছিল অতীতের দিনগুলো?
আজও কি বিকেল হলেই কভুও,
মাঠে বল নিয়ে ছুটে চলে খোকাগুলো?

 21 days ago 

নেই গো নেই সেই গন্ধে মাখা গোধূলী বেলা,
খেলেছি যখন মনের আনন্দে অবুঝ মোদের মন নিয়ে,
কোথায় পাবো, কোথায় যাবো স্মৃতি মাখা সেই দিনের জন্য?
আসিবে না ফিরে সোনার ফ্রেমে বাঁধানো সেই সময় গুলো।।

মনে কি পড়ে বন্ধু ওগো
কতদিন রাত মোদের যেত কেটে?
গল্প গানে মেতেছিলাম মোরা,
সোনালী সেই যুগের তালে।।

 20 days ago 

হ্যারিকেনের স্বচ্ছ কাচগুলিতে জমেনা কালি
গোধূলী সন্ধ্যেগুলি হয়েছে চোরা বালি,
নতুনের মাঝে হারিয়ে গেছে চেনা-অচেনারা
হেঁটে চলেছি দূরের গন্তব্যে হয়ে মাতোয়ারা।

রঙিন ছেলেবেলাগুলিতে জমেছে ধুলো
কেমন ছিল ছেলেবেলার খেলাগুলো,
আজো কী আছে সমস্ত ঘোড়া দৌড়
কাঠি লজেন্সের সেই পুতুলমেলার ভোর?

 21 days ago 

বিকাল হলেই ছুটে যেতাম মাঠে-ঘাটে,
খেলতাম আমরা সবাই মিলে একই সাথে।
আনন্দ আরো হইহুল্লে কাটতো ছোটবেলা,
স্মৃতির পাতায় রয়েছে আমার শুধুই যে জমা।

তাইতো আমরা ফিরে যেতে চাই,
ছোটবেলার সেই দিনগুলোকে,
পাবো কি আবারো ফিরে,
স্মৃতিময় সেই রঙিন দিনগুলো।

 21 days ago 

কৃষকেরা লাগল নিয়ে,
ফিরতো ঘরেতে,
বাড়ি এসে দেখতো তারা,
হ্যারিকেনের আলো জ্বলছে মিটমিট করে।

স্মৃতিময় সেই দিনের কথা,
আজও মনে পড়ে আমার খুবই একা।
ভাবতে লাগে ভালো,
বন্ধুদের সাথে খেলেছি যে কত।

তাইতো আবারো ফিরে যেতে ইচ্ছা করে,
সেই পুরনো দিনগুলোতে,
বন্ধুদের সাথে খেলবো বৃষ্টিতে ভিজে ভিজে।
সন্ধ্যা হলে বাড়িতে আসবো,
মায়ের করা শাষনে।

 21 days ago 

ওরে বল রে তোরা বল রে সবাই
কোন সে ঝড়ে উড়ে গেল কাগজের নৌকো
কে যে বাঁধল কল্পনার ঘুড়ি
ভাঙল খেলার কাঠের ঘোড়া বাউকো।

তবু সে দিনের ধুলো-মাখা রোদ
মনে পড়ে কি কখনো রে তোদের?
হয়তো কোথাও মিশে আছে এখনো
ছোটবেলার সেই সোনালি দুপুরের।