আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১ by abb-fun
আজকের অনু কবিতাঃ
ডানা মেলে দূর আকাশে উড়ার তীব্র ইচ্ছে,
আটকে যায় ইচ্ছে ঘুড়ি নাটাইটা রোজ ছিড়ছে।
থমকে যাওয়া কিংবা থামিয়ে দেওয়ার সে তীব্র যন্ত্রণায়,
বুঝতে কি পাও, আঘাত করেছো শত কুমন্ত্রণায়।
ঘুরে দাঁড়ানোর সে ভয়ংকর রাত্রিগুলো দেখতে কি পাও?
সে হিমশীতল আর্তনাদ এর শব্দে থমকে কি যাও?
সে করুণ আঁখির নির্লিপ্ত চাহনি এড়িয়ে কেনো যাও?
আয়নায় নিজের প্রতিচ্ছবি নিজে সত্যিই খুঁজে কি পাও?
তোমার চেহারায় আজ অন্য তুমি,
তোমার কণ্ঠে আজ অহংকার এর প্রতিধ্বনি।
তোমার বিহনে ডুবেছিলাম কোনো এক দ্বিপ্রহরে আমি,
ভুল প্রমাণে লিপ্ত,ঠকিয়ে জিতেও হেরেছ তুমি।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
কিছু কিছু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে।সে স্বপ্নে তারা কোনো এক মানুষকে নিজের প্রতিচ্ছবি ভাবে।সে প্রতিচ্ছবিকে নিজের শ্রেষ্ঠ ভরসা হিসেবে ভাবে।আর সে শ্রেষ্ঠ ভরসার জায়গাটা যখন দুমড়ে মুচড়ে যায় তখন সে মানুষটা অসহায় হয়ে পরে।হয়তো পরমূহুর্তে সে ঘুরে দাঁড়ায়।কিন্তু পুরোনো সে ক্ষত শুকিয়ে গেলেও দাগটা থেকে যায়।হয়তো কোনো একদিন ঠকানো মানুষটাও বুঝতে পারে নিজের ভুল।কিন্তু শুধরানোর সময়টা খুব একটা থাকেনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এ দুনিয়ায় ভালোবাসার অভিনয় দেখে আজ ক্লান্ত আমি,
অভাবী এ মন,সদাই চাইছে এক অকপট মন এমন একটা তুমি,
যে তুমির স্পর্শে এ হৃদয় বিগলিত হয়ে উঠবে,প্রসন্ন হবেন অন্তর্যামী-
সর্বদাই আশ্বাস খুঁজে, বিতাড়িত মনে সবটাই যেন লাগে ভন্ডামি।
আপনি কিন্তু আসল মিনিং টা ধরেই এগিয়েছেন।সুন্দর লিখেছেন।
অনেক ধন্যবাদ। ❤
আমার ইচ্ছেরা আজ ছেড়া তার,
যা ছিটকে আঘাত করে বারবার।
তোমার দেওয়া আঘাতে আমি জর্জরিত,
অভিনয় দেখতে দেখতে আজ বড্ড ক্লান্ত।
হৃদয় ফাটানো কান্না তুমি শুনতে কি পাও?
রাত্রির মতো যন্ত্রণাগুলি কি অনুধাবন করতে পারো?
বারবার বাহানা ও অজুহাতে কেন তুমি ভাসমান?
নিজেই নিজের বিবেককে কি কখনো প্রশ্ন করো?
তুমি পাল্টে গেছ মায়াবী দুনিয়ায়,
যেখানে মেলে শুধুই দাম্ভিকতার পরিচয়।
তোমাকে নিয়ে সমস্ত স্বপ্নে বিভোর ছিলাম আমি,
সেটা শুধুই ছিল ভ্রম ও মিথ্যা আশ্বাসবাণী।
একেবারেই পারফেক্ট অর্থটি ধরতে পেরেছেন কিন্তু আপনি।
হি হি,চেষ্টা করলাম আপনার মতো করে আপু।ধন্যবাদ আপনাকে।
ঠকেছি আমি, আমার প্রেম আর ভালোবাসা
যেটুকু দিয়েছিলাম উজাড় করে তোমারি তরে
ভাবিনি আমি কখনো, হেরে যাবে আমার প্রেম
তোমার ভিতরে সেই তুচ্ছ অহংকারের তরে
কি হারালে তুমি জীবনের তরে
ভেবেছ কি তুমি কোন নিস্তব্ধ রাতে
ভাবি নাতো আজ তোমাকে নিয়ে
যে কিনা প্রেম অস্বীকার করে অহংকার তরে।
একদম,আসলেই কিছু মানুষ বুঝেনা তারা কি হারিয়েছে।
সংঘাতে সংঘাত মনের ভিতর বইছে ঝড়
জলোচ্ছ্বাসের মতো হৃদয়ের মাঝে হচ্ছে তোলপাড়
উত্তাল বিশাল সমুদ্রে আমি বিদ্রোহী, তোমার মিথ্যে অভিযোগে
সম্পর্কের প্রতারণায় তুমি বিজয়ী, ঠকবাজির খেলায় এগিয়ে।
এক কথায় অসাধারণ হয়েছে ভাই আপনার অনু কবিতা।
বাহ, অসাধারণ লিখেছেন ভাইয়া।
কিছু মানুষ সবসময় প্রতারণাতেই বিজয়ী হতে পারে আসলে।
ডানা মেলে দূর আকাশে
উড়ছো যখন তুমি,,
তোমার কাছে আমি তখন
নিছক মরুভূমি।
অস্তিত্বটা ভুলে গিয়ে
ভেবেছো হলাম রাজা,
তাইতো তোমার বুক কাঁপেনা
দিতে কাউকে সাজা।
অহংকারী হয়েছো তুমি
ফল জানোনা তার,
ছেড়ে দিলেও বিধাতা
দেন না কভু ছাড়।
অহংকার পতনের
মূল চাবিকাঠি,,
আকাশ থেকে পড়ে গিয়ে
দেখবে সব মাটি।
♥♥
সুন্দর হয়েছে,বিশেষ করে লাস্ট ৪ লাইন অর্থপূর্ণ বেশ।
♥♥
এক কণা চোখের জল যদি পড়ে,
সেই জলের কণা শুধু তোমারি কথা বলে।
অন্তরের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত বিরহের পরও শুধু তোমাকেই ভালোবেসে যাই।।
এই ভালোবাসার এই হলো সমস্যা!কষ্ট দেওয়ার পরেও পিছপা হয়না।
স্বপ্নে তুমি আসবে প্রিয়া;
স্বপ্নে চলে যাবে,
স্বপ্ন ভেঙে গেলে প্রিয়া;
অন্যের হয়ে যাবে,
বাস্তবের এই দুনিয়ায়;
স্বপ্ন তোমায় নিয়ে,
হবে না তুমি বাস্তব;
সেটাও আমি জানি,
ঘুমের ঘোরে আঁকি আমি;
তোমার প্রতিচ্ছবি,
জেগে উঠে দেখতে পাই;
মুছে গিয়েছে প্রতিচ্ছবি,
সময় থাকতে তুমি প্রিয়া;
বাস্তব হলে না,
সময় গিয়েছে চলে তাই
তোমার হবো না,
কষ্টগুলো বুকে নিয়ে,
থাকবো আমি আমার নিয়ে।
আজকের অনুকবিতা বেশ কঠিন মনে হল। আমার মত কবিতা লিখতে না পাড়া মানুষগুলোর এই চার লাইন লিখতে গিয়ে দাঁত ভেঙে হাতে চলে আসার মত অবস্থা! আপনার কবিতা লেখার যা গাঢ়ত্ব তা আমি এ জন্মে ছুঁতে পারব না। 😰
খুব ভালো লেখেন।আর ভীষণ পরিনত লেখা।
হাহাহা,চেষ্টা করা হয় জাস্ট।আপনি তো ভালোই লিখেছেন।
স্বপ্নরা মেলুক ডানা
স্বপ্ন দেখতে নেই কো মানা।
আমার স্বপ্ন আমি দেখবো,
সাধ্যের মধ্যে পূরণ করবো।
স্বপ্ন আমার ভেঙ্গে দিলে
হারিয়ে যাবো আকাশের নীলে।
স্বপ্ন গুলো পূরণ হোক সবার,
খুলে যাক রঙিন স্বপ্নের দুয়ার।
ছন্দ মেলানো বেশ ভালো হয়েছে।
বিবেকের যন্ত্রনায় দংশিত হবে তুমি
প্রতিদিনই তোমার জীবন হবে মরুভূমি।
অহংকারের পতন হয় সকলে তা জানে
পতনের ওই পথে তুমি পা বাড়ালে জেনে।
মিছে সুখ উল্লাসে মেতে সব ভুলেছ তুমি
তোমার জন্য নেইকো বসে হেরে যাওয়া আমি।
একদম তাই,পতন হয় ই আসলে।