আবেগের কবিতা || হৃদয়ের রক্তক্ষরণ || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং যথারীতি ব্যস্ত সময় পার করছি। কিন্তু বাস্তবতা সময়গুলোকে আরো বেশী কঠিন করে দিচ্ছে, যেমন মাসের ১৮ তারিখ হয়ে গেলো কিন্তু এখনো গত মাসের বেতন হয়নি অফিসে। বুঝতেই পারছেন ব্যস্ততার সাথে হৃদয়ের অস্থিরতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। গতিশীল জীবনে আমাদের অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আবার সবটা মানিয়ে জীবনের গতিশীলতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করতে হয়, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতা, নানাভাবে আমাদের জীবনে বার বার ফিরে আসে।

যাইহোক, স্টিমিট এর কারনে একটা সাইড ইনকাম আছে বলে হয়তো আমার সমস্যা হচ্ছে না, কিন্তু অফিসের অন্যদের অনুভূতিগুলো একটু চিন্তা করে দেখুন, তাদের মানসিক অবস্থা কেমন আছে এখন? সামনে ঈদ, হয়তো কম বেশী সবাই নানা প্লান করে রেখেছেন, কিন্তু সবগুলোই এখন পর্যন্ত হয়তো স্বপ্ন হয়েই আছে। থাক সেসব কথা, তার চেয়ে একটা কবিতা পড়ি। তবে অবশ্যই সেটা আনন্দময় অনুুভূতির জন্য, কারণ উপরের কথাগুলো পড়ার পর হয়তো হৃদয়ের চঞ্চলতা কিছু সময়ের জন্য থেমে গেছে। তাই আজকে বিষাদপূর্ণ ভালোবাসার অনুভূতি নিয়ে একটা কবিতা লিখেছি, চলুন তাহলে সেটা পড়ে দেখি-

desert-8592629_1280.jpg

চারপাশে সব আপন কায়া
আপন ভাবতে পারি না কাউকে,
চারপাশে সব বিশ্বাসের ছায়া
বিশ্বাস করতে পারি না কাউকে।

আপন কায়ায় বিঁধেছে স্বার্থের তীর
হৃদয়ের গভীরে হয়েছে ক্ষত,
ভালোবাসার ছায়ায় অবিশ্বাস জন্মেছে
হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে অবিরত।

বিনয়ের সাথে বিমল অভিসন্ধি
মুখোশে আড়ালে হয় জাগ্রত,
কায়দার সাথে পরিশুদ্ধ নিষ্পত্তি
সম্পর্কের আড়ালে রয় বিচ্যুত।

ভাবতে ভাবতে গভীর হয় রাত
ভাবনাগুলো রয় অসম্পূর্ণ,
ঠকতে ঠকতে যন্ত্রণা হয় দ্বিগুণ
অনুভূতিগুলো রয় বিবর্ণ।

তবুও বিশ্বাসের পাশে ভালোবাসা
অবিশ্বাসের মাঝেও সংযুক্ত সম্বন্ধ,
স্বার্থের ছায়ায় বিচলিত হৃদয়
অনিশ্চয়তার সাথে ছুটছে প্রতিনিয়ত।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

তোমায় দুঃখে আমি ছিলাম সারা বেলা
আমার দিনে তোমার নাহি পাইলাম দেখা
বিশ্বাস,আশা, ভরসা দিয়েছিলে সবি
আমি যেন তোমারি আশেপাশে থাকি।

আমায় ছেড়ে বহুদূরে আছো সুখে
কেন দেখা দাও বার-বার শুকতারা হয়ে।

 10 months ago 

বর্তমান সময়ে এক রকম ইনকামে সবকিছু সামলানো অনেক কঠিন। তবুও সবাই কষ্ট করে চলছে।যাইহোক কবিতায় আসি,এখানে মানুষের মধ্যে বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব ফুটে উঠেছে। আসলে স্বার্থের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, যা হৃদয়ের ক্ষত সৃষ্টি করে। তবুও, ভালোবাসা এবং বিশ্বাস মানুষের মনকে একত্রিত করে। যদিও যন্ত্রণা ও অনিশ্চয়তা সবসময় সঙ্গী থাকে তবুও জীবনকে চালিয়ে নিতে হয়। হয়তো মনের মত হয় না এই আরকি।

 10 months ago 

সবার জন্য দোয়া রইল কঠিন সমস্যাগুলো থেকে যেন সুন্দর একটি সমাধান হয়ে যায়।বর্তমান সময়টা সবকিছু মিলিয়েই অনেক কঠিন। সম্পর্ক টাকা ভালোবাসা সবকিছুতেই কেন জানি অবিশ্বাস। তারপরও কিছু সত্যিকারের ভালবাসার কাছে সব হার মেনে যায় । দারুন কবিতা লিখেছেন ভাই পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

বেতন যদি সময়মতো না পাওয়া যায়, তাহলে আসলেই মেজাজ খারাপ হয়ে যায়। কারণ সংসারের মানুষজন কিন্তু বেতনের আশায় বসে থাকে। বেতন পেলে এটা করবে, সেটা করবে, এই আর কি। যাইহোক সবাই দ্রুত বেতন পেয়ে যাক,সেই কামনা করছি। বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

হৃদয়ের রক্তক্ষরণ খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আজকের কবিতাটির নাম "হৃদয়ের রক্তক্ষরণ"।সত্যি কথা বলতে হৃদয়ের রক্তক্ষরণ হোক আমরা তা চাই না।হৃদয় ভালোবাসায় শীতল থাকুক এমনটাই চাওয়া।যেহেতু কবিতাটি আবেগের তাই আবেগী হয়ে গেলাম আবৃত্তি করে।দারুন লিখেন কবিতাগুলো।শব্দ, ছন্দ সবকিছু মিলে দারুন লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।