আমার যতো ভুল নীতিকথা- প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি? না নতুন কিছু বলার নেই যথারীতি আগের মতো নাও থাকলেও নিজের মতো আছি। আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক আছি। হয়তো আমার দৃষ্টিতে আপনি ভালো আছেন আবার আপনার দৃষ্টিতে আমি ভালো আছি কিন্তু প্রকৃত অবস্থা হলো যার যার অবস্থানে সে সে ঠিক আছে। তবুও একটা কথা থাকে একটা প্রশ্ন থাকে আর সেটা হলো নীতি। না শুধু কথার দিক হতে না বরং বাস্তবায়নের দিন হতে নীতি ধরে রেখে আপনি কতটা ভালো আছেন আর আমি কতটা ভালো আছি, সেটা হলো আসল প্রশ্ন। আজকাল অবশ্য এসব নিয়ে আর কথা বলতে চাই না, আসলে বলতেও ইচ্ছে করে না, কারন সবাই নীতি কথা শুনতে পছন্দ করেন কিন্তু নীতিবানদের সাপোর্ট করতে কেউ এগিয়ে আসেন না। বলতে পারেন আধুনিক ও উন্নত সভ্যতার সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিক এটি, না না আপনারা কি ভাবেন সেটাতো জানি না তবে আমার দৃষ্টিকোন হতে এটা বললাম।

আসলে মানুষ কি ভাবে সেটা আমি জানি কিন্তু তবুও আমি আমার অবস্থান হতে নড়তে চাই না। আপনারা জানেন কিনা আমি জানি না, হয়তো বলেছি আবার হয়তো বলি নাই। আমি কিন্তু আমার পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কারন নীতিকথা। সেদিন কেউ আমাকে সমর্থন করে নাই আমি একদম শূণ্য হাতে বাড়ি হতে বেরিয়েছিলাম কিন্তু আমার স্ত্রী পাশে ছিলো এবং আমাকে সমর্থন করেছিলো। হয়তো মন হতে করেছিলো কিংবা স্বামী হিসেবে করেছিলো। আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিলো সেই মুহুর্তটা কিন্তু আমি ঘাবড়ে যাই নাই আমি নিজের অবস্থান হতে সমঝোতা করি নাই। হয়তো আপনারা বেশী শিক্ষিত, তাই সুযোগ সুবিধা আদায় করে নেয়ার জন্য সমঝোতাকে বেশী সমর্থন করেন কিন্তু আমি একটু ঘাড় তেড়া টাইপের মানুষ, যেটা বলি সেটা করেই থাকি, কেউ পাশে থাকুক কিংবা নাই থাকুক। আমার পথে আমি অটল থাকবো।

IMG_20221204_132246.jpg

হ্যা, পরিবারের সাথে এখন আমার ভালো সম্পর্ক, কারন সেই নীতি হতে আমি সরে যাই নাই এবং তারাও কিছুটা বুঝতে পেরেছেন প্রকৃত বিষয়টি কিংবা আমার অবস্থানটি। আসলে মানুষ অনেক কিছুই বুঝতে পারে কিংবা উপলব্ধি করতে পারে কিন্তু সমস্যা হলো সেটা সঠিক সময়ে না বরং সময় চলে যাওয়ার পর কিংবা অনেক কিছু ঘটে যাওয়ার পর। যাইহোক, আমি ভাগ্যকে চরমভাবে বিশ্বাস করি, তাই নীতির জায়গা হতে আমি কোন রকমের সমাঝোতা করতে রাজি নই। হ্যা বলেতে পারেন আমি নিজেও শতভাগ ভালো নই, আসলে সোনার মাঝেও খাত থাকে এটা থাকবেই। আমার মাঝেও সেটা রয়েছে এবং থাকবে, কারন আমি রক্তে মাংসে মানুষ, ফেরেস্তা বা অন্য কিছু নই। তবে যতটা সম্ভব সব কিছুকে নিজের নিয়ন্ত্রনে রাখতে চেষ্টা করি।

IMG_20221204_132141.jpg

IMG_20221204_132156.jpg

IMG_20221204_132205.jpg

আর একটা বিষয়, সেটা হলো মানুষ নীতির বিষয়টি বুঝে না বরং উল্টো বিষয়টি খুব সহজেই বুঝে যায়, সবাই ভাবে আমি হয়তো অন্যদের দেখে হিংসা করছি কিংবা অন্যদের সুযোগ সুবিধা আমাকে যন্ত্রণা দিচ্ছে। আসলে এই জায়গায় সবচেয়ে বেশী কষ্ট হয় কারন মানুষ যখন উল্টোটা বুঝে, কাছের মানুষগুলো যখন ভুল বুঝে, সেটা তখন বিষাক্ত তীরের ন্যায় হৃদয়ে আঘাত করে। কিন্তু তবুও আমি নিরবে যন্ত্রনাগুলোকে সহ্য করার চেষ্টা করি কারন আমি বিশ্বাস করি একদিন সবাই প্রকৃত অবস্থাটা বুঝতে পারবে, তাদের সঠিক উপলব্ধি হবে। হোক না আমার কিছু ক্ষতি, সেটা বুঝেই তো নীতির কথা বলতে শিখেছি। আসলে বাস্তবতা আমাদের প্রতিনিয়ত চোখে আঙ্গুল দিয়ে প্রকৃত অবস্থান বুঝার সুযোগ করে দেয় কিন্তু আমরা হয় একটু বেশী বুঝি না হয় একটু কম বুঝি, প্রকৃত বিষয়টি কখনোই সঠিকভাবে বুঝতে পারি না।

IMG_20221204_132210.jpg

IMG_20221204_132222.jpg

IMG_20221204_132238.jpg

যাইহোক, মানুষতো মানুষই তাই হয়তো তারা কখনো নিজের বৈশিষ্ট্য হতে বের হয়ে আসতে পারে না, যেমন আমিও মাঝে মাঝে পারি না। সমস্যার গভীরে পরে যাই এবং নিজের অবস্থান হতে মাঝে মাঝে নিশ্চুপ হয়ে যাই, সঠিক ভাবে কিংবা সংগ্রামী হয়ে বিদ্রোহ করতে পারি না। মাঝে মাঝে মনে হয়ে সামাজিক শেকলে হাত পা সবই বন্দি, তাই ইচ্ছে থাকা সত্বেও হাত পা নাড়াতে পারি না। তবে হ্যা, মনের অবস্থান হতে যতটা সম্ভব অটল থাকার চেষ্টা করি। জানি না শেষ পর্যন্ত কতটা পারবো, এখনতো বয়স হয়ে গেছে, অনেকটা বুড়ো হয়ে গেছি, পারিবারিকভাবেও অনেক কিছুতে সিদ্ধান্ত গ্রহন করতে বেগ পেতে হয়। দেখা যাক সময়ই সব বলে দিবে, হয়তো আরো বেশী কঠিন হবে না হয় আরো বেশী সহজ হয়ে যাবে।

IMG_20221204_132304.jpg

IMG_20221204_132606.jpg

IMG_20221204_132619.jpg

আজকে কুমিল্লা ভ্রমনের আরো কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিবো। দৃশ্য মানে প্রকৃতির দৃশ্য, যা আমি সর্বদা উপভোগ করার চেষ্টা করি। দৃশ্যগুলো কুমিল্লার এলাহাবাদ হতে ক্যাপচার করেছিলাম। বেশ সুন্দর একটা গ্রাম, চারপাশে কৃষি জমি এবং মাঝে মাঝে সুন্দর সবুজে ঘেরা গ্রাম। আশা করছি দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20221204_132642.jpg

IMG_20221204_132653.jpg

IMG_20221204_143044.jpg

তারিখঃ ডিসেম্বর ৪, ২০২২ইং।
লোকেশনঃ এলাহবাদ, কুমিল্লা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

নীতি কথা সবাই শুনতে পছন্দ করে কিন্তু নীতিবানদের কেউ সাপোর্ট করে না, দিনশেষে এ কথাটাই সত্য! সবাই বলবে কাজ ঠিক আছে, এগিয়ে যাও! যখন সাহায্যের প্রয়োজন হয়, তখন আর কাউকে পাশে পাওয়া যায় না। তবে মানুষের উপলব্ধিটা হয় একটু দেরিতে! তখন হয়তো অনেক দেরিও হয়ে যায়। তবে বুঝতে তো পেরেছে! আপনার জায়গা থেকে শক্ত আছেন এটাই ভালো। যাক, গ্রামটা বেশ সুন্দর। সবুজে ঘেরা বলা যায়

 last year 

সেটাই ভাই দিন শেষে সবাই নিজের আসল চরিত্রটা ফুটিয়ে তোলে। কিন্তু মুখে ঠিকই নীতি নীতি বলে চিল্লাচিল্লি করে। আর সময় শেষে সঠিক বিষয়টি বুঝতে পারলেও সেটা কোন কাজের থাকে না আর।

 last year 

জ্বি ভাইয়া ঠিক বলেছেন 🌼🦋

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার কথা এবং এই স্ট্রিক্ট ক্যারেক্টার আমার কাছে খুব ভালো লাগে।আমি নিজেও চেষ্টা করি নিজের জায়গাতে অটল থাকার।বয়স খুব বেশি না হওয়ায় হয়তো অনেক সময় চুপ থাকতেই হয় তবুও আমি যতটুকু পারি বুঝাই যে আমার জায়গা থেকে আমি অনড় থাকবো সবসময়। সত্যি বলতে,গত দুইদিন থেকে মায়ের সাথে একটু ঝগড়াই চলছে এমন একটা বিষয় নিয়ে।

সুন্দর ছিল ফটোগ্রাফিগুলো। শুভ কামনা রইলো।

 last year 

ধন্যবাদ ভাই, নিজের ব্যক্তিত্ব ধরে রাখার মাঝেই আমি সফলতা দেখি, আত্মতৃপ্তিটাই বড় কথা।

 last year 

ভাইয়া আপনার আলোচনাটা পড়ে অনেক ভাল লাগলো। যারা নীতিতে অটুল থাকে তারা একদিন না একদিন সফল হবেই। হয়তো সাময়িক ভাবে কিছুটা কষ্ট হবে তবে শেষ হাঁসিটা তারাই হাঁসে। আমি আপনার সাথে এক মত নীতিতে অটল থাকার মাঝেই তৃপ্তি। ধন্যবাদ ভাইয়া।

 last year 

জ্বী, হয়তো সামাজিক দৃষ্টিকোন হতে অসফল থাকবে কিন্তু মনের দিক হতে শতভাগ সফল। ধন্যবাদ

 last year 

আসলে আমাদের চারপাশের মানুষগুলো বড়ই অদ্ভুত। মুখে শুধু নীতি কথা বলে কিন্তু কাজের বেলায় সম্পূর্ণই বিপরীত। আসলে এমন কিছু মানুষ আছে যারা শুধু মুখেই বলে সে নীতিবান। অন্তর দিয়ে কখনো সেই কাজগুলো করে না। ভাইয়া আপনি আপনার নীতিতে সবসময় অটল থাকেন দেখে সত্যি ভালো লাগে। আসলে একটা সময় হয়তো আপনার পরিবার আপনাকে ভুল বুঝেছিল। কিন্তু আপনার জীবনসঙ্গিনী অর্থাৎ আমাদের প্রিয় ভাবি আপনার সাথে ছিল বলেই আজও আপনি নিজের নীতিতে এখনো অটল আছেন। আসলে একজন ভালো জীবনসঙ্গিনী পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেটা আপনি পেয়েছেন। যাইহোক ভাইয়া কুমিল্লা ভ্রমণের ফটোগ্রাফি গুলো দেখে ভালই লাগলো।

 last year 

একদমই বরং সেই মানুষগুলো সুযোগ পেলেই নীতিহীনদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতেও দ্বিধাবোধ করে না, বাস্তবতা সত্যি বড়ই নির্মম।

 last year 

আমার বেস্ট ফ্রেন্ড একটু আগে আমাদের বাড়িতে এসেছিল। ওদের আদি বাড়ি কুমিল্লা ছিল। ওকে দেখালাম এই ছবিগুলো।যাই হোক আমাদের তো আর কোনদিনও আমাদের আদি বাড়িতে যাওয়া হবে না। আমি যেমন বরিশাল থেকে বিলং করি। আমার মা ঢাকা। এরকম আমার বন্ধুবান্ধব অনেকেই আছে যারা ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এই জায়গাগুলো থেকে বিলং করে। আমরা সারা জীবন এই জায়গা গুলোর নামই শুনে গেলাম। এ জীবনে আর নিজেদের ভিটা জমি দেখা হলনা। আপনার কথাগুলো সবসময়ের মত বাস্তববাদী। মানুষ মানুষকে খুব সহজেই ভুল ভেবে ফেলতে পারে। তবে সেটা চিন্তা করে নিজের নীতি ছাড়লে হবে না।অনেক সময় আমাদের অনেক ইচ্ছে সামাজিক বেড়াজালের জন্য আমরা প্রকাশ করতে পারি না। আসলে সমাজে আমাদের হাত-পা বাঁধা থাকলেও মনের তো হাত-পা হয় না।তাই অলীক কল্পনা করতে কেউ বাধা দেয় না।জীবনের কথা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

ঢাকায় চলে আসুন, আপনাদের আদি বাড়িসহ বাংলাদেশের অনেক অঞ্চলই দেখার সুযোগ পাবেন। না আজকাল মনও বাধা থাকে, চাইলেও স্বাধীনতা উপভোগ করতে পারে না।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

হাফিজ ভাই আসলে কি লিখবো কমেন্টে তাই ভাবছি ৷ আপনার জীবনের বাস্তব কাহিনী শুনে আর বাস্তবিক কথা গুলো পড়ে ৷ আমি শুধু ভাবছি সত্যি মানুষ বড় অদ্ভুত ৷ একেক জন এককে মনের হতে পারে ৷
আসলেই এটা ঠিক যে যখন তোমার অর্থ নেই তখন দেখবেন কেউ পাশে নেই ৷ আর যখন অর্থ থাকবে তখন হাজার ও মানুষ তোমার পাশে ৷ বন্ধু স্বজন আরও অনেকে ৷

আর হ্যাঁ ভাগ্য কে বিশ্বাস রাখতে হয় ৷ তবে ভাগ্যের চাকা ঘোরার জন্য পরিশ্রমী হওয়া প্রয়োজন ৷
তবে মাঝে মধ্যে নীতিবান হয়ে ও অন্যায়ের প্রতিবাদ করতে হয় ৷

 last year 

ভাই আমার জীবনের কাহিনী শুনলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন, আমার জীবনটা সত্যি বেশ সংগ্রামী ছিলো।

 last year 

গ্রাম্য পরিবেশের দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন , ভালো লাগলো , আর অনেকেই বলে এই মানুষটার নীতি ঠিক নাই ,ওই মানুষটার কথার ঠিক নাই ,তবে বেশিরভাগ মানুষ ওই মানুষ গুলোকেই পছন্দ করে যাদের কিনা নীতি ঠিক থাকে। আর আমি আপনাকে চিনি আর বড় ভাই হিসাবে অনেক সম্মান করি। ভালো লাগলো আজকের কথা গুলো।

 last year 

অনেক ধন্যবাদ, আসলেই প্রকৃত সত্যটা আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন হলো কতটা মানতে পারি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63898.89
ETH 3129.16
USDT 1.00
SBD 3.90