আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৭০ || ABB Weekly Hangout Report-170

in আমার বাংলা ব্লগ10 days ago

Hangout Format 170.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৩৮১ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৪৫। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৬৩জন।

হ্যাংআউট-১৭০

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন এবং শীতের শীতল পরিবেশের কথা শেয়ার করেন। শীতল পরিবেশ ও কুয়াশা নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং অন্যদের অনুভূতিও শুনতে চান। তারপর তারপর হ্যাংআউট নিয়ে কথা বলেন, কিছুটা সময় অপেক্ষা করেন সকলের যথাসময়ে জয়েন হওয়ার জন্য। উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে যার কারনে এই দিকে প্রচুর ঠান্ডা পড়ে এবং পড়বে, নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। সবাইকে যথাযথভাবে প্রস্তুতি নিয়ে গরম কাপড় ব্যবহার করার পরামর্শ দেন। তারপর সবাইকে নিয়ে সুন্দর কিছু সময় উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৭০তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতে গেষ্ট ব্লগারদের নিয়ে বলছি, এই মুহুর্তে কমিউনিটিতে ২৩জন গেষ্ট ব্লগার আছে তাদের মাঝে ১৬জন ইনএ্যাকটিভ, ১জন ইরেগুলার এবং ৬জন রেগুলার। যারা কাংখিতভাবে কাজ করার চেষ্টা করছেন তাদের যথাযথভাবে সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের মাঝে ৬জনের এ্যাকটিভিটিস কাংখিত মানের ছিলো না। বাকিদের পোষ্ট কোয়ালিটি এবং এনগেজমেন্ট ভালো ছিলো। শুধুমাত্র @hiramoni ভাবির ডিসকর্ড এনগেজমেন্ট লো ছিলো, আশা করছি এই ব্যাপারে আরো সচেতন হবেন। এছাড়াও একটা বিষয়ে লক্ষ্য করেছি, সাধারণ মানের পোষ্টগুলোতে কমেন্ট সংখ্যা বেশী হচ্ছে কিন্তু কোয়ালিটি কিংবা ভালোমানের পোষ্টগুলোতে কমেন্ট সংখ্যা খুবই কম হচ্ছে, এনগেজমেন্ট করতে হবে বলে এই ধরনের কমেন্ট মোটেও কাম্য নয়। যারা নিজেদের ট্রন এড্রেস লিংকআপ করেন নাই তাদের পোষ্ট কিউরেশন করা বন্ধ করেছি আমরা, যারা কথা শুনবেন না এখন হতে এমনটাই করা হবে তাদের সাথে । ধন্যবাদ।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার তার অধীনে ছিলেন তাদের বেশীরভাগের এ্যাকটিভিটিস খুব খারাপ ছিলো বলতে গেলে একদম জিরো। বলতে গেলে ১৯-২০ জনের মাঝে প্রায় ৯-১০ জনের এ্যাকটিভিটিস খারাপ ছিলো। @ripon40 আপনার তো বিগত কয়েক মাস ধরে কোন এ্যাকটিভিটিস নেই, অন্য কমিউনিটিগুলোতে পোষ্ট করেন কিন্তু আমার বাংলা ব্লগে করেন না। এরপর হতে আমার বাংলা ব্লগে এমন এ্যাকটিভিটিস থাকলে ইনএ্যাকটিভ ট্যাগ দেয়া হবে। @tauhida ম্যাডাম আপনার ডিসকর্ড এনেগেজমেন্ট একদমই শুন্য এই সপ্তাহে ফলে টায়ারে রাখা সম্ভব হয়নি। এছাড়া কমেন্ট এনগেজমেন্টও অনেকটা খারাপ ছিলো।

Untitled-00.png

@mostafezur001 তিন দিন ইনএ্যাকটিভ থেকে শেষের তিনদিন একটানা দুই তিনটি করে পোষ্ট করে ৭-৮টা পোষ্ট করলে হবে না, এভাবে টায়ারেও আসা যাবে না। এই জন্য আপনাকেও টায়ারে রাখা সম্ভব হয়নি। আর @nirob70 আপনারও একই অবস্থা, বিগত কয়েক সপ্তাহ যাবত কোন এ্যাকটিভিটিস নেই। আর মোটামুটি যাদের টায়ারে রাখা হয়েছে, তাদেরকে বলবো আপনাদের ডিসকর্ড এবং কমেন্ট এনগেজমেন্ট আরো বাড়াবেন, সেটা অনেক কম আছে। মোটামুটি এইটুকুই বলার ছিলো। ধন্যবাদ।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, যারা এবিবি স্কুল থেকে নতুন ভেরিফাইড হয়ে ভেরিফাইড হয়েছেন তার মধ্যে অনেকের এনগেজমেন্ট খুব ই ভালো। যেমন kausik এবং neelamsamanta। আবার অনেকের একটিভিটিস খুব ই খারাপ। যেমন @helal-uddin এবং @sumiya23। আপনাদের একটিভিটিস বৃদ্ধি করবেন। কারণ আপনাদের যদি ইনএকটিভ লিস্ট এ দেওয়া হয়, তবে অবশ্যই আবার একটিভ লিস্টে আসতে আপনাদের অনেক কষ্ট হবে। আর আমাদের PUSS এর sub-team এ আমার বাংলা ব্লগ থেকে @kibreay001 এবং @sabbirakib6631 উনাদের নেওয়া হয়েছে। উনাদের অভিনন্দন জানাচ্ছি, আশা করছি দারুণ কাজ করবেন।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, একটু সময় নিয়ে সুমন ভাই এনাউন্সমেন্ট চ্যানেলটি দেখতে বলেন সবাইকে। সকলের জন্য নতুন একটা সুযোগ এটা, superwalklink এ্যাপটা সবাইকে ইনস্টল করতে অনুরোধ করেন। তারপর সেই এ্যাপ সম্পর্কে সবাইকে ধারণা দেয়ার চেষ্টা করেন। এখান হতে আর্ন করে বিভিন্নি এক্সচেঞ্জ হতে টাকা উঠাতেও পারবেন। এই এ্যাপটি সম্পর্কে বলেন এবং তারা আমাদের কমিউনিটির সাথে কাজ করতে চান? আমরা কেন এটা ব্যবহার করবো? তারা ১০ ডলার এর একটা অফার দিয়েছেন আমাদের ইউজারদের জন্য। তিনটি ক্যাটাগরির বিষয়টি উপস্থাপন করেন এবং সবাইকে ধারণা দেয়ার চেষ্টা করেন।

এর ইভেন্টগুলোতে যারা ভালো করবেন তাদের রিওয়ার্ডস দেয়া হবে। কিছু বিশেষ প্রােইজ ও থাকবে এবং এনএফটিও গিফট হিসেবে থাকবে। তাদের এখন একটা ইভেন্ট চলছে আমরা চাচ্ছি এবিবি সকল ইউজার এটাতে অংশগ্রহণ করুক। এখানে দুটো মোড আছে, সেখান হতে বেসিক মোডটি নিয়ে কথা বলেন এবং এই বিষয়ে একটা বিস্তারিত পোষ্ট শেয়ার করবেন বলে জানান। তারপর বেসিক মোড নিয়ে বিস্তারিত কথা বলেন, হাঁটাচলা করা এবং দৌড়াদৌড়ি করা, এসব করে সেখান হতে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন এবং ভিবিন্ন গিভওয়েটে অংশগ্রহণ করতে পারবেন এই পয়েন্ট ব্যবহার করে এবং সেখান হতে আর্ন করতে পারবেন।

তারপর প্রো মোড নিয়ে কথা বলেন, সেখান হতে কিছু ক্রয় করতে হবে এবং পয়েন্ট আর্ন করতে পারবেন, সেই পয়েট ভিবিন্ন কারেন্সিতে কনর্ভাট করতে পারবেন। এটা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। এই বিষয়ে দাদাও আগ্রহ প্রকাশ করেছেন, যেহেতু তাদের সাথে আমরা কাজ করবো। সবাইকে বলেন, যারা এই এ্যাপ ব্যবহার করবেন এবং নিজেদের এ্যাকটিভিটিস নিয়ে একটা পেষ্ট করতে পারবেন, পুরা সপ্তাহের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরতে পারবেন। আর সেই পোষ্টটি আমরা বাছাই করে ভালো পোষ্ট হিসেবে ভোটিং সাপোর্ট দিবো। এই সুযোগটি সবাইকে ব্যবহার করার আহবান জানান। এ বিষয়ে পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল দেয়া হবে। কোন সমস্যা থাকলে সুমন ভাইয়ের সাথে কথা বলতে বলেন। পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল দেয়া হয়েছে, কেরো কোন সমস্যা থাকলে তার সাথে যোগাযোগ করতে বলেন।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতে একটা ওয়েভ সাইটের নাম প্রকাশ করেন, যদিও দাদা এটা নিয়ে বলবেন, nextgencrypto.com এদের সাথে আমাদের একটা চুক্তি আছে। আমরা তাদের সাথে কোলাবোরেশনে যাবো। এটা একটা ওটিসি সাইড, তারপর এই বিষয়টি কি সেটা বিস্তারিত তুলে ধরেন আরিফ ভাই। মার্কেটে সেল না দিয়ে এখানে ঢুকে চাহিদা মতো দামে সেল ওয়ার্ড দিতে পারবেন। তারপর বায়ার থাকলে সেই অর্ডারে রেসপন্স করবেন। যারা আগ্রহী তাদের সবাইকে এখানে আইডি খোলতে বলেন আরিফ ভাই। যেহেতু আমাদের পার্টনার সেহেতু আমাদের অনেক নিয়ন্ত্রণ আছে। আমরা বিকাশ নগদ এ্যাড করার চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত একটা পোষ্ট করবেন আরিফ ভাই, তাই যাদের সুযোগ আছে তারা একটু ঘাটাঘাটি করতে পারেন এটা নিয়ে।

Untitled-0011.png

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, এ সপ্তাহেও মোটামুটি সকলের পোস্ট প্রমোশন টুইটারে বেশ ভালই ছিল। সক্রিয় সদস্য সংখ্যা বেশ বেড়েছে, আমি চেষ্টা করছি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে টুইটার অফ দ্যা উইক করার জন্য। তাছাড়া টুইটারে কমিউনিটির সঠিক ট্যাগ ব্যবহার করলে সহজেই পোস্টগুলো আমার নজরে আসে, তাহলে আমার জন্য সুবিধা হয় পোস্টগুলো দেখতে। এছাড়া সকলের এক্টিভিটিস বেশ ভালো ছিল, আশাকরি এমনটাই থাকবে আগামীতে। তাছাড়া পুস কয়েন বার্ন প্রজেক্টে সবাই সংযুক্ত থাকুক, এমনটাই কামনা করছি।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, প্রথমেই লেভেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। লেবেল তিনের এই সপ্তাহে ভাইবা পরীক্ষা নেওয়া হয়েছিল এবং ভাইভা পরীক্ষায় সকলেই পাশ করেছে। যারা এই ভাইভায় পাশ করেছে তারা মোটামুটি অ্যাক্টিভ রয়েছেন কিন্তু এর আগে থেকে যারা লেবেল তিনে রয়েছেন তাদের বেশিরভাগ ইউজার এই এখনো ইন অ্যাক্টিভ রয়েছেন। আপনাদের কে এর আগে সপ্তাহ বলা হয়েছে এবারও বলছি, এরপরেও যদি আপনাদের এক্টভিটিস ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনারা ইনঅ্যাক্টিভ লিস্টে চলে যাবেন আমাদের কমিউনিটির নিয়ম অনুযায়ী।

যারা লেবেল তিন ইতিমধ্যে পাশ করেছেন এবং লেভেল ৪ এর ক্লাসের জন্য অপেক্ষা করছেন, আপনাদের ক্লাস আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯ টা এবং ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আমি বিস্তারিত বিষয়গুলো লেভেল ৪ এ জানিয়ে দিয়েছি। সেসব বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে আসার চেষ্টা করবেন। আর লেভেল ফোর এর ক্লাসটা সাধারণত প্রাক্টিক্যালি হয়। এই বিষয়গুলোকে আপনাকে বারবার অনুধাবন করতে হবে এবং বারবার সেই কাজগুলো করার মাধ্যমে এই কাজগুলোতে আপনি এক্সপার্ট হয়ে উঠতে পারেন।

কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই, কমেন্ট মনিটরিং এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি ভালো করেছেন কয়েকজন ইউজার ছাড়া। এমনও কিছু ইউজার রয়েছে পুরো সপ্তাহের কমেন্ট একদিন এই করেছেন এবং আরো কয়েকটি ইউজার রয়েছে যারা শুধুমাত্র সপ্তাহে দুই একদিন কমেন্ট করেছে এবং পুরো সপ্তাহটা ইরেগুলার কমেন্ট এক্টিভিটিজ দেখিয়েছেন। এই বিষয়গুলো বারবার আপনাদেরকে বলা হয়, অল্প হলেও প্রতিনিয়ত একটিভ থাকার চেষ্টা করবেন। যাই হোক সেভাবেই আপনাদেরকে নাম্বার দেওয়া হয়েছে। রিপোর্ট পাবলিস্ট হওয়ার পরে আপনারা আপনাদের ভুলগুলো শুদ্ধে নেওয়ার চেষ্টা করবেন।

এর আগের সপ্তাহে আমাদের এডমিন প্যানেল থেকে এবং মডারেটর প্যানেল থেকেও পুশ কয়েনের প্রমোশন নিয়ে কথা বলা হয়েছে। ইতিমধ্যে twitter প্লাটফর্মে বেশ কয়েকজন ইউজারদেরকে একটিভ দেখতে পেয়েছি, যেটা সত্যি অনেক ভালো লাগার একটি বিষয়। কিন্তু তারপরও বেশিরভাগ ইউজার এই কাজগুলো করছেন না। আচ্ছা একটি টুইট করতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় ব্যয় হয় যদি আপনি কিছু না বোঝেন তারপরও! এই সময়টুকু দিয়ে এই কয়েনকে প্রমোশন করার জন্য একটু কাজ করে যান কারণ এই কয়েনের দাম বৃদ্ধি পেলে আমরা সবাই লাভবান হবো।আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই, নমস্কার সবাইকে। টেম্পোরারি ইনএক্টিভ লিস্ট নিয়ে কিছু কথা বলে নেবো। বর্তমানে যেসকল সদস্য টেম্পোরারি ইন্যাকটিভ লিস্টে রয়েছেন তাদের তিন চারজন মাঝে মধ্যে পোস্ট করছেন ঠিকই তবে সকলের কমিউনিটি এক্টিভিটিস খুবই কম। পোস্ট করার পাশাপশি ভালো এক্টিভিটিসের দিকে নজর রাখলে তবেই আপনাদের একটিভ লিস্টে পাঠানো সম্ভব হবে।

Untitled-001122.png

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, তেমন কিছু বলার নেই। এই সপ্তাহে আমার লিষ্টে যারা ছিলেন দুই একজন ইউজার ছাড়া সকলের এ্যাকটিভিটিস মোটামুটি ভালো ছিলো। ধন্যবাদ।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই দাদা একটা ভিডিও লিংক শেয়ার করেন জেনারেল চ্যাটে তারপর বলেন, এই সম্পর্কে একটা বিস্তারিত টিউটোরিয়াল শেয়ার করেন কমিউনিটির এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles। তারপর দাদা টিউটোলিয়ালটি সম্পর্কে একটু ধারণা দেয়ার চেষ্টা করেন। বহুদিন আগে দাদা একটা সফটওয়্যার বানিয়েছিলেন টিনটিন নামে। যদিও অনেকেই এটা বুঝেন নাই এবং ব্যবহারও করেন নাই। এটা হলো এমন একটা সফটওয়্যার শুধুমাত্র এনক্রিপশন কিংবা ডিক্রিপশন সিস্টেম না। মেইনলি ইনক্রিপশন কিন্তু অফলাইনে যে কোন ওয়ালেট জেনারেট করা যায় এটা দিয়ে। সেটা এ যাবত যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে সবগুলোই কাভার করে। এবং আনলিমিটেড কি ক্রিয়েট করা যায় প্লাস সিকিউটি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ এখানে এবং শতভাগ নিরাপদ পরিবেশে এগুলো করা যায়।

শতভাগ অফলাইনে, অফলাইনে আমরা বিটকয়েন হতে শুরু করে সব ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট তৈরী করতে পারি কিন্তু স্টিমিট-হাইভ এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলো তো অফলাইনে ক্রিয়েট করা যায় না। সেই সিস্টেমটা আমি এ্যাড করেছি রিসেন্টলি। স্টিমিটে এখন হতে একাউন্ট জেনারেশন খুবই ইজি হবে। টিনটিন সফটওয়্যার আপডেটটা এখনো আমি অফলাইনে রেখেছি, অনলাইনে এখনো ছাড়িনি। সেটা ছাড়লে আপনারা ডাউনলোড করে নিবেন। এবার থেকে একাউন্ট জেনালের সম্পূর্ণ অফলাইনে ক্রিয়েট করতে পারবেন। এবং এটা আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায়ও ক্রিয়েট করা সম্ভব। একাউন্ট ক্রিয়েশন করার পরে জাস্ট আপনি যে ইউজার আইডি নিয়ে একাউন্স ওপেন করেছেন সেটা দিবেন সেই ইউজার আইডি অবশ্যই এভেইলেভেল থাকতে হবে প্লাস কোন পাসওয়ার্ড দেয়া লাগবে না।

অর্থাৎ আপনার স্টিমিট আইডি দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা জেনারেট করেছেন অফলাইনে সেই পাসওয়ার্ডের এসোসিয়েটেড হতে জাস্ট পাবলিক কি-টা আমাকে দেবেন। মাস্টার কি কিংবা কোন প্রাইভেট কি আমার সাথে শেয়ার করা লাগবে না। পাবকিল কি তো আপনারা জানেন যেটা পাবলিকলি ভিজিবল এবং এগুলো যে কেউ যখন তখন দেখতেও পারে। এগুলো দ্বারা হ্যাক করা কিংবা একাউন্টের কোন ক্ষতি করাও সম্ভব না। এই পাবলিক কিগুলো দিলে আমি অনলাইনে থাকলে জাস্ট আপনার একাউন্টটা এক্টিভিটেড করে দিবো। আর কোন কাজ নেই আমার, আপনি আমাকে এগুলো দিলে আপনার একাউন্ট এ্যাকটিভিটেড হবে এবং আপনি সঙ্গে সঙ্গে লগইন করতে পারবেন। এটা শতভাগ সিকিউরড এবং জিরো ট্রাস্ট। জিরো ট্রাস্ট বলতে স্ট্রাস্ট করা লাগবে না। অর্থাৎ আমার মাধ্যমে যে একাউন্ট খোলবেন বর্তমান পদ্ধতিতে সেখানে আপনাকে আবার পাসওয়ার্ড চেঞ্চ করা লাগে।

এক্ষেত্রে এগুলো আর কিছুই করা লাগবে না, অর্থাৎ যাকে দিয়ে আপনার একাউন্ট খোলাবেন সে আমি হই বা থার্ড পার্টি হোক, সে আপনার কোন কি জানতে পারবে না। সে শুধু আপনার স্টিমিট আইডি আর পাবলিক কি-টা নেবে। আপনার একাউন্টটা সম্পূর্ণভাবে ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় ক্রিয়েট হবে যেটা শতভাগ সিকিউরড। ধরুণ আপনি এককোটি স্টিম কিনে এখন রিজার্ভ রাখবেন, এর কোন কি কোথায় রিভিলড করবেন না, অনলাইনে স্টোর করবেন না, সেটাও সম্ভব। পরবর্তীতে আমি সেই সিস্টেম ক্রিয়েট করে আপডেট করে দিবো। আপনার ক্রিয়েট করা কোন কি- কোন অবস্থাতেই অনলাইনে ব্রডকাস্ট হবে না। এনক্রিপ্ট মোডেও সেভ থাকবে না। সব সময়ই অফলাইনে থেকে যাবে, অথচ আপনি অনলাইনে পোষ্ট করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। কি করে সম্ভব? যদি অফলাইনে একাউন্ট ক্রিয়েশন করতে পারি তাহলে সেটা দিয়ে এটাও সম্ভব।

এটা অসম্ভব একটা বিষয় ছিলো। যেহেতু নতুন একটা চ্যানেল খোলে আমি সেখানে পাসওয়ার্ডগুলো শেয়ার করতাম, এবং সেই পাসওয়ার্ডগুলো যদি কেউ চেঞ্জ না করে পরবর্তীতে। আর কোন কারনে যদি তার একাউন্ট হ্যাক হয় তাহলে তার মনে একটা খটকা থেকে যাবে। এই জন্য এসব বাদ দিয়ে একদম জিরো স্ট্রাস্ট সিস্টেম ওপেন করেছি। কাউকে স্ট্রাস্ট করা লাগবে না একদম শতভাগ জিরো স্ট্রাস্ট। এরপর দাদা জেনারেল চ্যাটে সেই টিউটোরিয়ালটি সবাইকে দেখতে অনুরোধ করেন। পুর্ণাঙ্গ টিউটোরিয়াল পরবর্তীতে শেয়ার করা হবে বলে পুনরায় জানান। এরপর শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, পরিবারের সবাই কেমন আছে সেটাও জানতে চান। তারপর দাদা কথা প্রসঙ্গে বলেন, ফায়ারওয়াল এর একটা এক্সটেনশন আনছেন সেটা নিয়ে একটু বিজি ছিলেন। তারপর ইউন্ডোজ এর ফায়ারওয়াল সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা বলেন এবং দাদার এক্সটেনশন এর সম্পর্কে একটু ধারণা দেন।

Untitled-00112233.png

এরপর দাদা $PUSS নিয়ে কথা বলেন, পুশ এর প্রাইসটা এখন একদম ছেড়ে দিয়েছেন ন্যাচারালি। আপনারা বাই করলে মার্কেট উঠবে আর সেল করলে মার্কেট নেমে যাবে। কারন পুশ নিয়ে আমি খুব হতাশ। জেনালের ইউজারদের জিরো এ্যাকটিভিটি, একটা ভোটিং সিস্টেম দিয়েছিলাম ভোট-টোড দেয় না সেখানে। অন্যান্য কমিউনিটিতে কিছু আনলে তাদের জেনালের ইউজাররা যথেস্ট সাপোর্ট দেয়। আমাদের এখানে কাউকে বিনিয়োগ করতে বলি নাই জাস্ট একটা সিস্টেম দিয়েছিলাম আপভোট দেয়ার। দিনে একটা ভোট দেয়া যায়। দুইশ’র কাছাকাছি এ্যাকটিভ ইউজার কিন্তু ভোট পড়েছে মাত্র চারটি। তাহলে বুঝতে হবে কি মাত্রায় এ্যাকটিভ আমাদের ইউজাররা। এজন্য আমি খুব কঠিন ডিসিশন নিবো খুব শীঘ্রই। জাস্ট স্টিম এর প্রাইজটা আপ হওয়ার জন্য বসে আসি, প্রাইজ আপ হলেই ফ্রি সাপোর্ট অফ।

তারপর আরিফ ভাইয়ের শেয়ার করা সাইডটি সম্পর্কে বলেন দাদা, ওটিসি ডিল এখন হতে সহজেই করতে পারবে যে কেউ। এটা শতভাগ অ্যানোনিমাস রাখা হয়েছে। অ্যানোনিমাস বলতে, এখানে বাই-সেল বা ট্রেড যারা করবে সবার আইডেন্টিটি প্রটেক্টটেড থাকবে। অর্থাৎ আপনার ফেক আইডেন্টিটি তৈরী করে এখানে ট্রেড করতে পারবেন। আপনার আইডেন্টিটি লিক আউট হওয়ার কোন ভয় থাকবে না। আর ট্রেডগুলো হবে শতভাগ সিকিউরড স্ক্রো সিস্টেমে। অর্থাৎ কেউ এখানে দুর্নীতি করতে পারবে না। অনলাইন অটোমেটিক ডিপোজিট বিটকয়েনসহ যত কয়েন সবগুলোই অটোমেটিক ডপোজিট। জেনারেল ইউজার আপনারা কখনো স্টিম আর পুশ ডিপোজিট করতে পারবেন না, এটা সাসপেন্ডেট আছে। আপনারা অন রিকোয়েষ্টে যদি কোন হোয়েল ডিপোজিট করতে চান স্টিম বা পুশ, জাস্ট তাকে সাপোর্ট টিকেট ক্রিয়েট করতে হবে, তাহলে তার ডিপোজিট ম্যানুয়ালী ক্রিয়েট হবে।

পুশ বা স্টিম ডিপোজিট না করেও বাই-সেল করতে পারবেন, সেই সিস্টেম এখানে আছে। হিউজ এমাউন্টগুলো করতে পারবেন, এককোটি পুশ যদি বিক্রি করতে চান সেটাও সম্ভব এখানে। বিটকয়েন সেল করতে চান, বাই করতে চান সেটাও সম্ভব এখানে। মোটামুটি অ্যানোনিমাস কিন্তু প্রটেক্টেড ওটিসি প্লাটফর্ম। অনলি পিটুপি না। পুশ বা স্টিম দুটোই হলো কেমন জানেন? এমন কিছু পাবলিকের যারা শুধু সেল করতে জানে, জীবনে কোন দিন বাই করেনি। প্রসঙ্গক্রমে আমাদের একজন এক্স মডারেটর এর কথা বলেন, সে জীবনে কোন স্টিম ডিপোজিট করেননি তার প্রমান হলো তার আইডিগুলোতে, কিভাবে ডিপোজিট করতে হয় সেটাও সে জানে না। এটা দুঃখজনক যে স্টিম কেউ কখনো কিনে ডিপোজিট করে না। জাস্ট ফ্রি যদি পায় তাহলে সেল করে দিবে। এখন হতে এই ধারনা হতে বের হয়ে আসতে হবে। স্টিম এবং পুশ প্রটেক্ট করার জন্য ওটিসি সিস্টেম চালু করা হলো। অর্থাৎ আপনার স্টিম আপনি মার্কেটে সেল না দিয়ে ওটিসিতে সেল দিন, সেক্ষেত্রে মার্কেট প্রাইজে কোন ইমপ্যাক্ট পড়বে না। তারপর বিষয়টি ব্যাখ্যা করেন দাদা।

এরপর দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @monira999, @tasonya এবং @mohinahmed । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @selinasathi1 । এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @samhunnahar । এরপর দাদা বলেন শারদীয়া কনটেস্ট ১৪৩১ এর ফলাফল মডরেশন প্যানেলে দিয়ে দিচ্ছেন শুভ ভাইকে সেটা ঘোষণা করতে বলেন এবং বিজয়ীদের অনুভূতি শেয়ার করার সুযোগ দিতে বলেন। প্রাইজ আগেরটাই আছে শুধুমাত্র বিশেষ পুরস্কার এর প্রাইজটা যোগ করা হয়েছে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং শারদীয়া কনটেস্ট ১৪৩১ নিয়ে নিজের অনুভুতি শেয়ার করেন। তারপর একে একে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন। তারপর শুভ ভাই সকলের উদ্দেশ্যে বলেন নিজেদের ট্রন এড্রেসগুলো দ্রুত লিংকআপ করে নিন নাহলে আপনাদের কিউরেশন অফ থাকবে। এরপর প্রমোশন নিয়ে কথা বলেন, যথা নিয়মে নতুনদের তিনটি কাজ যথাযথভাবে করতে হবে, আমার বাংলা ব্লগ সাবসক্রাইব করতে হবে, বাংলা ইউটনেসকে ভোট দিতে হবে এবং আরএমইকে প্রক্সি সেট করতে হবে। মিনিয়াম ৫ হাজার পুশ কিনে হোল্ড করতে হবে। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে ।

এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন সবাইকে। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন।

তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারী দিতে পারেন আপনারা। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবেন । যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। এরপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। সবশেষে চলমান বার্ন কনটেস্ট নিয়ে কথা বলেন এবং সবাইকে যথা নিয়মে পুশ বার্ন করেন সাপোর্ট নেয়ার উৎসাহ দেন।

তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর সিয়াম ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে তিনটি কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীকে সাথে সাথে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @aongkon গান, @neelamsamanta গান, @kausikchak123 ভাই গান, @bristychaki গান, @selinasathi1 কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি এবং সব শেষে @ah-agim কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Banner PUSS0.png

Sort:  
 10 days ago 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমার বাংলা ব্লগ কমিউনিটির হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রত্যেক সপ্তাহের তুলনায় এই সপ্তাহের হ্যাংআউট ছিল আমার জন্য অন্যরকম একটা অনুভূতি। $PUSS কয়েনের subteam-promotion এর জন্য মনোনীত হয়েছিলাম ঐদিন নুসরাত আপু হ্যাংআউটের মাধ্যমে অফিশিয়ালি সকলকে জানিয়েছিল সত্যিই এটা ছিল আমার জন্য অন্যরকম একটা অনুভূতি। ধন্যবাদ এত সুন্দর ভাবে হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

এই সপ্তাহের হ্যাংআউট রিপোর্ট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের হ্যাংআউট ও অনেক ভালোভাবে উপভোগ করেছিলাম। সব সময় চেষ্টা করি হ্যাংআউটের মুহূর্তগুলো সুন্দরভাবে উপভোগ করার জন্য। যারা উপস্থিত ছিল না তারা সহজে পুরোটা জেনে নিতে পারবে এই পোস্টটা পড়ে। অনেক ধন্যবাদ ভাইয়া রিপোর্টটা এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করে নেওয়ার জন্য।

 10 days ago 

এই সপ্তাহের হ্যাংআউটের রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো।হ্যাং আউটের মুহূর্ত দারুন উপভোগ করেছি।চেষ্টা করে যাচ্ছি হ্যাংআউটে সব সময় উপস্থিত থাকার জন্য।এত সুন্দর ভাবে রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেন যারা উপস্থিত থাকতে পারেনি তারাও আপনার রিপোর্টটি দেখে বেশ সুন্দরভাবে সবকিছু বুঝে নিতে পারবে। ধন্যবাদ ভাই রিপোর্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 10 days ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া হ্যাংআউট এর মাধ্যমে আমরা আমাদের ভালো মন্দ সম্পর্কে জানতে পারি। পুরো পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

এইবারের হ্যাংআউট টা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল কেননা আমাদের সকলের শ্রদ্ধেয় এডমিন এবং মডারেটর প্যানেল সহ শ্রদ্ধেয় দাদা প্রত্যেকেই খুবই গুরুত্বপূর্ণ কিছু topics নিয়ে কথা বলেছেন। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি কিবরিয়া এবং সাব্বির ভাইয়াকে। আশা করি তারা তাদের সুযোগের সদ্ব্যবহার করবেন। যাই হোক গত হ্যাংআউট এর প্রত্যেকটা বিষয়ে পুনরায় পোস্টের মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 10 days ago 

আমার কাছে অনেক ভালো লেগেছে এই হ্যাংআউট রিপোর্ট। এই রিপোর্টটা অনেক ভালো লাগে পেলে। কারন হ্যাংআউটে উপস্থিত না থাকলে পুরোটা সুন্দরভাবে জানা সম্ভব। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়েছিল এই হ্যাংআউটে। সব মিলিয়ে আপনি এত সুন্দর করে এটি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 10 days ago 

বরাবরের মতো এই সপ্তাহেও সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে খুবই ভালো লাগলো। যদিও হ্যাংআউটের শুরুতে ছিলাম না কিন্তু একটু পরে আমি যুক্ত হয়েছি।যাইহোক খুবই ভালো লাগলো হ্যাংআউট রিপোর্ট টি পড়ে।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 10 days ago 

ধারাবাহিকতা বজায় রেখে রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন।